MCQ
3881. নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি?
প্রীতিলতা
লক্ষীরাণী
কাদম্বিনী
ইলা মিত্র
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্র। বিংশ শতকের পাঁচের দশকের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তাঁর নেতৃত্বে গড়ে উঠেছিল কৃষকদের তেভাগা আন্দোলন। ইতিহাসের পাতায় এটি 'নাচোল বিদ্রোহ' নামে খ্যাত।
3882. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
রোম
প্যারিস
হেগ
জেনেভা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এই সংস্থাটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
3883. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে---
অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
সিনোভ্যাক্সের করোনাভ্যাক
ফাইজারের বায়োএনটেক
জনসন এন্ড জনসন-জনসেন
3884. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে-
ইউনেস্কো
বিশ্ব খাদ্য কর্মসূচি
ইউনিসেফ
নিরাপত্তা পরিষদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া রেসা (ফিলিপাইন) এবং দমিত্রি মুরাতভ (রাশিয়া)
3885. মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল?
চট্টগ্রাম
ঢাকা
খুলনা
বরিশাল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
3886. হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
মাতৃ মৎস্য ভান্ডার
রামসার সাইট
পর্যটক
নদী বন্দর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী'; যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
3887. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
২০ ডিসেম্বর, ২০১৯
১৮ ফেব্রুয়ারি, ২০২০
৮ মার্চ, ২০২০
০১ এপ্রিল, ২০২০
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৮ মার্চ, ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে। করোনা ভাইরাস ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম সনাক্ত হয়।
3888. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
১৩৩টি
১৪৩টি
১৫৩টি
১৭৩টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
3889. Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কৃত?
২০০ নটিকেল মাইল
৪০০ নটিকেল মাইল
৩০০ নটিকেল মাইল
১০০ নটিকেল মাইল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য ২০০ নটিকেল মাইল। ১ নটিকেল মাইল = ১.৮৫২ বর্গকিলোমিটার।
3890. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
ভারত
অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
নেদারল্যান্ড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীর প্রতীক প্রাপ্ত ব্যক্তি হলেন নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক এ এস ওডার্যান্ড। তিনি মুক্তিযুদ্ধে ১ এবং ২ নং সেক্টরে যুদ্ধ করেন। জাপান
3891. 'ভাসানচর' কোন জেলায় অবস্থিত?
চট্টগ্রাম
ভোলা
নোয়াখালী
কক্সবাজার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে।
3892. www (world wide web) এর জনক কে?
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নাস লি
জেফ বেজোস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।
3893. রাখাইনের পূর্ব নাম কী?
রেঙ্গুন
আরাকান
কাচিন
শানা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাখাইন প্রদেশ মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ। আরাকান এর প্রাচীন নাম ছিল।
3894. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
ঢাকা
বরেন্দ্র
সিলেট
চট্টগ্রাম
3895. নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
৩৯টি
৪০টি
৪১টি
৪২টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরার (শরীয়তপুর) মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
3896. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
২০২৪
২০২৬
২০২৮
২০৩০
3897. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
অর্থ সচিব
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১, ২ এবং ৫ টাকার নোট ব্যাংক নোট নয়। এই তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাকি নোটগুলো (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা) ব্যাংক নোট। নোটগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকে।
3898. কম্পিউটার মনিটরকে আরও বলা হয়-
DVU
UVD
VDU
CCTV
3899. 'রাতারগুল' কোন জেলায় অবস্থিত?
রাঙ্গামাটি
সাতক্ষীরা
সিলেট
কক্সবাজার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। রাতারগুল জলাবন বা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বণ্যপ্রাণী অভয়ারণ্য।
3900. বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয়দফা' কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
ইসলামাবাদ
লাহোর
ঢাকা
করাচী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।