EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20981. একটি গ্রামের জনসংখ্যা ৫৫০০। যদি পুরুষের সংখ্যা ১১% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা ২০% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা ৬৩৩০ হয়। ঐ গ্রামে মহিলার সংখ্যা কত?
২৫০০
৩০০০
৩৫০০
৪০০০
20982. বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
শিব নারায়ন দাস
এ এন সাহা
খুরশেদ আলী খান
20983. যদি x > 0 এবং x² + ৭ + ৬ = ২২ হয়; তাহলে x +৩ এর মান কত?
20984. একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় ঘড়িটি বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫০০
৫৫০
৬০০
৭০০
20985. অমিত একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
৯৫%
৯৬%
৯৮%
১০০%
20986. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
এএন সাহা
রফিকুন্নবী
কামরুল হাসান
জয়নুল আবেদীন
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, যেখানে রয়েছে উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারকা। এছাড়া রাষ্ট্রীয় প্রতিক বা মনোগ্রামের ডিজাইনার এএন সাহা।
20987. Who’s that?’ in this sentence ‘that’ is a/an-
pronoun
conjunction
adjective
adverb
ব্যাখ্যা: আমরা জানি, Noun এর পরিবর্তে কোন শব্দ বসলে সেটি Pronoun হয়। - প্রশ্নে বলা হয়েছে Who's that? অর্থাৎ এই বাক্যে that শব্দটি নিশ্চিতভাবেই কোন একজন ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। লক্ষ করুন, that না লিখে যদি বলা হতো who is the man? তাহলেও কিন্তু একই অর্থ বোঝাতো। - উত্তরগুলির মধ্য থেকে (b) conjunction (c) Adjective এবং (d) Adverb হবার তেমন কোন Logic নাই। সুতরাং সঠিক উত্তর হচ্ছে (a).
20988. নৃপতি-
রাজা
স্বামী
নাপিত
মাতবর
কোনোটিই নয়
20989. Fatal - অর্থ কী ?
অবহেলা
বিস্ফোরক
আরাম
মারাত্মক
20990. জাতিসংঘ দিবস কোনটি?
২৮ অক্টোবর
২১ অক্টোবর
২৪ অক্টোবর
১৮ অক্টোবর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কার্যক্রম শুরু হওয়ায় ১৯৭২ সাল থেকে ঐ দিনটি 'জাতিসংঘ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া এ প্রতিষ্ঠানের বর্তমান সদস্যদেশ ১৯৩টি এবং সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত।
20991. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Soil pipe
Waste pipe
Vent pipe
Siphon pipe
20992. . একটি কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত ১: ২ এবং কারখানায় ৩৬ জন শ্রমিক রয়েছে। অনুপাত ১:১ করতে কত জন পুরুষকে যোগদান করতে হবে?
১০
১২
20993. বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি?
বাংলাদেশ জিন্দাবাদ
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
20994. পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ময়মনসিংহ
নেত্রকোনা
পটুয়াখালী
রংপুর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রায় নির্মিত দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র (১৩২০ মেগাওয়াট ক্ষমতার)। চীনের চায়না মেশিনারিজ কোম্পানি ও বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি কর্তৃক নির্মিত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি (১৩তম বিশ্বে) ব্যবহার করে স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি ২১ মার্চ, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
20995. নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
বহ্নি
আবীরা
বায়ুসখা
বৈশ্বানর
20996. বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নাম কী?
জনাব উবায়দুল মোকতাদির
কামরুজ্জামান চৌধুরী
মোঃ মোস্তাফিজুর রহমান
শরীফ আহমেদ
20997. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
দুরাবস্থা
দূরাবস্থা
দুরবস্থা
দূরবস্থা
20998. একটি বৃত্তের ব্যাস ৫০% কমে গেলে, বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে?
৮০%
১০০%
৪০০%
৫০০%
৭৫%
20999. একটি আয়তাকার জমির প্লটের চার পাশের তিনটি বরাবর একটি বেড়া রয়েছে। বেড়াবিহীন দিক এবং বেড়াবিহীন দিকের বিপরীত দিকের দৈর্ঘ্য অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের তিনগুণ। প্লটের ক্ষেত্রফল ৪৩২ বর্গফুট হলে বেড়ার মোট দৈর্ঘ্য কত ফুট?
৬০
৭২
৮০
৯০
21000. যদি চারটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল ২৩০ হয়, 45 শেষ দুটি সংখ্যার গড় কত?
৫৬
৫৮.৫
৫৬
৭৭
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মনে করি, চারটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x-2x-3,x,x+১ প্রশ্নমতে, x-২+x-১+ x + x + ১ = ২৩০ বা, ৪x-২ = ২৩০ বা, ৪x= ২৩২ x = ৫৮ .: শেষ দুটি সংখ্যার গড় =( x+x+১)/২ =(৫৮+৫৯)/২ =৫৮.৫