MCQ
1. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে?
১৫৩
১৪৪
১৬৩
১৫৫
2. It is raining' is an example of-
Present indefinite tense
Past indefinite tense
Present perfect tense
Present continuous tense
3. Why have you --this?
did
do
done
doing
4. He goes to the church every Sunday in ---morning.
an
the
that
this
5. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
প্রশান্ত ও আটলান্টিক
প্রশান্ত ও ভারত
ভারত ও আটলান্টিক
কোনটিই না
6. Everybody should --their old parents.
look up
look after
look into
look of
7. কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন যন্ত্র?
কী বোর্ড
মাদার বোর্ড
সিপিইউ
মাউস
8. জোয়ারের কত সময় পর ভাটা হয়?
৬ ঘন্টা ২৩ মি. পর
৬ ঘন্টা ১০ মি. পর
৬ ঘন্টা ১৫ মি. পর
৬ ঘন্টা ১৩ মি. পর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ জোয়ারের ৬ ঘন্টা ১৩ মিনিট সময় পর ভাটার সৃষ্টি হয় এবং এক জোয়ার বা ভাটার পর আবার জোয়ার বা ভাটার সৃষ্টি হয় ১২ ঘণ্টা ২৬ মিনিট পর পর।
9. The horse can run 'fast' is-
adjective
adverb
preposition
abstract noun
10. A stich in time saves--
nine
much
a lot
a few
11. বরিশালের প্রাচীন নাম কি?
সুধারাম
চন্দ্রদ্বীপ
হরিকেল
সমতট
12. টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে?
সুরমা
বরাক
কর্ণফুলী
শীতলক্ষ্যা
13. A synoym for 'Celebrety' is-
superstar
officer
gentleman
politician
14. My friend always goes home--- foot.
By
to
with
on
15. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
মাদার তেরেসা
শেখ হাসিনা
ইন্দিরা গান্ধী
ইসাবেলা পেরেন
16. 'মজলিস' কোন দেশের পার্লামেন্টের নাম?
ইরাক
ইরান
সৌদি আরব
কুয়েত
17. 'জাগ্রত বাংলাদেশ' কার রচনা?
আহমদ ছফা
আহমদ শরীফ
আশরাফ সিদ্দিকী
আবুল হোসেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ স্বাধীনতা পরবর্তী সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, জাতির শিক্ষক ও জাতির দর্পণ হিসেবে আহমদ ছফাকে অভিহিত করা হয়।
18. কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়?
২৩ ফেব্রুয়ারি ১৯৫২
২৭ ফেব্রুয়ারি ১৯৫২
২১ ফেব্রুয়ারি ১৯৫৪
২৩ জুন ১৯৫৬
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা ১৯৫২ খ্রিষ্টাব্দে ২৩ ফেব্রুয়ারী বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করেন।
19. OIC (ইসলামী সম্মেলন সংস্থা) এর প্রধান কার্যালয় কোথায়?
তেহেরান
জেদ্দা
কায়রো
রিয়াদ
20. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
রংপুর
দিনাজপুর
সিলেট
কুড়িগ্রাম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (৩-১১-২০২১)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দিনাজপুর জেলার পার্ববর্তীপুর উপজেলার চৌহাট্টি গ্রামে বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত এবং এটি ১৯৮৫ সালে আবিষ্কৃত হয়।