MCQ
921. The effluents from the septic tank are discharged Into -
soak pit
drainage
oxidation
sewer
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: সেপটিক ট্যাংক হতে নির্গত তরলকে সরাসরি কোন জলাশয়ে না ফেলে শোষক কুপে (soak pit) নিয়ে যাওয়া হয়। সেখানে পরিশ্রাবণ ক্রিয়ায় এ তরলের চূড়ান্ত পরিশোধন ঘটে।
922. who is statement is not true in the case of turbidity.
turbidity can affect disinfection process and increase filtration cost
turbidity is used as a proxy of suspended solid
Organic particle can cause turbidity
colour producing dissolved substance can also cause turbidity
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: টার্বিডিটি পরিমাণ প্রায়ই পানিতে স্থগিত কঠিন পদার্থেও পরিমান নির্ণয় করতে ব্যবহৃত হয়। শেওলাগুলির মতো জৈব পদার্থ এবং পলির মতো অজৈব পদার্থগুলি অন্তর্ভুক্ত করার কারণে টার্বিডিটি ঘটে।
923. which disinfection system is suitable for public water supply system (কোন বিশুদ্ধকরণ ব্যবস্থা পাবলিক জল সরবরাহ ব্যবস্থার জন্য উপযুক্ত)
chlorination
ultraviolet radiation
Ozone
boiling
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: ক্লোরিনেশন হল পরজীবী, ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারতে পানীয় জলে ক্লোরিন যোগ করার প্রক্রিয়া। অল্প পরিমাণে ক্লোরিনযুক্ত পানি ব্যবহার বা পান করা স্বাস্থ্যের ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে না এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
924. The singular form of criteria--
criterion
criter
criteri
criteriu
925. বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
বনস + পতি
বনঃ + পতি
বন + পতি
বনো + পতি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বনঃ পতি = বনস্পতি। পর পর পরস্পর, আ চর্য আশ্চর্য, বৃহৎ পতি বৃহস্পতি ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
926. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্বিবিদ্যালয়?
কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী
শান্তিনিকেতন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৩৬ সালে এক বিশেষ সমাবর্তনে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার আবদুর রহিম, স্যার জগদীশ চন্দ্র বসু, স্যার প্রফুল্লচন্দ্র রায়, স্যার যদুনাথ সরকার, স্যার মোহাম্মদ ইকবাল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া তিনি ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার লাভ করে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
927. which of the following does not produce disinfection by_products (নিচের কোনটি..... যুক্ত হলেও পানীয় জল বিশুদ্ধ করে না)
chloramine
ozone
free chlorine
chlorine dioxide
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: রাসায়নিক জীবাণুনাশক হল ওজন, ক্লোরিন, ব্রোমিন, অ্যামোনিয়াম এর্ব হাইড্রোজেন অ্যাসিড ইত্যাদি।
ফি ক্লোরিন বলতে ক্লোরিনের পরিমাণ বোঝায় যা এখনও দূষিত পদার্থগুলিকে কার্যকরভাবে স্যানিটাইজ করার জন্য ক্লোরিনযুক্ত জলের সাথে একত্রিত করা হয়নি, যার অর্থ এই ক্লোরিনটি আপনার সুইমিং পুলের জলে ক্ষতিকারক অণুজীব থেকে মুক্তি পেতে মুক্ত।
928. A saturated soil sample has water content of 35% and specific gravity of soil particle is 2.65. The void ratio of the soil is
0.4
0.52
2.0
2.03
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: Calculation Given,
For fully saturated soil = S = 100% = 1
W = 35% = 0.35, G = 2.65
e x S = W x G
ex 1 = 0.35 × 2065
e = 0.93
929. অর্থানুসারে শব্দ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: অর্থগতভাবে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১। যৌগিক শব্দ। ২। রূঢ়/রূঢ়ি শব্দ।৩। যোগরূঢ়/যোগকটি শব্দ। যে সকল শব্দের গঠনগত অর্থ ও ব্যবহারিক অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, সে সকল শব্দকে যৌগিক শব্দ বলে। অথবা যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রতায় বা গঠন অনুযায়ী হয়ে থাকে তাদেরকে যৌগিক শব্দ বলে। যেমন: বাংলা 'মিতালি' শব্দটি 'মিতা এর সাথে 'আলি' প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে এবং এই শব্দটি মিতার ভাব বা বন্ধুত্ব অর্থেই ব্যবহৃত হয়। এরকম- গায়ক, নায়ক, লাজুক, বাবুয়ানা প্রভৃতি যৌগিক শব্দ। যে সকল শব্দের অর্থ তাদের উৎস বা গঠন অনুযায়ী না হয়ে ভিন্ন হয়ে থাকে তাদেরকে রূঢ় বা কটি শব্দ বলে। যেমন: সন্দেশ শব্দটির উৎসাত অর্থ হলো সংবাদ বা খবর, কিন্তু এই শব্দটি সংবাদ অর্থে ব্যবহৃত না হয়ে এক ধরনের মিষ্টি অর্থে ব্যবহৃত হয় তাই সন্দেশ একটি কঢ় বা রুটি শব্দ। এরকম- গবেষণা, তৈল, হসী, সন্দেশ প্রভৃতি রূঢ় বা রূঢ়ি শব্দ। সমাসবদ্ধ যে সকল শব্দ তাদের সমস্যমান পদসমূহের অর্থ সম্পূর্ণভাবে না বুঝিয়ে বিশেষ অর্থ বোঝায় তাদেরকে যোগরূঢ় বা যোগরূঢ়ি শব্দ বলে। যেমন: 'রাজপুত' শব্দটির সমস্যমান পদসমূহের অর্থ হলো 'রাজার পুত' তথা 'রাজার ছেলে' কিন্তু রাজপুত' শব্দটি 'রাজার ছেলেকে' না বুঝিয়ে বিশেষ অর্থে একটি জাতিকে বোঝায়। এরকম- জলধি, পঞ্চজ, মহাযাত্রা, প্রভৃতি যোগরূঢ় শব্দ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম
১০ম শ্রেণী]
930. মধ্যযুগের শেষ কবি কে?
আব্দুল হাকিম
বড়ু চণ্ডীদাস
আলাওল
ভারতচন্দ্র রায়গুণাকর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: মধ্যযুগের শেষকবি ভারতচন্দ্র রায়গুণাকর। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন "আদামঙ্গল" কাব্য। তাকে মধ্যযুগের শেষ ও শ্রেষ্ঠ কবি বলা হয়। ভারতচন্দ্র ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন এবং তাঁর মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়। মধ্যযুগের মুসলমান কবিদের শ্রেষ্ঠ কবি আলাওল। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
931. অন্যদিকে মন নেই যার' বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি?
অনন্যমনা
অগত্যা
অন্যপেক্ষা
অনন্যোপায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: অন্যদিকে মন নেই যার অননামনা যার অন্য উপায় নেই অনন্যোপায়। অন্য গতি নেই যার- অগত্যা [তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, হায়াৎ মামুদ]
932. The decay rate of biodegradable organic in water is assume to be
third order reaction
first order reaction
second order reaction
none of these
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: BOD- এর জন্য প্রথম অর্ডার রাসায়নিক বিক্রিয়া পরীক্ষা করা হয়। yt = t/a +bt আকারে BOD-এর জন্য একটি দ্বিতীয় ক্রম রাসায়নিক বিক্রিয়া রয়েছে। এই সমীকরণ পরীক্ষামূলক ডেটাতে প্রয়োগ করা হয়। দেখা যায় যে, দ্বিতীয় ক্রম সমীকরণ বিওডি ডেটাতে নির্ভুলতা হারানো ছাড়াই প্রয়োগ করা যেতে পারে।
933. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
বঙ্গবাণী
অন্নদামঙ্গল কাব্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি 'বৌদ্ধগান ও দোহা' বা 'চর্যাপদ' নামেই অভিহিত হয়ে থাকে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. সুকুমার সেন এবং ড. অসিতকুমার বন্দোপাধ্যায় এর মতে চর্যাগীতির রচনাকাল দশম-দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাগীতির। পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি। শ্রীকৃষ্ণকীর্তন হল বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। আদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। এটি মধ্যযুগের রচনা। বঙ্গবাণী রচয়িতা আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
934. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
দাঁড়ি
কোলন
সেমিকোলন
ড্যাস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন ২.ল, সেমিকোলন বসে। কমা বা পাদচ্ছেদ এর বিরতিকাল ১ বলার সময়। সেমিকোলন এর বিরতিকাল-১ বলা দ্বিগুণ সময়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
935. তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার। এটি একটি দ্বিগু সমাস। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাচার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। যেমন- নবরত্ন, সপ্তাহ, ত্রিকাল, তেমাথা, শতাব্দী ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
936. Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
নিত্যক্রম
অনুপাত
ভগ্নাংশ
সারি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ratio- অনুপাত, Row-সারি, Fraction- ভাগ্নাংশ। [তথ্যসূত্রঃ Cambridge Dictionary]
937. English-- across the world
has spoken
speaks
is speaking
is spoken
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা:
ব্যাখ্যা: This sentence is followed by the structure: Passive Voice: Subject + Be Verb + V3
938. The yield of well depends upon:
Permeability of soil
Area of aquifer opening into the wells
Actual flow velocity
All of the above
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: The yield of well or Discharge through the well:
Discharge through the well (Q) = Velocity through the pores (V) x Area of the pores (A) Also.
Velocity through the pores (V) = Permeability of the soil (K) × Hydraulic gradient (t)
Q= k x I x A
Hence, the yield of a well depends upon area of aquifer opening into the well actual flow velocity
Permeability of soil:
939. সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত-
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
কাব্যগ্রন্থ
নাটক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
শিক্ষক নিবন্ধন সাজেশন
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ও সমাধান
NTRCA question solution
10-18th ntrca question solution
ব্যাখ্যা: ব্যাখ্যা: বেগম রোকেয়ার উপন্যাসঃ সুলতানার স্বপ্ন, এটি তার ইংরেজি রচনা sultana's dream রচনার অনুবাদ, পদ্মরাগ। গদ্যগ্রন্থঃ অববোধবাসিনী। প্রবন্ধঃ মতিচুর (প্রবন্ধ সংকলন), চাষার দুক্ষ, নারীর অধিকার, গৃহ। তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
940. which one is not a Greenhouse gas.
ozone
oxide of Sulphur
oxide of Nitrogen
water vapour
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Buet assistant engineer question solution
BUET Question solution
ব্যাখ্যা: গ্রীনহাউস গ্যাসের উদাহরণ: কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাই অক্সাইড। যেখানে অক্সিজেন, নাইট্রোজেন এবং আর্গন গ্রিনহাউস গ্যাসের উদাহরণ নয়।