সিভিল ডিপার্টমেন্ট MCQ
81. পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
সৈয়দ সুলতান
আলাওল
বিদ্যাপতি
সাবিরিদ খাঁ
ব্যাখ্যা:
তথ্য: মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি সৈয়দ আলাওল রচিত 'পদ্মাবতী' হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ। 'পদ্মাবতী' তার অমর কীর্তি। এ কাব্যে বাড়বতা ও কাল্পনিকতার চমৎকার মিশেল আছে। বাস্তবতা ও আলৌকিকতার সংমিশ্রণে 'পদ্মাবতী' কাব্যেটি তিনি মাগন ঠাকুরের আদেশে রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা।
82. I am looking forward - her
to see
for seeing
to seeing
seeing
83. 'পক প্রণালি' কোন দুটি দেশকে পৃথক করেছে?
ভারত ও পাকিস্তান
মরোক্ক ও স্পেন
ইরান ও ওমান
ভারত ও শ্রীলংকা
ব্যাখ্যা: তথ্য: ভারত শ্রীলংকাকে পৃথক করেছে 'পক প্রণালি'। এটি সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে।
84. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?
বিষবৃক্ষ
রাজসিংহ
কপালকুন্ডলা
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: তথ্য: ১৮৬৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় রচিত দুর্গেশনন্দিনী এর মাধ্যমে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসের বিস্তার লাভ করে।
85. Which one is a conjunction ?
Very
For
Up
Or
86. সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
১৭০২
১৭০৪
১৭২৭
১৭০৩
ব্যাখ্যা: তথ্য: সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় ১৭০৩ সালে। নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে। নবাব মুর্শিদকুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব।
87. a³ = 0.2 হলে a12 = কত?
১২৫
৬২৫
৫
২৫
ব্যাখ্যা: তথ্য: a³ = 0.2
=> 1/ a³ = 2/10
=> (a³)4 =(5) 4
অতত্রব, a 12 =625
88. . Big apple বলা হয় কোন শহরকে? (১২তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৫)
বেলজিয়াম
রোম
নিউইয়াক
গ্রেট ব্রিটেন
ব্যাখ্যা: তথ্য: কিছুলোক আছে যারা বলে যে নামটি এমন কিছু ধনী পরিবার থেকে এসেছিল যেগুলি মহামন্দার সময় ধন- সম্পদের পতনের পরে শহরের রাস্তায় আপেল বিক্রি করতে বাধ্য হয়েছিল। এমনকি একটি গল্প আছে যা ১৯ শতকে ইভ নামে পরিচিত এক মহিলার মালিকানাধীন পতিতালয়ের মেয়েদের শহরের লোকেরা বিগ আপেল হিসাবে উল্লেখ করেছিলেন।
89. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাধা আছে। উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
৪৪ ফুট
৪৩ ফুট
৪৯ ফুট
৪১ ফুট
90. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
১৯৪৭ সালের ২৩ জুন
১৯১৫ সালের ১৫ মার্চ
১৯১৪ সালের ২৮ জুলাই
১৯১৮ সালের ১১ নভেম্বর
ব্যাখ্যা: তথ্য: প্রথম বিশ্বযুদ্ধ যা মহাযুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল।
91. Which one does not mean the opposite of 'old' ?
New
recent
young
different
92. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?
সমরিৎ রায় চৌধুরী
কাইয়ুম চৌধুরী
তারেক সুজাত
সমর মজুমদার
ব্যাখ্যা: তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি প্রকাশ করে 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
93. ১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
৪ টি
৫ টি
২ টি
৩ টি
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৪ টি
তথ্য: এখানে, ১৯+১০=২; ২৯+১=৫; ২২+২৯=৮; ৩২+১২ = ১০. ২,৫,৮ এবং ১০ এই চারটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রুপে লেখা যায়।
94. স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তর এর নাম কী?
জেলা পরিষদ
ইউনিয়ন পরিষদ
উপজেলা পরিষদ
সিটি কর্পোরেশন
ব্যাখ্যা: তথ্য: ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন হল বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিনম্ন প্রশাসনিক ইউনিট। বাংলাদেশের বর্তমানে ৪৫৭১ টি ইউনিয়ন আছে।
95. চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে তার নাম কী?
টলুইন
গ্লুকোজ
ক্যাফেইন
টেনিন
ব্যাখ্যা: তথ্য: চা ও কফিতে ক্যাফেইন নামক রাসায়নিক পদার্থ থাকে, যা মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে।
96. What is the meaning of the word 'viva voce'?
Examination
A spoken examination
Face to face
interview
97. ভিটামিন সি এর অভাবে কোন ধরনের রোগ হয়?
রিকেট
বেরিবেরি
রাতকানা
স্কার্ভি
ব্যাখ্যা: তথ্য: দেহে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে রিকেটস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বেরিবেরি হচ্ছে ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবজনিত রোগ। বেরিবেরি শব্দটি এসেছে সিংহলি ভাষা থেকে, যার অর্থ' আমি পারি না'।' আমি পারি না' অর্থাৎ এ রোগের রোগী ভীষণ দুর্বল হয় এবং কোনো কাজ করতে পারে না। ভিটামিন এ এর ঘাটতির কারণে রাতকানা রোগ হতে পারে। সাধারনত টকজাতীয় খাদ্যে থাকে ভিটামিন সি। আর শরীরে এই ভিটামিন সি এর অভাব দেখা দিলে স্কার্ভি রোগ দেখা দেয়।
98. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
বিহারীলাল চক্রবর্তী
নবীনচন্দ্র সেন
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: তথ্য: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।
99. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি-
৫২ এর ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
ব্যাখ্যা: তথ্য: মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি ৫২ এর ভাষা আন্দোলন। মুনীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয় ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি। পাঠানো হয় দিনাজপুর জেলে। দিনাজপুর জেল থেকে একসময় তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই লেখা হয় মুনীর চৌধুরীর অনবদ্য সৃষ্টি কবর নাটক।
100. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
১৯৭২ সালের ১০ এপ্রিল
১৯৭২ সালের ১২ এপ্রিল
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
১৯৭২ সালের ৪ নভেম্বর
ব্যাখ্যা: তথ্য: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান। খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপন করা হয় এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর এ সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।