EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1501. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
1502. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঝম্-ঝম
ঠাঠা
1503. কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
ভারা ভারা
ছম ছম
হাতে নাতে
নেই নেই
1504. 6+12+18+24+ …….. + ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
320
325
340
330
1505. 'জ্বর' এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
জারি
বিকার
জ্বর
ব্যাধি
1506. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
অতিশয্য
আধিক্য
শূন্য
1507. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
তোড়-জোড়
ধন-দৌলত
আমার-ফকির
1508. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
1509. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
হরতাল
প্রলয়-শিখা
নিষিদ্ধ লোবান
অনল প্রবাহ
1510. ৬*১/৬ মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
২ বছরে
২*১/২ বছরে
৩ বছরে
৪ বছরে
1511. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো-আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে-যাবে
লাল- লাল ফুল
1512. 'ডেকে ডেকে হয়রান হয়েছি' এখানে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কোন অর্থে?
স্বল্পকাল স্থায়ী
অস্থিরতা
দীর্ঘকাল স্থায়ী
পৌনঃপুনিকতা
1513. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
২১ ফেব্রুয়ারি ১৯৯৯
১৭ নভেম্বর ১৯৯৯
১৯ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০০
ব্যাখ্যা: ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
1514. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
গৌড়
পুণ্ড
সমতট
হরিকেল
ব্যাখ্যা: বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র। প্রাচীনযুগে বাংলা নামে কোনো অষন্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌডড় হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার সবপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র।
1515. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
শামীম শিকদার
হামিদুর রহমান
মৃণাল হক
কামরুল হাসান
ব্যাখ্যা: শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
1516. A = {a, b, c} এর P(A) তে কতটি উপাদান থাকবে?
৫টি
৬টি
৯টি
৮টি
1517. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
১২
১৪
১৫
1518. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সাম্যবাদী
বিষের বাঁশি
সিন্দু হিন্দোল
অগ্নিবীণা
ব্যাখ্যা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) সিন্ধু-হিন্দাল' কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত- 'দারিদ্র্য' কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
1519. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
নোয়াখালী
কুমিল্লা
ভোলা
ব্যাখ্যা: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ি অবস্থিত।