EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
241. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিম
ফজলুল করিম
জাওয়াদুল করিম
মঞ্জুরুল করিম
ব্যাখ্যা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ করিম, স্টিভ চেন ও চাড হার্লি যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করেন।
242. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' কখন গঠন করা হয়?
এপ্রিল ১০, ১৯৭১
এপ্রিল ১১, ১৯৭১
এপ্রিল ১২, ১৯৭১
এপ্রিল ১৩, ১৯৭১
ব্যাখ্যা: শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকারের কার্যালয় কলকাতার ৮ থিয়েটার রোডে (বর্তমানে শেক্সপিয়র সরণি) বাংলাদেশ বাহিনী গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১। এই দিনে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বেতার ভাষণে সারা দেশকে ৮টি রণাঙ্গনে ভাগ করেন। ১৪ এপ্রিল এম.এ.জি ওসমানীকে মুক্তিবাহিনীর (বাংলাদেশ বাহিনী) প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। পরবর্তীতে তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ৮টি রণাঙ্গনের অধিনায়কদের এক সভায় সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
243. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
খুলনা
গোপালগঞ্জ
ফরিদপুর
নড়াইল
244. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
টঙ্গিবাড়ী
টঙ্গি
কোটালীপাড়া
টুঙ্গিপাড়া
245. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
ব্যাখ্যা: পাহাড়, নদী ও ঝরনার মিলনে অপরূপ সুন্দর একটি জেলা বান্দরবান। বান্দরবান- কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয়ের নাম 'প্রান্তিক হ্রদ'। নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর অপূর্ব সুন্দর এ হ্রদটিতে রয়েছে উন্মুক্ত মাটির মঞ্চ, বিশ্রামাগার, পিকনিক স্পট, উঁচু গোল ঘর ইত্যাদি।
246. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মোহাম্মদউল্লাহ
তাজউদ্দীন আহমদ
ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা: বাংলাদেশের সংসদ নেতা ও সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। ৭ মার্চ ১৯৭৩ অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত দেশের প্রথম জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপনেতা নির্বাচিত হন আসাদুজ্জামান খান। মোহাম্মদ উল্লাহ ছিলেন জাতীয় সংসদের প্রথম স্পিকার।
247. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
১ মার্চ, ১৯১৯ খ্রি.
১৭ মার্চ, ১৯২০ খ্রি.
১৪ আগস্ট, ১৯৪৭ খ্রি.
২১ জুন, ১৯৪১ খ্রি.
248. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
সিপাহি মোস্তফা কামাল
ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
সিপাহি হামিদুর রহমান
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানকে প্রথম সমাহিত করা হয় ভারতের আমবাসা গ্রামে। পরবর্তীতে হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে ফিরিয়ে এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ১১ ডিসেম্বর ২০০৭। উল্লেখ্য, মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় ২৩ জুন ২০০৬। তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় ২৫ জুন ২০০৬।
249. কে বীরশ্রেষ্ঠ নন?
হামিদুর রহমান
মোস্তফা কামাল
মুন্সী আব্দুর রহিম
নূর মোহাম্মদ শেখ
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৫ ডিসেম্বর ১৯৭৩ সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ৪২৬ জন মুক্তিযোদ্ধাকে ৪ ধরনের বীরত্বসূচক খেতাব প্রদান করে। তাদের মধ্যে ৭ জনকে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। তারা হলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান, সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
250. জাতীয় শিশু দিবস কবে?
১৭ ই জুন
১৭ ই ফেব্রুয়ারি
১৭ ই মার্চ
১৭ ই এপ্রিল
251. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
ব্যাখ্যা: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। পাকিস্তান, ইরান ও তুরস্ক বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
252. নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
বিশ্ব নারী দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
জাতীয় শিশু দিবস
বিশ্ব পরিবেশ দিবস
253. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মায়ের নাম কি
সাহেরা খাতুন
সায়েরা খাতুন
সাহারা খাতুন
সায়রা খাতুন
254. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বেলার ডাক নাম কি?
অপু
রত্ন
দুখু
খোকা
255. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন?
গোপলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
শ্রীরামকান্দি প্রাথমিক বিদ্যালয়
টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়
গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
256. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
ব্যাখ্যা: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। যথা- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য ২টি। যথা- রাখাইন (আরাকান) ও চিন।
257. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
৭ মার্চ ১৯৭৩
১৭ মার্চ ১৯৭৩
২৭ মার্চ ১৯৭৩
৭ মার্চ ১৯৭৪
ব্যাখ্যা: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩ (বুধবার)। আর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৮।
258. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান-
টুঙ্গিপাড়া
টঙ্গি
টাঙ্গাইল
টঙ্গিবাড়ী
259. বঙ্গবন্ধু গ্রাম কোন নদীর তীরে অবস্থীত?
মধুমতি
বাইগার
কুমার
ভৈরব
260. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্ম গ্রহণ করেন?
০৬ জ্যৈষ্ঠ ১৩২০
০৩ চৈত্র ১৩২৬
১৬ বৈশাখ ১৩২২
২৬ চৈত্র ১৩২৫