MCQ
221. চেকবুক ডিপ্লোমেসি প্রয়োগ করে কোন দেশকে বিভিন্ন সমুদ্র বন্দ্ররের উপর কর্তৃত্ব স্থাপন করতে দেখা গেছে?
ভারত
চীন
যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়া
222. গণচীনের প্রতিষ্ঠাতা কে?
মাও সেতুং
সাই ইয়াৎ সেন
চিয়াং কাইশেক
লিও শাও চি
223. ইউরোপীয় রেনেসাঁ হয় বা রেনেসাঁসের উৎপত্তি বা সূত্রপাত হয়?
১৪৫৩ সালে
১৭৮৯ সালে
১৮২০ সালে
১৯০০ সালে
224. ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
জর্জিয়া মেলোনি
লিজ ট্রাস
দৌপদী মুর্মু
কোনোটিই নয়
225. নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
ইতালি
জাপান
226. কত সালে চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়?
১৯৭১
১৯৫০
১৯৮০
১৯৪৯
227. তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?
শেরপা তেনজিং
অশো
পঞ্চেন লামা
দালাই লামা
228. দালাই লামা কোন দেশের নাগরিক?
ভারত
চীন
মঙ্গোলিয়া
তিব্বত
229. ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
জর্জিয়া মেলোনি
লিজ ট্রাস
দৌপদী মুর্মু
কোনোটিই নয়
230. কত সালে চীনে কমিউনিস্ট বিপ্লব হয়?
১৯৭১
১৯৫০
১৯৮০
১৯৪৯
231. তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয়—
গোপ
দালাই লামা
কনফুসিয়াস
ভিক্ষু
232. রেনেসাঁ হলো---
শিল্পীর নাম
শিল্প আন্দোলনের নাম
ভাস্কর্যের নাম
কোনোটিই নয়
233. Which of the following is a communist state? / নিচের কোনটি একটি কমিউনিস্ট রাষ্ট্র?
South Korea
China
Brazil
Poland
234. ইতিহাসের অতি সমালোচিত 'Great Leap Forward' কর্মসূচির প্রবক্তা হচ্ছেন --
দেং শিয়াও পিং
মাও সেতুং
হু জিনতাও
চৌ এন
235. নিচের কোন আফ্রিাকান দেশটিতে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ইথিওপিয়া
জাম্বিয়া
লাইবেরিয়া
জিবুতি
236. 'Renasissance' কথাটির অর্থ কী?
The Revival of Life
The Revival of Learning st.
The Revival of Hard Work
The Revival of New County
237. রেঁনেসার সূত্রপাত কোথায়? / ইতালির কোন শহরে রেঁনেসার সূত্রপাত--
ফ্লোরেন্স, ইতালি
বার্সেলোনা, স্পেন
এথেন্স, গ্রিস
লন্ডন, ইংল্যান্ড
238. ইউরোপীয় রেনেসাঁ কোন শতাব্দীতে সংঘটিত হয়েছিল?
একাদশ -দ্বাদশ
দশম- দ্বাদশ
ত্রয়োদশ- ষোড়শ
সপ্তদশ -অষ্টাদশ
239. বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
ফ্রান্স
ব্রিটেন
ইতালি
পর্তুগাল
240. 'রেনেসাঁ' কথাটির আক্ষরিক অর্থ কী?/ 'Renaissance' কথাটির আক্ষরিক অর্থ কী?
যুগ
জন্মনো
পুনর্জন্ম
মৃত্যু