MCQ
2661. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids Volume
Shear strength
Compressive strength
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
2662. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
14
7
28
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
2663. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
2664. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
2665. উপরোক্ত beam-এর সর্বোচ্চ bending moment কত?
wL^2/2
wL^2/4
wL^2/8
wL^2/16
2666. Angle of internal friction = 30° হলে coefficient of active earth pressure = ?
3
1/3
1
1/2
2667. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
2668. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।
2669. V = (√s) Formulaটি কোনটি?
Chezy
Reynold's
Manning
Darcy
2670. Effective size কোনটি?
D10
D30
D60
D90
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির কার্যকরী আকার (Effective size) এমন একটি আকার, যে আকারের চেয়ে ঐ মাটিতে 10% মাটিকণা সূক্ষ্ম এবং 90% মাটিকণা স্কুল। এ আকারকে দ্বারা প্রকাশ করা হয়।
2671. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
2672. Reynold's Number কত হলে flow turbulent হয়?
<2000
2000-4000
> 4000
<4000
2673. Retaining wall design-4 Bearing capacity-র জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিত?
2
2.5
3
4
2674. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
2675. beam-এর Free end এর rotation (slope) কত?
Pl^2/EI
Pl^2/2EI
Pl^2/3EI
Pl^2/4EI
2676. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Pycnometer
Vicat apparatus
Casagrande apparatus
Proctor apparatus
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
2677. ইতিহাস রচনা করেন যিনি-
ঐতিহাসিকতা
ইতিহাস লেখক
ঐতিহাসিক
ইতিহাসবেত্তা
2678. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়
2679. Head loss-এর সঠিক ফর্মুলা কোনটি?
hL=f L^2/D. v^2/2g
hL=f L/D^2. v/2g
hL=4f L/D. v^2/2g
hL=f v^2/2g
2680. জন্মহীন-মৃত্যুহীন-
আমৃত্যু
অজ
অজেয়
অয