সিভিল ডিপার্টমেন্ট MCQ
141. বলের প্রভাব অনুসারে মোমেন্ট কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বলের প্রভাবে অনুসারে মোমেন্ট ২ প্রকার।
1. clockwise moment.
2. anticlockwise moment.
142. লেভেল যন্ত্রের সমন্বয় কত প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
143. নিচের কোনটি কৃত্তিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
144. টেকোমিটার দিয়ে মাপা হয়?
বিয়ারিং
দৈর্ঘ্য
কোণ
উচ্চতা
145. Weight of a brick (একটি ইটের ওজন)
3 kg
3.175 kg
3.125 kg
3.5 kg
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন বইয়ে বিভিন্ন মান দেওয়া থাকলেও মূলত আদর্শ শুকনা ইটের ওজন 3.125 kg.
146. বাকল অপসারিত গাছের কান্ডকে কী ধরণের টিম্বার বলে?
রাফ টিম্বার
লগ টিম্বার
কনভার্টেট টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
ব্যাখ্যা: ব্যাখ্যা: শাখা প্রশাখা ছেদিত গাছের কার্যকরী দৈর্ঘ্যের কান্ডকে মোটাসোটা ডালকেও) লগ বলে। সঠিক উত্তর: খ.
147. দেওয়ালের আড়াআড়ি ইটের স্থাপনেকে বলে-
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
148. ৪ নং চালুনীতে বাধাপ্রাপ্ত সব এগ্রিগেট-
ফাইন এগ্রিগেট
কোর্স এগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনটি নয়
149. ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য কী দ্বারা আবরণ সৃষ্টি করা হয়-
বিটুমিন
সোডা
পটাশ
কোনটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিন বাধুনী গুণ সম্পন্ন ও পানি অপ্রবেশ্য বিধায় ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য বিটুমিন দ্বারা আবরণ সৃষ্টি করা হয়। সঠিক উত্তর: ক.
150. কুইক সেটিং সিমেন্ট এর সেটিং টাইম কত মিনিট-
৫ মিনিট থেকে ১০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০০ মিনিট
151. শহর ও নগর এলাকার রান অফের সহগ কত ধরা হয়-
০.৭০
০.৯০
১.৩০
১.৫
152. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?
কোণাকৃতি
গোলাকার
পাতাবিশিষ্ট
অসম আকৃতি
153. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়?
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনঃ নির্মিত বোর্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১.৫ মিমি থেকে ৬ মিমি পুরু করে চেরাই করা পাতলা কারঠর পাতকে ভিনিয়ার বলে। সাধারণত মুল্যবান কাঠ যেমন- সেগুন, মেহগনি ইত্যাদি কাঠ থেকে ভিনিয়ার সংগ্রহ করা হয়। এগুলো বিভিন্ন শোভাবর্ধন কাজে ব্যবহার করা হয়। কাঠের লগ হতে, ধারালো অস্ত্রের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় খুব কম পুরুত্বের (০.৪-০.৬ মি: মি:) পাত তুলে নেয়া হয়। একে ভিনিয়ার বলে। সঠিক উত্তর: গ.
154. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নোলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্র
155. কোন মৃত্তিকার তারল্য সীমা ২০% এর কম হলে তা কোন মৃত্তিকা?
বেলে
পলি
কাদা
নম্যতা
156. কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
জার্মেনিয়াম
পারদ
বোরন
সোডিয়াম
157. কোনটি ভাল অগ্নিনিরোধক?
ইট
কংক্রিট
পাথর
স্টিল
158. সাধারনত রাস্তার কাজে ও ইটের মেঝেতে কোন বন্ড ব্যবহৃত হয়?
জিগ- জ্যাক বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং বোন বন্ড
ডাচ বন্ড
159. স্থায়ী জলাবদ্ধ এলাকার কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
পায়ার ভিত্তি
র্যাফট ভিত্তি
স্টিল গ্রিলেজ ভিত্তি
টিম্বার গ্রিলেজ পদ্ধতি
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম্বার গ্রিলেজ ফাউন্ডেশনে স্টিলের জোয়েস্টের জায়গায় কাঠের তক্তা এবং বিম ব্যবহার করে। এই ফাউন্ডেশনটি জলাবদ্ধ এলাকায় বিশেষভাবে উপযোগী যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম এবং যেখানে মাটির নিচের পানির কারণে ইস্পাতের বিমগুলি ক্ষয়প্রাপ্ত হতে পারে। মাটিতে লেডিং ৫০ থেকে ৬০ kN/m² পর্যন্ত সীমাবদ্ধ। মাটিতে জোয়েস্টের মধ্যে কোন কংক্রিট এম্বেড করা হয় না। সঠিক উত্তর: ঘ.
160. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুইটি উপাদান-
লাইম, সিলিকা
লাইম, অ্যালুমিনা
লাইম, আয়রন অক্সাইড
কোনটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্টের সবথেকে বেশী পরিমাণে থাকে লাইম ও সিলিকা। এজন্য লাইম ও সিলিকা সিমেন্টের প্রধান দুইটি উপাদান। সঠিক উত্তর: ক.