MCQ
1101. নিউক্লিয়ারের মডারেটরে কী ব্যবহার করা হয়?
বোরন
টিউটরিয়াম
পানি
গ্রাফাইট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিউক্লিয়ারের মডারেটরে গ্রাফাইটের ব্যবহার করা হয়।
1102. অল্প ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
100-999 কিলোওয়াট
100-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
10-99 কিলোওয়াট
1103. এক হর্সপাওয়ার হলো-
450 kg-m/hour
4564 kg-m/min
4500kg-m/sec
75 kgm/min
1104. মধ্যম ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
10-99 কিলোওয়াট
100-999. কিলোওয়াট
1000-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
1105. পানিবিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্রকে লোড সরবরাহ অনুসারে ভাগ করা হয়-
দু'ভাবে
চারভাবে
তিনভাবে
পাঁচভাবে
1106. স্টার্টিং সিস্টেমের কাজ হলো-
ক্র্যাঙ্কশ্যাফ্টকে ঘুরানো
ফ্লাইহুইলকে ঘুরানো
ইঞ্জিনকে ঘুরানো
ক্যামশ্যাফ্টকে ঘুরানো
1107. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
2.4 GW
28 GW
24 MW
1.2 GW
1108. দুই স্ট্রোক ইঞ্জিনে নিম্নের কোন ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফট অতিক্রম করে শক্তি উৎপন্ন করে?
180°
360°
540°
720°
1109. যান্ত্রিক দক্ষতা হলো-
IHP/BHP
BHP/IHP
RHP/ BHP
BHP/FHP
1110. বেস লোড প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
এম.এইচ.ডি. প্লান্ট
জ্বালানি সেল প্লান্ট
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
1111. নিউক্লিয়ারের কন্ডেন্সার রিয়্যাক্টরের তুলনায় কত শতাংশ তাপমাত্রা শোষণ করে?
50-55%
60-65%
30-35%
20-25%
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা : কন্ডেন্সার একটি প্রয়োজনীয় যন্ত্রাংশ, যার মাধ্যমেশীতলীকরণ পানির সংস্পর্শে টারবাইন অথবা ফিড ওয়াটার হিটার হতে বিতাড়িত বাষ্পকে পানিতে পরিণত করে এবং এ পানিকে ফিডওয়াটার হিসেবে পুনরায় বয়লারে সরবরাহ করা হয়।
1112. নিচের কোনটি ডিজেল প্ল্যান্টের সুবিধা?
স্থানান্তরযোগ্য
জায়গা কম লাগে
আকারে ছোট
উপরের সব ক'টি
1113. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Bheramara
Pabna
Rooppur
Kushtia
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: Rooppur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করে। প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০MW
1114. বাষ্পবিদ্যুৎ কেন্দ্রে 'প্রাইম মুভার' হিসেবে ব্যবহৃত হয়-
স্টিম ইঞ্জিন,গ্যাস টারবাইন
স্টিম টারবাইন, গ্যাস টারবাইন
স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন
স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিম পাওয়ার প্লান্টে স্টিম টারবাইনকে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করা হয়। স্টিম টারবাইন এমন একটি যন্ত্র, যা বয়লারে উৎপন্ন বাষ্পের ধাক্কায় চালিত হয়ে যান্ত্রিক গতিশক্তি লাভ করে এবং এর সাথে সংযুক্ত জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎশক্তি উৎপন্ন করে।
1115. গভর্নরের কাজ নিয়ন্ত্রণ করে-
র্যাক
পাম্প
ইঞ্জিন
ফুয়েল
1116. গ্যাস টারবাইনে ব্যবহৃত সাইকেল-
অটো সাইকেল
ব্রেটোন সাইকেল
কারেন্ট সাইকেল
র্যাংকিং সাইকেল
1117. সুপারচার্জার ব্যবহার করায় ইঞ্জিনের-
দক্ষতা বৃদ্ধি পায়
নয়েজ কমে যায়
চার্জ বৃদ্ধি পায়
ধোঁয়া বেড়ে যায়
1118. পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড কী দিয়ে গঠিত?
মরিচা রোধের ইস্পাত
গ্রাফাইট
প্লুটোনিয়াম
ক্যাডমিয়াম
1119. পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিন চালুর জন্য নিম্নের কোন সিস্টেম ব্যবহৃত হয়?
হস্তচালিত
সঙ্কুচিত এয়ার
মোটরচালিত
কার্টিজ
1120. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
জিংক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।