EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
181. বাতাসের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
183. ম্যানোমিটার থেকে কোন ধরনের চাপ পাওয়া যায়?
বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ
পরম চাপ
সবগুলো
ব্যাখ্যা: যেখানে হালকা চাপ ও সংবেদনশীল চাপ পরিমান করার প্রয়োজন হয় সেখানে ম্যানোমিটার ব্যবহৃত হয়।
184. বায়ুর চাপ অপেক্ষা কম চাপকে কী বলে?
পরম চাপ
ভ্যাকুয়াম চাপ
গেজ চাপ
পারদ চাপ
ব্যাখ্যা: গেজ চাপ (Gauge pressure) : চাপ পরিমাপ করার বস্তুকে প্রেসার গেজ বলে এবং প্রেসার গেজ হতে প্রাপ্ত রিডিং (Reading)-কে গেজ যোসার বলে। গেজ প্রেসার বায়ুমণ্ডলীয় প্রেসার অপেক্ষা বেশি অথবা কম হতে পারে। বেশি হলে ঐ গেজ প্রেসারকে পজিটিভ গেজ প্রেসার এবং কম হলে ঐ গেজ প্রেসারকে নেগেটিভ গেজ প্রেসার বা জ্যাকুরাম প্রেসার (Маrman pressure) বলে। ভ্যাকুয়াম চাপ (Vacuum pressure) :যে যন্ত্রের সাহায্যে বাহুতাশ অপেক্ষা কম প্রবাহী চাপ পরিমাণ করা হয়, তাকে ভ্যাকুয়াম গেজ বলে। যদি তরলের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হয়, তবে ঐ ধরনের চাপকে শূন্য চাপ বা ভ্যাকুয়াম চাপ বলে।
185. যখন কোনো বিন্দুর চাপের তীব্রতা স্থানীয় বায়ুমণ্ডলীয় চাপের বেশি হয় তখন তাকে কী বলে?
গেজ প্রেসার
অ্যাবসলুট প্রেসার
পজিটিভ গেজ প্রেসার
ভ্যাকুয়াম প্রেসার
186. এক-মাত্রীয় প্রবাহ (One-dimensional flow) হচ্ছে-
অবিচল প্রবাহ
সুষম প্রবাহ
যে প্রবাহ আড়াআড়ি দিকের পরিবর্তনকে উপেক্ষা করে
সরল রৈখিক পথে সীমাবদ্ধ প্রবাহ
187. রোটামিটার (Rotameter) ব্যবহৃত হয় কীসে?
তরলের ঘনত্ব মাপার কাজে
তরলের বেগ মাপার কাজে
তরলের প্রবাহের হার (Flow rate) মাপার কাজে
কোনোটিই নয়
188. সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব (S) কত?
1212
1.035
0.917
1.025
ব্যাখ্যা: আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) কোনো তরল পদার্থ পানির তুলনায় যতগুণ ভারী, তাকে ঐ ভরলের আপেক্ষিক গুরুত্ব বলে। একে (S) দ্বারা সূচিত করা হয়।
189. পরম চাপ সমান কোনটি?
গেজ চাপ + বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
বায়ুমণ্ডলীয় চাপ - গেজ চাপ
গেজ চাপ - ভ্যাকুয়াম চাপ
190. ম্যানোমিটারে ব্যবহৃত তরল কেমন?
লো-ডেনসিটি
হাই-ডেনসিটি
লো-সারফেস টেনশন
হাই সারফেস টেনশন
193. প্রমাণ তাপমাত্রায় যে-কোনো তরলের আপেক্ষিক ওজন ও বিশুদ্ধ তরলের আপেক্ষিক ওজনের অনুপাতকে কী বলে?
তরলের ঘনত্ব
তরলের আপেক্ষিক গুরুত্ব
তরলের সংকোচনশীলতা
তরলের পৃষ্ঠটান
194. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ব্যারোমিটার
ম্যানোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
197. নিম্নের কোনটি মেকানিক্যাল গেজ?
বার্ডন টিউব
ম্যানোমিটার
মাইক্রোম্যানোমিটার
সবগুলো
198. প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রতি একক আয়তনের ভরকে কী বলে?
আপেক্ষিক ওজন
আপেক্ষিক ভর
ঘনত্ব
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: আপেক্ষিক বৃনত্ব বা ওজন (Specific densité) আদর্শ তাপমাত্রা ও চাপে একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে ।
200. যে-কোনো বিন্দুর গেজ প্রেসার হলো পরম চাপ ও বায়ুমণ্ডলীয় চাপের-
বিয়োগফল
গুণফল
ভাগফল
কোনোটিই নয়