বেসিক ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেকট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
121. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কীসের সংখ্যা বুঝায়?
ইলেকট্রন ও প্রোটন
প্রোটন ও নিউট্রন
নিউট্রন ও ইলেকট্রন
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা:: প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভরসংখ্যা বুঝায়। ভরসংখ্যা দ্বারা পরমাণুর ভরও প্রকাশ করা হয়।
122. চৌম্বক পদার্থ কত প্রকার?
২
8
৩
৭
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: চৌম্বক পদার্থ তিন প্রকার। এগুলো হলো- প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ
123. কোনটি ফোরো চৌম্বক পদার্থ?
তামা
দস্তা
রুপা
লোহা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফেরো চৌম্বক পদার্থগুলো হলো- কোবাল্ট, আয়রন, নিকেল, গেডোলিয়াম, ডিসপ্রোজিয়াম ইত্যাদি।
124. কোনো সার্কিটের ভোল্টেজ দ্বিগুণ ও রেজিস্ট্যান্স অর্ধেক করা হলে তাদের মধ্যকার কারেন্টের মান কত হবে?
দ্বিগুণ
ছয়গুণ
চারগুণ
আটগুণ
125. তড়িৎ বিভবের একক কোনটি?
জুল
ফ্যারাড
ভোল্ট
হেনরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: তড়িৎ বিভবের একক হলো ভোল্ট।
126. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
উপাদান ল
তড়িৎপ্রবাহ
দৈর্ঘ্য
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, রোধ, R = p A অর্থাৎ, রোধের মান পদার্থের দৈর্ঘ্য (L), প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) এবং আপেক্ষিক রোধ (p) অর্থ্যাৎ যে উপাদান দ্বারা তৈরি তার উপর নির্ভর করে।
127. চৌম্বক ফ্লাক্স এর একক কী?
টেসলা
ওয়েবার
ওহম
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: চৌম্বক ফ্লাক্সের SI একক হলো ওয়েবার এবং CGS একক হলো ম্যাক্সওয়েল। একে দ্বারা প্রকাশ করা হয়।
128. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: নোট: সাধারণত লাইফ লাইন বলতে বুঝায় ১ থেকে ৫০ একক এর মধ্যে ব্যবহারকারী গ্রাহকদের।
129. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: অর্ধপরিবাহী হলো Negative temperature coefficient of resistance অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সের মান কমে। রেজিস্ট্যান্স কমলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
130. আধান (Charge)-এর এসআই একক কোনটি?
ওহম
জুল
কুলম্ব
ফ্যারাড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: আধান (Charge)-এর SI একক কুলম্ব আধানকে 'c' দ্বারা প্রকাশ করা হয়।
131. আধান ও বিভবের গুণফলের একক কী?
জুল
ফ্যারাড
ভোল্ট
হেনরি
132. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ফ্যারাডের সূত্র
লেঞ্জ এর সূত্র
ফ্লেমিং এর ডান হাত সূত্র
ফ্লেমিং এর বাম হাত সূত্র
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্যারাডের সূত্র হতে তড়িচ্চালক বল কীভাবে আবিষ্ট হয় তা জানা গেলেও এর ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে লেঞ্জ-এর ব্যাখ্যা করেন। তার সূত্রটি হলো- "যে-কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে।"
133. অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না-
ট্রান্সফরমারে
লাউডস্পিকারে
বৈদ্যুতিক ঘণ্টায়
রিলে সুইচ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: লাউডস্পিকারে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। প্রশ্নে উল্লিখিত সকল ডিভাইসের ক্ষেত্রে কোরের উপর তার পেচিয়ে অস্থায়ী চুম্বক তৈরি করা হয়।
134. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
qE
q/E
E/q
q^2E
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের উপর ক্রিয়াশীল বল বা তড়িৎ বল ওই বিন্দুতে প্রাবল্য এবং স্থাপিত আধানের গুণফলের সমান। অর্থাৎ, F = qE
135. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর-
কেন্দ্রে
সমতল তলে
অবতল তলে
উত্তল তলে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো আহিত বস্তুর কেন্দ্রে সবচেয়ে বেশি আধান থাকে।
136. কোনো চৌম্বকক্ষেত্রে একটি আধান গতিশীল হলে সেটি যে বল লাভ করে তার মান নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না?
আধানের পরিমাণ
চৌম্বকক্ষেত্রের মান
আধানের বেগ
আধানের প্রকৃতি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: চৌম্বকক্ষেত্রের মান যত বেশি হবে আধানটি তত গতিশীল হবে। এছড়াও আধানের গতিশীলতা, আধানের পরিমাপ ও আধানের বেগ-এর উপর নির্ভরশীল।
137. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম?
গ্যালিলিও
ম্যাক্সওয়েল
ম্যাক্সপ্লাঙ্ক
আইনস্টাইন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯ অক্টোবর ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন।
138. বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে-
kW
kV
kWh
KVA
139. ১ বৈদ্যুতিক ইউনিট = ?
১ ওয়াট-সেকেন্ড
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-সেকেন্ড
১ কিলোওয়াট-ঘণ্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা : বৈদ্যুতিক ইউনিটের একক হলো kWh. অর্থাৎ, ১ ইউনিট = ১ কিলোওয়াট-ঘণ্টা
140. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ