MCQ
25021. জমাটবদ্ধ মাটির ক্ষেত্রে ডিওয়াটারিং পদ্ধতি হলো-
ডিপ ওয়েল সাম্প
ওয়েল পয়েন্ট
ডিপ ওয়েল ড্রেনেজ
সাম্প নির্মাণ
25022. কৃত্রিম ভেন্টিলেশন-
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
25023. পরিবর্তনশীল হেডে সুষম হারে পানি উত্তোলন করা যায় কোনটি দ্বারা?
ডায়াফ্রাম
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং পাম্প
সব কয়টি
25024. বর্গাকার দালান অপেক্ষা আয়তাকার দালানের দেয়ালের খরচ বেশি হয়-
5-10%
10-15%
15-20%
20-25%
25025. নির্মাণকাজের দুর্ঘটনাগুলো কত প্রকার?
2
3
4
5
25026. প্লাম্বিং সার্ভিস হলো-
পানি সরবরাহ ব্যবস্থা করা
ড্রেনেজের ব্যবস্থা করা
স্যানিটারি ফিটিংস প্রদান করা
সব কয়টি
25027. অ্যালুমিনিয়াম শিট দ্বারা ইনসুলেশন দেওয়াকে বলে-
ব্লক ইনসুলেশন
লুকফিল ইনসুলেশন।
ব্ল্যাংকেট ইনসুলেশন
কোনোটিই নয়
25028. ওয়াসার মূল পাইপ লাইন থেকে ভোক্তার পাইপ লাইনে ব্যবহৃত স্টপ কক পর্যন্ত দূরত্বকে বলে-
ভোক্তার পাইপ লাইন
ওয়াটার সাব-মেইন
যোগাযোগ পাইপ লাইন
ওয়াটার মেইন
25029. 90°-এর চেয়ে অল্প কোণে লাইনের দিক পরিবর্তন করতে ব্যবহার হয়-
বেন্ড
এলবো
টি
রিডিউসার
25030. কোনটি প্রজেক্ট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত?
প্রজেক্ট প্লানিং
প্রজেক্ট শিডিউলিং
প্রজেক্ট কন্ট্রোলিং
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রজেক্ট ম্যানেজমেন্ট-এর ধাপসমূহঃ
( i) প্রজেক্ট প্লানিং
(ii) প্রজেক্ট সিডিওলিং
(iii) প্রজেক্ট কন্ট্রোলিং)
25031. পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে আপাতত বন্ধ রাখতে ব্যবহৃত হয়-
প্লাগ-
স্টপ কক
গেট ভালভ
সিঙ্ক
25032. দালানে ব্যবহৃত দূষিত পানি সংগ্রহের জন্য কোন ফিক্সচার ব্যবহৃত হয়?
ওয়াশ বেসিন
গেট ভালভ
পিলার কক
পানি ট্যাপ
25033. কোনটি স্যানিটারি ফিটিং নয়?
সিঙ্ক
ওয়াটার ক্লোজেট
স্টপ কক
ইউরিন্যাল
25034. শব্দ শোষণের প্রধান মাধ্যম হলো-
দেয়াল
বাতাস
সভাকক্ষে
ড্রয়িং রুমে
25035. সাউন্ড ইনসুলেশনের প্রয়োজন হয়-
সভাকক্ষে
শয়নকক্ষে
ড্রয়িং রুমে
অফিস কক্ষে
25036. গ্রীষ্মকালে ভেন্টিলেশন কাজে আপেক্ষিক তাপমাত্রা ধরা হয়-
22.9°F
23.9°F
22.9°C
23.9°C
25037. প্রজেক্টের উদ্দেশ্য-
4টি
3টি
2টি
5টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রজেক্ট-এর উদ্দেশ্য তিনটি:
(১) নির্দিষ্ট সময়ে প্রজেক্ট সমাপ্ত করা।
(ii) স্বল্প মূলধনের সাহায্যে প্রজেক্ট সম্পন্ন করা।
(iii) কালক্ষেপণ ছাড়া মিতব্যয়িতার সাথে গ্রহণযোগ্য জনশক্তি
ও নির্মাণসামগ্রী দ্বারা প্রজেক্ট সম্পন্ন করা।
25038. রান্নাঘর থেকে যে পাইপের মাধ্যমে দূষিত পানি নিষ্কাশন করা হয়-
সয়েল পাইপ
ভেন্ট পাইপল
ওয়েস্ট পাইপ
অ্যান্টিসাইফোনেজ পাইপ
25039. কনস্ট্রাকশন পাম্প হিসেবে বহুল পরিচিত পাম্প-
ডায়াফ্রাম পাম্প
রোটারি
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং
25040. একটি উত্তম রুমের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত হওয়া উচিত-
1-1.2
1.5-1.8
1.2-1.5
1.8-2