MCQ
12381. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ভাষা
ধ্বনি
বর্ণ
শব্দ
12382. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
ক্রোধানল
তুষারশুভ্র
মনমাঝি
12383. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
২টি
৩টি
৪টি
৫টি
12384. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
12385. 'বক ধার্মিক' কোন সমাসের উদাহরণ?
মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
12386. কোনটি বাক্যের বাহন?
শব্দ
পদ
ধ্বনি
আশ্রিত খণ্ডবাক্য
12387. বাক্যের ক্ষুদ্রতম একক কি / বাক্যের একক কোনটি?
উক্তি
বিভক্তি
উপসর্গ
শব্দ
12388. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
গায়েহলুদ
চালকুমড়া
ছয়ানি
ছায়াছবি
12389. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব)
দম্পতি (জায়া ও পতি)
নীলকণ্ঠ (নীলকণ্ঠ যার)
একাদশ (একের অধিক দশ)
12390. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
গুরুদেব
মৌমাছি
মহাজন
কাঁচামিঠে
12391. 'জ্যোৎস্নারাত' কোন সমাসের দৃষ্টান্ত?
মধ্যপদলোপী কর্মধারয়
ষষ্ঠী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
উপমান কর্মধারয়
12392. মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত-
ঘর থেকে ছাড়া- ঘরছাড়া
অরুণের মতো রাঙা- অরুণরাঙা
হাসি মাখা মুখ- হাসিমুখ
ক্ষণকাল ব্যাপী স্থায়ী- ক্ষণস্থায়ী
12393. 'গোবর গণেশ' কোন পরিচালক
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব
দ্বিগু
12394. ভাষার মূল উপকরণ কী?
ধ্বনি
বাক্য
শব্দ
বর্ণ
12395. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
উপমিত
উপমান
উপমেয়
রূপক
12396. 'সংবাদপত্র' কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব
বহুব্রীহি
12397. 'স্মৃতিসৌধ' কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
12398. 'প্রাণভয়' কোন সমাস?
৬ষ্ঠী তৎপুরুষ
অলুক দ্বন্দ্ব
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
12399. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
অরুণরাঙা
ঘরছাড়া
হাসিমুখ
ক্ষণস্থায়ী
12400. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
২
৩
8
৫