EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21381. তরল পদার্থেরর গড় পাশ্বচাপ তলদেশের চাপের -
অর্ধেক
সমান
দ্বিগুন
তিনগুন
21382. ২মি ও ৩ মি উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজাকৃতি প্লেটকে পানিতে ডুবানো হইয়াচে যার শীর্ষ বিন্দু পানির তল হতে ১ মি গভীরে থাকে। প্লেটে মোট চাপ কত?
১০০০ কেজি
৯০০ কেজি
৯০০০ কেজি
৯০০০০ কেজি
21383. 6 m লম্বা ও 3m চওড়া একটি আয়তাকার পাত্রের 5m গভীরতা পর্যন্ত পানি আছে, তলদেশে মোট চাপ কত?
1000 Kg
9000 kg
10000 kg
90000 Kg
21384. ম্যানোমিটার কত প্রকার ?
21385. প্রতি একক ক্ষেত্রের উপর যে বল কাজ করে থাকে তাকে কি বলে?
চাপ
চাপের তীব্রতা
লব্ধিবল
(ক+খ) উভয়টি
21386. তরল পদার্থের উপরি পৃষ্ঠে চাপের তীব্রতা------
কম
বেশি
শূন্য
সমান
21387. স্থির তরলের যে কোন বিন্দুকে চাপকে বলে---
গেজ প্রেসার
এ্যাটমোসফেয়ার প্রেসার
ডিফারেনশিয়াল প্রেসার
হাইড্রোস্ট্রাটিক প্রেসার
21388. হাইড্রোলিক প্রেসারের যান্ত্রিক সুবিধা কি?
w/p
p/w
2p/w
2w/p
21389. পানির একমিটার নিচে চাপ কত প্যাসকেলে-
98100 pa
980 pa
98 pa
1 pa
21390. the device used to measure the fluid pressure is-
Hydrometer
Calorimeter
Thermometer
Manometer
21391. what types of liquid are measure using a manometer ?
Heavy liquids
Medium liquids
light liquids
Heavy & light liquids
21392. 6m×4m×2m মাপের একটি পাত্রে পানি ভর্তি থাকলে তলদেশে চাপের তীব্রতা কত ?
3000 kg/cm^2
20000 kg/cm^2
2000 kg/m^2
30000 kg/m^2
21393. তরল পদার্থের প্রেসার হেড----
p/w
w/p
2p/w
2w/p
21394. চাপ তরল সংলগ্ন পাত্রের উপর কিভাবে কাজ করে ?
লম্বভাবে
আড়াআড়ি
সমান্তারলে
সবকয়টি
21395. 45m উঁচু একটি Over head water tank সর্বোচ্চ ১৪ তলা পর্যন্ত পানি উঠাইতে পারে। যার প্ররতি তলার উচ্চতা 3 m। এতে Head loss এর পরিমান Kg/cm^2 এককে কত হবে-
0.1 kg/cm^2
0.2 kg/cm^2
0.3 kg/cm^2
0.5 kg/cm^2
21396. পরম চাপ বলা হয় বায়ুর চাপ ও গেজ চাপের -
গুনফলকে
যোগফলকে
ভাগফলকে
বিয়োগফলকে
21397. A manometer is used to measure-----
Low pressure
high pressure
moderate pressure
atmosphere pressure
21398. চিত্রে প্রদর্শিত ক্ষেত্রটির মোট চাপ কত?
১০০০ কেজি
৪০০০ কেজি
৯০০০ কেজি
৬০০০০ কেজি
21399. ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা কি পরিমাপ করা হয় ?
উচ্চ চাপ
একবিন্দুর চাপ
দুইবিন্দুর চাপ
কোনটিই নয়
21400. ডুবন্ত আনুভুমিক তলের উপর মোট চাপ-
wAx
wh
hpg
none of these