MCQ
2221. Which word is the determiner in the sentence, 'will it take much time?'.
much
it
take
time
ব্যাখ্যা: Determiners কাকে বলে? Determiners হচ্ছে এমন কতগুলো শব্দ যা noun বা noun phrase এর পূর্বে বসে, এবং সেটি specific নাকি generic সেটি নির্দেশ করে
Determiner সাধারণত Noun কে Modify করে। Some determiners- a, an, the, any, many, much, few, fewer, little, less, all, another, each, every, etc
2222. 'যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।'- কোন ধরনের বাক্য? উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। ২২/ এনএসআই এর সহকারী পরিচালক: ২১।
মিশ্র বাক্য
ব্যাস বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
2223. 'জ্ঞানী লোক সকলের সম্মান পান'- এটি কোন ধরনের বাক্য? রাজউকের ইমারত পরিদর্শক: ২২/
সরল
জটিল
যৌগিক
মিশ্র
2224. ___cat has__tail. Complete the sentence.
The, a
The, an
A, a
A, an
ব্যাখ্যা: সমগ্র জাতি বোঝাতে singular common noun এর পুর্বে The বসে
2225. We will need only —- food for the picnic.
a little
a few
a many
the little
ব্যাখ্যা: A little মানে কিছু আছে বা সামান্য পরিমাণ। A little এর পরে Uncountable Noun বসে। যেমন - We will need only a little food for the picnic.= আমাদের পিকনিকের জন্য সামান্য খাবারের প্রয়োজন হবে।
2226. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'. কোন ধরনের? ৪১তম বিসিএস)
অনুজ্ঞাবাচক
প্রশ্নবোধক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
2227. সরল বাক্যে রূপান্তর করুন: 'ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই।' সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার। ২১।
অবিরাম ভয়াল শব্দে বাজ পড়ছে।
বিরামহীন ভয়াল শব্দ হচ্ছে আর বাজ পড়ছে।
ভয়াল শব্দ তবু বাজ পড়ার বিরাম নেই।
বাজ পড়ছে ভয়াল শব্দে, অবিরাম।
2228. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
Listen to my advice
Who brought these news ?
Your information is false
The cart was laden fully
2229. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য? [৪৩তম বিসিএস)
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
2230. বাক্যের প্রধান তিনটি অংশ- এনএসআই এর ফিল্ড অফিসার। ২১)
সমাস, উপসর্গ, প্রত্যয়
ধ্বনি, শব্দ, বাক্য
বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
কর্তা, কর্ম, ক্রিয়া
2231. 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কী হারাবে? গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক: ২১)
আকাঙ্ক্ষা
উদ্দেশ্য
আসত্তি
যোগ্যতা
2232. Which of the following sentences is correct ?
He is very good with mathematics
He is very good for mathematics
He is very good at mathematics
He is very good in mathematics
2233. 'ড. আখতার হামিদ খান হলেন বাংলাদেশর পল্লী উন্নয়নের পথিকৃৎ' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির- (বার্ড এর সহকারী পরিচালক: ২২)
মিশ্র
জটিল
যৌগিক
সরল
2234. 'যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন।' কোন ধরনের বাক্য? (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রশ্নবোধক বাক্য
2235. Which one of the following sentence is correct ?
Let us go out for walking
Let us go out for a walking
Let us go out for walk.
Let us go out for a walk.
2236. ভাষার মৌলিক অংশ- বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
ধ্বনি, শব্দ, বাক্য
ধ্বনি, বর্ণ, শব্দ
শব্দ, সন্ধি, বর্ণ
উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
2237. 'ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।'- এ 'ইট'কে বাংলা ভাষায় কী বলে? ।বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
কথা
বাক্য
ব্যাকরণ
বর্ণ
2238. It is time (do) the work
did
doing
doesd
to do
2239. 'তাতে সমাজজীবন চলে না।' এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? (৪৩তম বিসিএস)
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
তাতে না সমাজজীবন চলে।
তাতে সমাজজীবন চলে।
2240. 'অসহায়ের পাশে দাঁড়াও।'- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে? (এনএসআই এর ফিল্ড অফিসার: ২১।
যারা অসহায়, তাদের পাশে দাঁড়াও।
কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।
পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।