EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5941. নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী ছিল?
মির্জা মোহাম্মদ
মির্জা আলম
মির্জা খলিল
মির্জা আজম
5942. কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
বক্সারের যুদ্ধ
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ
5943. বাংলার শেষ স্বাধীন নবাব কে?
নবাব আলিবর্দী খাঁ
আলাউদ্দিন হুসেন শাহ
নবাব সিরাজউদ্দৌলা
ফকির মজনু শাহ
5944. Whose Initiative SGD is? / 'SDG' কর্মসূচির উদ্যোক্তা কে?
বাংলাদেশ
জাতিসংঘ / UN
যুক্তরাষ্ট্র / USA
কোনোটিই নয়
5945. 'SDG' জাতিসংঘ সাধারণ সম্মেলনে গৃহীত হয় - / কবে জাতিসংঘে 'SDG' গৃহীত হয়?
২৫ সেপ্টেম্বর, ২০১৬
২৫ সেপ্টেম্বর, ২০১৫
২৫ সেপ্টেম্বর, ২০১৭
২৫ সেপ্টেম্বর, ২০১৮
5946. SDG' কী?/ 'SDG' এর পূর্ণরূপ কী?
Social Development Goals.
Systematic Development Goals.
SAARC Development Goals.
Sustainable Development Goals.
5948. ভেটো কী?
গ্রিক শব্দ আমি নিরপেক্ষ
ফ্রেঞ্চ শব্দ আমি ভোট দিলাম
ল্যাটিন শব্দ আমি মানি না
ইংরেজি শব্দ আমার সমর্থন আছে
5949. কোন দেশটি অতীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল?
বেলজিয়াম
সোভিয়েত ইউনিয়ন / USSR
যুক্তরাজ্য
ইতালি
5950. নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কী?
জয়েন উদ্দিন
আলীবর্দী খাঁ
শওকত জং
হায়দার আলী
5951. কোন দুইটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
জাপান ও চীন
চীন ও ব্রাজিল
জাপান ও ব্রাজিল
চীন ও যুক্তরাষ্ট্র
5952. কোন দেশটি ছাড়া অন্য সকল রাষ্ট্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
ফ্রান্স
ইতালি
জাপান
রাশিয়া
5953. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ---
রাশিয়া
জার্মানি
ফ্রান্স
চীন
5954. জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? / টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
এমডিজি
এসডিজি
সিপিডি
এনএলজি
5956. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
যুক্তরাজ্য
ফ্রান্স
জাপান
চীন
5957. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
রাশিয়া
ভারত
যুক্তরাজ্য
ব্রাজিল
5958. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ বলতে কী বুঝায়?
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
পাঁচটি জাতিসংঘ সংস্থা
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য
রাষ্ট্র উপরের কোনোটিই নয়
5959. জাতিসংঘের স্থায়ী সদস্য—
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন
জাপান, জার্মানি, ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও চীন
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন ও নাইজেরিয়া
5960. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কতজন সদস্য?
১৫
কোনোটিই নয়