Bangla MCQ
901. 'লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা কে?
লালন শাহ
মদন বাউল
পাগলা কানাই
হাসন রাজা
902. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান
903. ১৩। কোন লেখক 'জননী সাহসিকা' বলে পরিচিত?
সেলিনা হোসেন
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
রোকেয়া সাখাওয়াত হোসেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: জননী সাহসিকা বলে পরিচিত সুফিয়া কামাল। জাহানারা ইমামের উপাধি শহিদ জননী, বেগম রোকেয়ার উপাধি হলো মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
904. 'তোমাকে অভিবাদন, বাংলাদেশ' কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছেন?
আল মাহামুদ
সৈয়দ শামসুল হক
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
905. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ভাগ্যচক্র
মতিচুর
চতুরঙ্গ
নদীবক্ষে
906. চন্দ্রাবতী কে?
পদ্মাবতী' কাব্যের চরিত্র
বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার
'কঙ্কাবতী' নাটকের চরিত্র
বাংলা সাহিত্যের প্রথম নারীকবি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি। এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ন রচনা করেছিলেন।
907. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
আনোয়ার পারভেজ
আলতাফ মাহমুদ
সমর দাস
908. 'ইউসুফ জোলায়খা'র কাহিনী কাব্য কোন কবি লিখেছেন?
শাহ মুহাম্মদ সগীর
দৌলত উজীর বাহারাম খাঁ
আব্দুল করিম খোন্দকার
মুহম্মদ উজীর আলী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর ইউসুফ জোলেখা'র কাহিনী কাব্য রচনা করেন। এটি একটি বাংলা রোমান্টিক কাব্য।
909. 'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-
দলপতি
একগুঁয়ে
কপট ব্যক্তি
সৎ মানুষ
910. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
911. কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছিলেন?
১৯২১
১৯২০
১৯২২
১৯১৯
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বিদ্রোহী' কবিতা ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন ১৯২১ সালে। কবিতার মোট লাইন সংখ্যা ১৩৯টি।
913. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
914. সৈয়দ শামসুল হক রচিত নাটক-
পরাণের গহীন ভিতর
নিষিদ্ধ লোবান
নূরলদীনের সারাজীবন
প্রণীত জীবন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: সঠিক উত্তর নেই। (ঘ) প্রণীত জীবন সৈয়দ শামসুল হক রচিত আত্মজীবনীমূলক রচনা। (গ) নূরলদীনের সারাজীবন তাঁর একটি কাব্যগ্রন্থ (খ) নিষিদ্ধ লোবান- তাঁর একটি উপন্যাস। (ক) পরাণের গহীন ভিতর- তাঁর একটি কাব্যগ্রন্থ।
915. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে (১৯৭২)।
916. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি উপন্যাস হলো দুর্গেশনন্দিনী, কপাল কুন্ডলা, রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল
917. কোন বানানটি শুদ্ধ?
পিপীলিকা
পিপিলিকা
পিপিলীকা
পিপীলীকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো পিপীলিকা, যার অর্থ পিঁপড়া।
918. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সমীর
শিশির
তিমির
মিহির
919. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?
মুহাম্মদ মুস্তফা
আরেফ আলী
মজিদ
কাদের
920. বাংলা উপন্যাস সাহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি?
ক. মানিক বন্দোপাধ্যায়
আবু ইসহাক
হুমায়ুন আহমেদ
সৈয়দ ওয়ালীউল্লাহ