EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3201. Rapid hardening Cement-এর initial setting time সর্বনিম্ন কত?
৩০ মিনিট
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘণ্টা
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বনিম্ন যে সময়ের মধ্য সিমেন্টের জমাটবদ্ধতা শুরু হয় তাকে Initial setting time বলে। এর Initial setting time 30 মিনিট।
3202. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত হয়?
Direct Method
Square Method
Crosss-section Method
Tachometric Method
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাহাড়ি এলাকায় Contouring-এর জন্য Tachonutr method ব্যবহার করা হয়। কারণ এর মাধ্যমে অনুভূমিক দূরত্ব ও কোণ নির্ণয় করা যায়।
3203. কোনটিকে Gague distance বলে?
Center to center of rail
Running face of rail
Outer face of rail
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাশাপাশি দুটি রেলের হেড বরাবর ভিতরের কিনারাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে রেল গেজ বলে।
3204. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
3205. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে। চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
3206. একটি Cantilever Beam-এর Uniformly distributed load-এর জন্য support-এ strain-এর পরিমাণ কত?
Zero
WL/4
WL/2
WL
3207. কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?
প্যারিস
নিউ ইয়র্ক
সিংগাপুর
লন্ডন
ব্যাখ্যা: শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। বিগ অ্যাপেল বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে।
3208. ৫" পুরু Brick work-এর জন্য Cement-Sand mortar-এর অনুপাত-
১৪৩
১৪৪
১৪৬
১৪৮
ব্যাখ্যা: ব্যাখ্যা: Brick work-এর জন্য Cemen- sand-এর Morier-এর সঠিক অনুপাত ১৪৪
3209. 'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
ব্যাপ্তি
বহুত্ব
প্রকর্ষ
ঈযৎ স্বল্পতা
ব্যাখ্যা: 'মেঘে মেঘে' শব্দদ্বৈত দ্বারা ঈষৎ (অল্প কিঞ্চিত সামান্য) অর্থ প্রকাশ পায়। যেমন- মেঘে মেঘে কেটে গেছে অনেক বেলা। মেঘে মেঘে অনেক সময় হয়ে গেছে। মেঘে মেঘে বেলা তো কম হয় নি।
3211. তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে 'কী' কোন পদ?
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
ব্যাখ্যা: বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন- ভালো, ছোট, গুণ, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন- এবং, কিংবা, কিন্তু, ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে আসে। যেমন- আমি, তুমি, সে ইত্যাদি। ক্রিয়াপদ হলো যে পদ দ্বারা কার্যসম্পন্ন হয়। যেমন- করা, খাওয়া ইত্যাদি। সুতরাং, তুমি ও কী উভয়ই সর্বনাম।
3212. কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড?
pH = 2
pH = 5 0
pH = 8
pH = 1
ব্যাখ্যা: ব্যাখ্যা: pH স্কেলে ০ থেকে 7 অ্যাসিডিক এবং 7 থেকে 14 পর্যন্ত ক্ষারকীয়। pH-এর মান 7 থেকে যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি।
3213. ১ম শ্রেণির ইটের জন্য কোনটি সর্বোত্তম?
Weathered clay
unweathered clay
Silted soil
Black cotton clay
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের কাদার জন্য নির্বাচিত মাটি বর্ষার পূর্বে কেটে স্তুপ করে রাখা হয়। এতে মাটির উপাদানসমূহ আবহক্রিয়ার প্রভাবে উত্তমরূপে মিশ্রিত হয়। মাটির গুণগত মান বৃদ্ধি পায়। এইপ্রক্রিয়া ওয়েদারিং নামে পরিচিত।'
3214. Optical Square নিচের কোন Angles Measure-এর জন্য ব্যবহার হয়?
Refraction
Reflection
Double Refraction
Double reflection
3215. 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
সত্যজিৎ রায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
অচিন্ত্যকুমার সেন গুপ্ত
বলাইচাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু উপন্যাসের নাম হলো- অপরাজিত, আরণ্যক, চাদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত।
3217. Sewerage system সাধারণত কত বছরের জন্য design করা হয়?
১০ বৎসর
২৫ বৎসর
৫০ বৎসর
১০০ বৎসর
3219. 'পুতুল নাচের ইতিকথা' গ্রন্থের রচয়িতা-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা: পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়-এর লেখা তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত গ্রন্থ। উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় বাংলা ১৩৪১ সালের পৌষ থেকে ১৩৪২ সালের অগ্রহায়ণ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজতান্ত্রিক মানসিকতার পরিচয় মেলে।