MCQ
2201. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
তিনটি
ছয়টি
পাঁচটি
চারটি
2202. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট। ২৩)
সরল
জটিল
মিশ্র
যৌগিক
2203. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? (১৭তম শিক্ষক নিবন্ধন: ২২।
পদ
ধ্বনি
রূপ
শব্দমূল
2204. We will tell him about it after he -
had arrived
had come
arrives
has reached
2205. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য? (সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাসবাক্য
2206. 'সে যে কোথায় তা আমার জানা নাই'- কোন ধরনের বাক্য? (সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
জটিল
খণ্ড বাক্য
যৌগিক
সরল
2207. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
সরল
অধীন
জটিল
যৌগিক
2208. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩)
যৌগিক
জটিল
মিশ্র
সরল
2209. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
বাক্য
উদ্দেশ্য
বাক্যাংশ
বিধেয়
2210. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
2211. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য? [ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২।
সরল
জটিল
খন্ড
কোনটিই নয়
2212. কোন বাক্যটি শুদ্ধ ?
Panna is only present
The man was born in 1968
I feel myself hungry
The sheeps are quite healthy
2213. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস। ২৩/
বাক্যে
ধ্বনিতে
শব্দে
পদে
2214. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে? বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২)
সরল
মিশ্র
জটিল
যৌগিক
2215. কোন বাক্যটি শুদ্ধ ?
He succeeded to win the prize
He succeeded at winning the prize
He succeeded to wining the prize
He succeeded in winning the prize
2216. নিচের কোনটি জটিল বাক্য? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন।
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন।
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল।
2217. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
2218. জটিল বাক্যের অন্য নাম কী? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩/
মিশ্র বাক্য
প্রধান খণ্ড বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
2219. নিচের কোনটি যৌগিক বাক্য? (৪৪তম বিসিএস)
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
2220. ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজের সাহায্য করে। এটি কোন ধরনের বাক্য? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার: ২২]
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
জটিল ও মিশ্র বাক্যের সমন্বয়