MCQ
16341. তঞ্চনকারী পদার্থ নয়-
অ্যালুমিনিয়াম সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ফেরিক সালফেট
ক্যালসিয়াম সালফেট
16342. যে স্থানে সিউয়ার দিক পরিবর্তন করে সে স্থানে ব্যবহৃত হয়-
Vent Pipe
Trap
Bend Pipe
Soil Pipe
16343. পানি সরবরাহ প্রকল্পের ডিজাইন পিরিয়ড কত ধরা হয়?
25-40 বছর
30-45 বছর
20-35 বছর
15-30 বছর
16344. সবচেয়ে বেশি হেডরুম পাওয়া যায় কোন সিউয়ারে?
ডিম্বাকার সিউয়ারে
আয়তাকার
অধোমুখ ডিম্বাকার সিউয়ারে
ত্রিভুজাকার
16345. বাংলাদেশে ব্যবহারযোগ্য পানির তাপমাত্রা কত?
4° সে-10° সে
4.5° সে-10° সে
5° সে-10° সে
5.5° সে-10° সে
16346. নিচের কোনটির উপস্থিতিতে পানির স্থায়ী খরতা হয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম কার্বনেট
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম-এর ক্লোরাইড (CT) ও সালফাইড দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষরতা দেখা দেয়।
16347. ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ-
১৫%-২৫%
২৫%-৩৫%
২০%-৩০%
৩০%-৪০%
16348. পানিতে ক্যালগন মিশানোর পরিমাণ-
0.25-1.75 ppm
0.75-2.25 ppm
0.50-2 pmm
1-2.50 ppm
16349. অগ্নিনির্বাপণের জন্য পানির পরিমাণ ধরা হয়-
5%
10%
7%
12%
16350. বিশুদ্ধ পানির pH মান হলো-
6
6.5
7
7.5
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিরপেক্ষ পানির pti = 7
এসিডিও পানির pH = 7-এর কম
ক্ষারকীয় পানির pH = 7-এর বেশি
খাবার পানির pH = 6 থেকে 8.5
শক্তিশালী অ্যাসিড pH = 2
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত সুপেয় পানির মানমাত্রা-
pH মান 6.5-8.5 mg/L
ক্ষরতা 0.2 mg/L
আর্সেনিক 0.05 mg/L
BOD 0.2 mg/L
COD 4 mg/L
ক্লোরাইড 150-600 mg/L
Flouride 1.5 mg/L
Iron 0.3 mg/L
Magnasia ম্যাগনেশিয়া 0.05 mg/L
16351. অবরুদ্ধ পানি ধারক স্তর পর্যন্ত প্রসারিত কূপকে বলে-
অগভীর কূপ
অভিকর্ষ কৃপ
গভীর কূপ
আর্টেসীয় কূপ
16352. 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য মাথাপিছু পানির চাহিদা-
320 লিটার
445 লিটার
340 লিটার
455 লিটার
16353. অস্থায়ী খরতার কারণ-
ম্যাগনেশিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের কার্বনেট ও বাইকার্বোনেট দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতা দেখা দেয়।
16354. কোনটি স্থায়ী খরতা নয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
16355. সঞ্চিত গ্যাস যাতে বিপরীত জন্য ব্যবহার করা হয়- দিকে আসতে না পারে তার জন্য ব্যাবহার করা হয়
Soil Pipe
Trap
Vent
Headroom
16356. পানি শোধনাগারে ফ্লক (Flock) তৈরির প্রক্রিয়াকে বলে-
ফ্লোকুলেশন
ডিসইনফেকশন
সেডিমেনটেশন
ফিস্ট্রেশন
16357. পানি সরবরাহ প্রকল্পে অপচয়ের জন্য পানির পরিমাণ-
5-10%
7-14%
10-15%
8-16%
16358. সিউয়ারেজ সিস্টেমে বাংলাদেশে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
খোলা পদ্ধতি
যুক্ত পদ্ধতি
স্বতন্ত্র পদ্ধতি
আংশিক স্বতন্ত্র পদ্ধতি
16359. প্রতি লিটার পানিতে ফিটকিরি (Alum) মিশানোর মাত্রা কোনটি?
7 মি.গ্রা
6 মি.গ্রা
14 মি.গ্রা
12 মি.গ্রা
16360. স্বয়ংক্রিয়ভাবে পানিকে একদিকে প্রবাহিত করতে ব্যবহার করা হয়-
গেট ভালভ
রিলিফ ভালভ
স্টপ ভালভ
চেক ভালভ