হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
201. পারদের আপেক্ষিক গুরুত্ব কত?
13.6
1.2
6.5
0.8
202. ডিফারেনশিয়াল ম্যানোমিটার পরিমাপের জন্য ব্যবহার করা হয়-
প্রবাহের একটি বিন্দুতে বেগ
প্রবাহের একটি বিন্দুতে চাপ
প্রবাহের দুটি বিন্দুতে চাপের পার্থক্য
প্রবাহের দুটি বিন্দুতে বেগের পার্থক্য
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: যে সকল টিউব গেজ দিয়ে তরল কল্পের সাম্যতার (ওই পদার্থের অথবা ভিন্ন তরলের) নীতি অনুসরণ করে চাপ পরিমাপ করা হয়, তাদেরকে ম্যানোমিটার বলে। যে ম্যানোমিটারের সাহায্যে কোনো পাইপ বা মাক্টের দুই বিন্দুর চাপের পার্থক্য বা চাপ ঘাটতি পরিমাপ করা হয়, তাকে ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলে।
203. ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?
পারদ
অ্যালকোহল
কেরোসিন
তেল
204. ম্যানোমিটার কত প্রকার?
৩ প্রকার
৫প্রকার
২ প্রকার
৪ প্রকার
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ম্যানোমিটার মূলত পাঁচ (৫) প্রকার, যথা-
(i) সরল টিউব ম্যানোমিটার
(ii) ডিফারেনশিয়াল ইউটিউব ম্যানোমিটার
(iii) ইনভারটেড ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার
(iv) খাড়া সিঙ্গেল টিউব ম্যানোমিটার
(v) হেলানো সিঙ্গেল টিউব ম্যানোমিটার