MCQ
161. ব্রেক পাওয়ার (বিপি) পাওয়া যায় কোনটির মাধ্যমে?
ইঞ্জিন সিলিন্ডার
ক্র্যাঙ্কশ্যাফেটের
ক্র্যাংক পিনের
কোনোটিই নয়
162. সঠিক মিক্সচারের বা মধ্যম মিক্সচারের অনুপাত কত?
১:৯
১:৭
১:১১
১:১২
163. গাড়িতে সাধারণত কেমন ব্রেক ব্যবহার করা হয়?
শু ব্রেক
ব্যান্ড অ্যান্ড ব্লক ব্রেক
ব্যান্ড ব্রেক
ইন্টারনাল এক্সপানডিং ব্রেক
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইন্টারনাল এক্সপানডিং ব্রেকটি সাধারণত মোটরগাড়ি এবং হালকা ট্রাকগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ব্রেকটি প্রায় সবক্ষেত্রে হুইল ব্রেক হিসাবে ব্যবহৃত হয়।
164. মিক্সচার প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: মিক্সচার সাধারণত তিন প্রকার। যথা-
(ক) রিচ মিক্সচার,
(খ) লিন মিক্সচার,
(গ) লিন মিক্সচার।
165. ক্র্যাঙ্ককেসের উদ্দেশ্য কী?
গ্যাসোলিন ও পানি সরিয়ে নেয়া
স্ল্যাগ ও সেডিমেন্ট সরিয়ে নেয়া
তেলকে ঠান্ডা করা
ক্র্যাঙ্ককেস-এ প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা
166. ক্যামশ্যাফ্টের কাজ কী?
ভালভ পরিচালনা
পুশরড পরিচালনা
ক্র্যাঙ্কশ্যাফ্ট পরিচালনা
জ্বালানি নিয়ন্ত্রণ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক্যামশ্যাফ্ট (Camshaft): চার-স্ট্রোক পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের ভাল্ডসমূহকে সঠিক সময়ে খোলা ও বন্ধ রাখার জন্য ক্যামশ্যাফ্ট ব্যবহৃত হয়। এটা ক্র্যাঙ্কশ্যাফটের গিয়ার অথবা চেইনের দ্বারা পরিচালিত হয়।
167. কুলিং সিস্টেমের কাজ কী?
ইঞ্জিনকে গরম করা
গতি বৃদ্ধি করা
গতিহ্রাস করা
ইঞ্জিনকে ঠান্ডা করা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইঞ্জিন চলার সময় যে তাপ উৎপন্ন হয় সেই তাপকে পরিবহন করে ইঞ্জিন শীতল রাখাই কুলিং সিস্টেমের কাজ। কুলিং সিস্টেম দুই প্রকার, যথা- ১। ওয়াটার কুলিং সিস্টেম: ২। এয়ার কুলিং সিস্টেম।
168. ক্র্যাঙ্ককেজে কী থাকে?
লুব অয়েল
জ্বালানি
গ্রিজ
গ্যাস
169. লুব ওয়েল পাম্পের সর্বনিম্ন চাপ কত হওয়া উচিত?
সাকশন প্রেসারের সমান
ডিসচার্জ প্রেসারের সমান
সাকশন প্রেসার + ১.৫ কেজি/বর্গ সেমি
কোনোটিই নয়
170. কম্প্রেশন রিং কোথায় থাকে?
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: পিস্টন রিং (Piston ring): ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টন উঠানামা করে কাজ করার সময় দহনপ্রকোষ্ঠের চার্জ এবং ফ্র্যাঙ্ককেসের পিচ্ছিলকরণ তেলকে পৃথক অবস্থায় আটকে রাখতে পিস্টন রিং ব্যবহার করা হয়।
সঙ্কোচন রিং: এ ধরনের রিংসমূহ পিস্টনের উপরের দিকে রিং-এর গর্তের মধ্যে সংযোজিত অবস্থায় থাকে। এটি তেল চাঁছনকৃত রিং অপেক্ষা কম ব্যাসবিশিষ্ট, কিন্তু অধিক শক্তিশালী, যা পিস্টন ও সিলিন্ডারের মধ্যে যোগসূত্র রচনা করে এবং দহনপ্রকোষ্ঠের চার্জ ক্র্যাঙ্ককেসে এবং ক্র্যাঙ্ককেসের পিছেলকরণ তেলকে দহনপ্রকোষ্ঠে যেতে দেয় না।
171. রিচ মিক্সচারে জ্বালানি ও বাতাসের অনুপাত কত?
১:৯
১:৭
১:১১
১:১২
172. লুব্রিকেটিং সিস্টেম কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
173. অয়েল রিং পিস্টনের কোথায় থাকে?
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: কম্প্রেশন রিং-এর কাজ হলো ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে চার্জকে আটকে কাঙ্ক্ষিত কম্প্রেশন করতে সাহায্য করা। আবার কম্বাশনে উৎপন্ন অতি তাপ ও চাপযুক্ত কম্বাশন প্রডাক্ট আটকে রেখে কার্যকরী পাওয়ার স্ট্রোক ঘটতে সাহায্য করে এবং পোড়া গ্যাস ক্র্যাঙ্ককেসে আসতে বাধা প্রদান করে। অয়েল কন্ট্রোল বা অয়েল স্ক্র্যাপার রিং কম্প্রেশন রিং-এর নিচে থাকে যা সিলিন্ডার ওয়াল থেকে লুব অয়েল চেঁছে বা স্ক্র্যাপিং করে নিচে নামিয়ে দেয়। যাতে লুব অয়েল কম্বাশন চেম্বারে প্রবেশ করতে পারে না।
174. অটোমোবাইল কার ইঞ্জিনে সাধারণত কত রকমের পিস্টন রিং থাকে?
এক
দুই
তিন
চার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: পিস্টন রিং দু'প্রকার, যথা-
(ক) সংকোচন রিং (Compression ring) এবং
(খ) অয়েল স্ক্র্যাপার রিং (Oil scraper ring)
175. সিবি পয়েন্টের গ্যাপ সাধারণত কত?
৩৫ হতে ২৫ মিমি
২৫ হতে ৩৫ মিমি
৩৫ হতে ৫৫ মিমি
৪৫ হতে ৬৫ মিমি
176. চার সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার-
1-3-4-2
1-3-2-4
1-2-4-3
সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: চার সিলিন্ডার ইঞ্জিনের সম্ভাব্য ফায়ারিং অর্ডারসমূহ- ১-৩-৪-২, ১-৩-২-৪, ১-৪-৩-২, ১-২-৪-৩।
177. লিন মিক্সচারের অনুপাত কত?
১:১২
১:১৫
১:৯
১:৭
178. পিস্টন ও সিলিন্ডার ওয়াল-এর মধ্যবর্তী ফাঁককে কী বলে?
পিস্টন ক্লিয়ারেন্স
সিলিন্ডার ক্লিয়ারেন্স
রিং ক্লিয়ারেন্স
রিং গ্যাপ
179. লুব্রিকেশন সিস্টেমের সাধারণত কাজ কী?
যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
এটির ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
এটির পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
উপরের সবগুলোই সত্য
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: লুব্রিকেশন সিস্টেম উপরোক্ত ক, খ এবং গ এর পাশাপাশি নিম্নোক্ত কাজসমূহ করে থাকে, যথা-
(i) চলমান যন্ত্রাংশসমূহের ক্ষয় কমায়।
(ii) কুলিং মিডিয়াম হিসাবে কাজ করে।
(iii) বিয়ারিং এবং ইঞ্জিনের যন্ত্রাংশসমূহের ধাক্কা (Shock) শোষণ করে।
(iv) অক্সিডেশন (Oxidation) প্রতিরোধ করে।
180. নিচের কোনটি কুলিং সিস্টেমের অংশ নয়?
রেডিয়েটর
কার্বুরেটর
থার্মোস্ট্যাট ভালভ
ওয়াটার জ্যাকেট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইঞ্জিন কুলিং সিস্টেমের অংশগুলোর নাম নিম্নরূপ-
১। রেডিয়েটর (Radiator):
২। থার্মোস্ট্যাট (Thermostat):
৩। প্রেসার ক্যাপ (Pressure cup):
৪। রিজার্ভ ট্যাংক (Reserve tank):
৫। ওয়াটার পাম্প (Water pump)