MCQ
18161. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ৪২তম বিসিএস)
ঈদৃশ
পারত্রিক
মাঙ্গলিক
আকস্মিক
18162. 'ঔদার্য' শব্দের বিপরীতার্থক শব্দ- কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অফিসার: ১১/
মান
পতন
বিনয়
কার্পণ্য
18163. 'ঊষর' শব্দের বিপরীতার্থক শব্দ- (পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার: ১২)
অনুর্বর
উর্বর
ধূসর
শস্যশ্যামল
18164. 'কৃতঘ্ন' এর বিপরীত শব্দ কোনটি? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১২।
অকৃতজ্ঞ
কৃতজ্ঞ
উপকারী
ক্ষতিকর
18165. 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- পুবালী ব্যাংকের সহকারী অফিসার: ১৯।
নিম্নকর্ষ
অপকর্ষ
উৎসর্গ
নিকর্ষ
18166. 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ১২]
ঊর্ধ্বটান
প্রশান্ত
উঁচুনিচু
উত্তাল
18167. 'উন্নীত' শব্দের বিপরীতার্থক শব্দ কী? (ন্যাশনাল ব্যাংক লি. প্রবেশনারি অফিসার: ১৫/ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩/
বিনীত
অবনমিত
অধোগতি
অবনমন
18168. 'ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ভূমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক: ২৩/ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি): ২০১
সরল
বঙ্কিম
বেঁটে
ভঙ্গুর
18169. 'আকাশ' এর বিপরীত শব্দ- (জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (টেলার): ১৫)
বাতাস
কুসুম
বাণী
পাতাল
18170. 'উদার' এর বিপরীতার্থক শব্দ কোনটি? দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ০৩।
কঠিন
কোমল
সংকীর্ণ
হৃদয়বান
18171. 'কৃশ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২।
সাধু
স্থূল
মসৃন
হ্রস্ব
18172. 'উত্তরণ' শব্দের বিপরীত শব্দ- রূপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩)
পতন
অবনয়ন
অবতরণ
অধস্তন
18173. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
কারক
প্রত্যয়
অনুসর্গ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি ইত্যাদি।
18174. 'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৯ / জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৬/
সরল
বিনয়
মহানুভব
জ্ঞানী
18175. 'ইতর' এর বিপরীত শব্দ কোনটি? (যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার: ১৯/১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৪)
অভদ্র
মিথ্যা
উত্তম
ভদ্র
18176. 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ কোনটি? (স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২/১৭তম শিক্ষক নিবন্ধন: ২২/ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০/ সাব-রেজিস্টার পরীক্ষা: ৯২]
চিরন্তন
বিসর্জন
উত্তরণ
প্রসারণ
18177. 'আবাহন' শব্দের বিপরীত কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক: ২২]
আরোহন
মিলন
বিসর্জন
স্নান
18178. 'উগ্র' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (তিতাস গ্যাসের টেকনিশিয়ান: ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
মেজাজ
সৌম্য
চপল
বিজ্ঞ
18179. 'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ৪২তম বিসিএস) ঈদৃশ মাঙ্গলিক পারত্রিক আকস্মিক
আবশ্যক
আবশ্যকীয়
আবশ্যিক
পারত্রিক
18180. 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার: ১১/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১১)
অবরোহন
সংশ্লেষণ
বিসর্জন
বহির্গমন