EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
1. Human Society in Ethics Politics গ্রন্থের লেখক কে?
প্লেটো
রুশো
বার্ট্রান্ড রাসেল
জন স্টুয়ার্ট মিল
3. বাংলার প্রথম ছাপাখানা কোনটি?
কলিকাতা ছাপাখানা
রাঢ় ছাপাখানা
বঙ্গ ছাপাখানা
শ্রীরামপুর মিশন
ব্যাখ্যা: বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। জেমস অগাস্টাস হিকি বাংলার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ছেপে প্রকাশ করেন। এটিই কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা।
4. ২০২০ সালের বুকার পুরষ্কার কে পেয়েছেন?
পল মেন্ডিজ
বেথ মরি
ডপলাস স্টুয়ার্ট
রবার্ট মোর
5. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
6. আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?
প্রায় ১০ শতাংশ
প্রায় ২০ শতাংশ
প্রায় ৩০ শতাংশ
প্রায় ৪০ শতাংশ
7. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
ব্যাখ্যা: যে--সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।
8. 'Swansong' refers to
a song
a swan
last work of an artist
song of an artist
ব্যাখ্যা: 'Swansong', phrase-টির অর্থ কোনো ব্যক্তির শেষ কাজ। Option (গ)-এর অর্থ একজন শিল্পীর শেষ কর্ম। তাই এটি সঠিক উত্তর।
10. সেভেন সিস্টারস (Sisters) কী?
মিশরের বিখ্যাত ৭ সুন্দরী রমণী
ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য
মুক্তিযুদ্ধে বিখ্যাত বীরাঙ্গনা
সাতটি প্রাচীন মহাদেশ
ব্যাখ্যা: ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্য- নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয়।
11. কাঠ সিজনিং কেন করা হয়?
সৌন্দর্যের জন্য
স্থায়িত্বের জন্য
শক্ত করার জন্য
ফাটল রোধের জন্য
ব্যাখ্যা: উপরের সবগুলোই সঠিক উত্তর। কাঠের শক্তি বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, কার্যোপযোগিতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি, ফাটল রোধের জন্য সিজনিং করা হয়।
12. কোন দেশে 'কমলা বিপ্লব' সংঘটিত হয়েছিল?
ফ্রান্স
থাইল্যান্ড
ইউক্রেন
যুক্তরাজ্য
13. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
14. VOIP-এর পূর্ণরূপ কী?
Voice over Internet Protocol
Voice of International Protocol
Vulnerable office for protection
Voice of International Payment
ব্যাখ্যা: VOIP ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম। বিভিন্ন ধরনের প্রোটোকলের মাধ্যমে এ ধরনের কল করা সম্ভব হয়।
15. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গানটির রচয়িতা কে?
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
আলতাফ মাহমুদ
আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
16. Sand pile কেন করা হয়?
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Horizontal load নেয়ার জন্য
ব্যাখ্যা: স্যান্ড পাইলিং একটি Soil iprovement technique, যা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি করে।
17. এক ঘনমিটার কত ঘনফুটের সমান?
৩৬.৩১৫ ঘনফুট
৩৫.০২০ ঘনফুট
৩৭.৫০৫ ঘনফুট
৩৫.৩১৫ ঘনফুট
18. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: ১। রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
19. এক ইঞ্চিতে কত সেন্টিমিটার?
২ সেমি
২.৫৪ সেমি
৩ সেমি
৩.৩০ সেমি
ব্যাখ্যা: ১ ফুট = ১২ ইঞ্চি এবং ১ ইঞ্চি = ২.৫৪ সেমি।
20. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?
মানব পাচার
দাবি আদায়ে দলবেঁধে রাস্তা আটকানো
মানব সম্পদ উন্নয়ন
ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা