EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1341. 881 Combind cycle power plant-এর দক্ষতা বেশি-
50%
40%
35%
30%
ব্যাখ্যা: ব্যাখ্যা: Combind cycel overall efficiency of the system can be increased by 50-60% The overall efficiency 34% for a simple cycel, to as much as 64% for a combined cycle.
1342. নিউক্লিয়ারে কী জ্বালানি ব্যবহৃত হয়?
গ্যাস
U-235
কয়লা
নিউটন
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিউক্লিয়ারে জ্বালানি হিসেবে দুটি মৌল ব্যবহার করা হয়- ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম। 235 1 U +3+ Bn + ENERGY নিউক্লিয়ারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় U-235 47
1343. সিস্টেম লস কত % এর বেশি হওয়া উচিত নয়?
৩%
৫%
৮%
১০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: BPDB-8.99%, REB-9.90%, DPDC-6.67%, DESCO. 6.32% WZPDCO Distribution loss-8.73% 8.27%、NESCO-10.62%、 Transmission-2.97% Transmission and Distribution loss = 11.23% সুতরাং System loss 10% এর বেশি হওয়া উচিত নয়।
1344. কোনটির লস বেশি?
230 kV
132 kV
1100V
400 K
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transmission Line-এ 230kV-এর তুলনায় 132kV-তে লস বেশি হয়।
1345. মাসিক কত একক (kWh) পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে Life line গ্রাহ হিসেবে ধরা হয়?
১০
৩০
৫০
৭৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাসিক সর্বোচ্চ ৫০ kWh পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে life line গ্রাহক ধরা হয়।
1346. পল্লিবিদ্যুৎ সমিতিগুলো কী?
সরকারি সংস্থা
অর্ধসরকারি সংস্থা
স্বায়ত্তশাসিত সংস্থা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।
1347. বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের আনুমানিক গ্রাহক সংখ্যা কত?
২.৭০ লক্ষ
৩ লক্ষ
২.৫০ লক্ষ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: BREB গ্রাহক সংখ্যা= 3,34,02,842 জন মে, ২০২২)
1348. ডিপিডিসি এলাকার Peak demand প্রায়-
১৬০০MW
২০০০MW
১০০০MW
১৪০০MW
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিপিডিসির সর্বোচ্চ ডিমান্ড (জুলাই, ২০১৯) = ১৬৩৩.২০ MW (১৭-১-২০২২)
1349. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ কোন মন্ত্রণালয়ের অধীন?
Power
Science & Technology
Ministry of Power, Energy and Mineal Resources
এনার্জি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ministry of Power, Energy and Mineral.
1350. ডিপিডিসি'র মোট গ্রাহক সংখ্যা প্রায়-
১১ লাখ
১৫ লাখ
১৩ লাখ
১০.৫ লাখ
ব্যাখ্যা: নোট: ডিপিডিসির মোট গ্রাহক সংখ্যা = ১৫, ৩৮, ৮২৬ (৩১ ডিসেম্বর, ২০২১)
1351. Life line গ্রাহকের জন্য এককপ্রতি নতুন rate হচ্ছে-
৩.৫০ টাকা
৩.৫৭ টাকা
৪.০৫ টাকা
৩.৮৫ টাকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১লা মার্চ, ২০২০ থেকে নতুন ট্যারিফ হার কার্যকর হয়েছে। লাইফ লাইন (০- ৫০ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট হার ৩.৭৫ টাকা।
1352. বাংলাদেশে স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণ সংস্থা মোট-
২টি
৩টি
৬টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে মোট বিদ্যুৎ বিতরণ সংস্থা হলো ৬টি, তার মধ্যে BPDB হলো সরকারি আর বাকি ৫টি স্বায়ত্তশাসিত।
1353. ডিপিডিসি এলাকার বাইরে কোনটি?
ধানমন্ডি
নারায়ণগঞ্জ
ফতুল্লা
পূর্বাচল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) হলো বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি। এটি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন এবং এটি প্রধানত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ পরিসেবা প্রদান করে।
1354. বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ Frequency হচ্ছে-
৬০ Hertz
৫o Hertz
৫১ Hertz
৪৯ Hertz
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: বাংলাদেশের Frequency 50H: ব্যবহার করা হয়। ফ্রিকুয়েন্সির হার 2.5% উঠানামা করে।
1355. 230 kV Supply লাইন হতে সাপ্লাই দেওয়া হয় চাহিদা কত হলে?
100 MW
140 MW
230 MW
150 MW
ব্যাখ্যা: ব্যাখ্যা : 230kV Supply Line হতে সাপ্লাই দেওয়া হয়- 50km Line-400MW 100km Line-এ 200MW 200km Line- 100MW 300km Line-67MW
1356. কোনটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ?
ফটোভোল্টাইক
মার্শাল সেল
Wind
Nuclear
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরমাণুর ভাঙনের ফলে উৎপন্ন শক্তি দিয়ে পানিকে বাষ্পে পরিণত করে সেই বাষ্প থেকে তাপ উৎপন্ন করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল লক্ষ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কেন্দ্র।
1357. NPCBL-কে কোন দেশ সহায়তা করছে?
USA
রাশিয়া
চীন
UK
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোস স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
1358. কোনো বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎশক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 5 × 10° Joule কাজ করা যায়। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
50MW
500MW
100MW
5MW
1359. কারিগরি লস কোনটি?
বিদ্যুৎ উৎপাদন থেকে গ্রাহক পর্যন্ত ব্যবহার
যন্ত্রপাতি লস, পরিবহন লস
বিলিং লস
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিস্টেম লস দুই প্রকার। কারিগরি লস ও অকারিগরি লস। কারিগরি সিস্টেম লসগুলো হলো- যন্ত্রপাতি লস, পরিবহনজনিত লস, বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহারজনিত লস।
1360. Prepaid মিটারে কোন লস কম হয়?
কারিগরি
অকারিগরি
যান্ত্রিক
সিস্টেম
ব্যাখ্যা: ব্যাখ্যা: Prepaid মিটারে কারিগরি লস বেশি হয়। Power plant, Transmission and distribution লাইনে অকারিগরি লস খুব কম হয় 5-7%।