EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
281. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
ব্যাখ্যা: সিমেন্ট প্রয়োজন = ১৫০/৭*১*০.৮ = ১৭.১৪ ͌ ১৮ ব্যাগ।
282. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: ১। রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
283. 'ডাকাবুকো' শব্দটির অর্থ কী?
ভীরু
স্বাস্থ্যবান
সাহসী
রুগ্ন
ব্যাখ্যা: 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক, সাহসী। এমন ডাকাবুকো ছেলে না হলে এ কাজ সমাধা হতো না।
284. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck-এর width কত?
20m
10m
30m
22m
ব্যাখ্যা: পদ্মা সেতুর Upper deck-এর width 22m. চার লেন রাস্তার দু'পাশে 2.5 মিটার Hacd shoulder রয়েছে।
285. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
তেওরীয়
ব্যাখ্যা: সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
286. NATO-এর পূর্ণরূপ কী?
North Atlantic Treaty Organisation
North Alliance Treaty Organisation
North American Trust Organisation
North African Treaty Organisation
ব্যাখ্যা: ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।
287. The masculine form of 'Spouse' is-.
wife
children
husband
spouse
ব্যাখ্যা: spouse শব্দের অর্থ বিবাহিত নারী/পুরুত্ব। এটি একটি common gender। এটির সেই অর্থে কোনো masculine অথবা feminine form নেই। তবে spouse-এর masculine/feminine form সবই spouse হবে। Option (ঘ)-কে সঠিক বলা যেতে পারে।
288. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
289. রাস্তার Design load নির্ণয়ে কোন Factor(s) বিবেচনা করা হয়?
Vehicle speed
Load repetition
Trafic distribution
সব কয়টি
ব্যাখ্যা: রাস্তার Design load নির্ণয়ে Design wheel, vehicle speed, load repetition, road geometry, design life ইত্যাদি Factor বিবেচনা করা হয়।
290. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
১৭৮৩ সালে
১৭৮৮ সালে
১৭৯৩ সালে
১৭৯৮ সালে
ব্যাখ্যা: চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন। এই চুক্তির মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয়।
291. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
292. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকরী হয়।
293. আনুভূমিক DPC-তে ১:২:৪ অনুপাতের সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
২ সেমি
৩ সেমি
৪ সেমি
৫-সেমি
ব্যাখ্যা: DPC সাধারণত ৪ সেমি ওপেনিং- পুরুত্বের হয় এবং এটি দরজার এ বেশি ব্যবহৃত হয়।
294. 'Fish out of water' means
beyond water
beyond comfort zone
in a bowl
in comfort zone
ব্যাখ্যা: Fish out of water, Phrase-টির অর্থ অস্বস্তিকর অবস্থা। Option (ক)-এর অর্থ পানিতে নয়। (খ) এর অর্থ অস্বস্তিকর অবস্থা। (গ) এর অর্থ পাত্রের বাইরে। (ঘ) এর অর্থ স্বস্তিকর অবস্থা। Option (খ) সঠিক উত্তর।
295. Choose the correct spelling.
expectation
employe
dast
thesarus
ব্যাখ্যা: এটি একটি noun, যার অর্থ প্রত্যাশা।
296. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
ব্যাখ্যা: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি। এর বর্তমান সদস্য ১৯৩টি দেশ। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে।
297. Marium was engaged Almighty. glorifying the
with
at
for
in
ব্যাখ্যা: কোনো বিন্দুতে অংশগ্রহণ করা/ব্যস্ত থাকা/ কোনো কাজে জড়িয়ে থাকা বুঝাতে engage in ব্যবহৃত হয়। কোনো কিছু জুড়ে দেয়া বুঝাতে Engage with বসে।
298. 'বিদ্যালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
বিদ্যা + আলয়
বিদ্যা + লয়
বিদ + আলয়
কোনোটিই নয় ১৪
ব্যাখ্যা: স্বরধ্বনির সাথে স্বরধানির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- বিদ্যা + আলয় = বিদ্যালয়, হিম আলয় হিমালয়।
299. Which one is a noun?
modified
beautification
chide
above
ব্যাখ্যা: Option (খ) সঠিক উত্তর। যে শব্দের শেষে dom, tion, ce, or, er, ar, ment ইত্যাদি যুক্ত থাকে সেইগুলো noun হয়। এখানে Option (খ)-এর শেষে tion যুক্ত আছে। Option (ক) একটি Adjective, যার অর্থ পরিবর্তিত। (গ) একটি Verb, অর্থ তিরস্কার করা। (ঘ) একটি Preposition, অর্থ উপরে।
300. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?
ফুলমণি ও করুণার বিবরণ
কলিকাতা কমলালয়
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয়। তাঁর রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উন্যাস।