MCQ
25041. The floor area includes the area of the balcony up to-
100%
25%
75%
50%
25042. বিল্ডিং ড্রেনেজ-এর উদ্দেশ্য-
দূষিত পানি সহজে ও দ্রুত নিষ্কাশন
সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হওয়া বন্ধ করা
পয়ঃমলকে দ্রুত অপসারণের সুযোগ প্রদান
দূষিত পদার্থ সংগ্রহ ও অপসারণ (সব কয়টি)
25043. হাউজ ড্রেনেজে ব্যবহৃত সয়েল পাইপের ব্যাস-
10cm
5cm
7.5cm
4cm
25044. পানি সরবরাহের প্রধান পাইপকে রাস্তার কত নিচে স্থাপন করতে হয়?
50cm
120cm
90cm
150cm
25045. রুমের মেঝের ক্ষেত্রফলের কত অংশ জানালার ফোকরের জন্য রাখা উচিত?
5%
20%
15%
10%
25046. ডিস্টেম্পারিং-এর বেস কোট হিসেবে ব্যবহৃত হয়-
চক পাউডার ওয়াশ
কালার ওয়াশ
লাইম ওয়াশ
হোয়াইট ওয়াশ
25047. ভার্নিশে সচরাচর যে দ্রাবক ব্যবহার করা হয়-
তার্পিন
স্পিরিট
তিসির তৈল
পানি
25048. আদর্শ দালানের রান্নাঘরের প্রস্থ কমপক্ষে হওয়া উচিত?
4.5m
6.5m
5.5m
7.5m
25049. The expected out turn of a half-brick partition wall per mason per day is-
15m
5.0m²
2.0m³
4.0m²
25050. রঙের বর্ণ লাল করতে ব্যবহৃত হয়-
কোবাল্ট ব্লু
ক্রোম ইয়েলো
ভুসা কয়লা
আয়রন অক্সাইড
25051. The volume is measured correct to the nearest-
0.01 cum
0.04 cum
0.02 cum
0.03 cum
25052. পৌরসভার আওতাধীন এলাকার কত মিটারের কম চওড়া রাস্তার পাড়ে কোন ইমারত নির্মাণ অনুমোদিত নয়?
2m
2.5m
3m
3.5m
25053. ট্রাপে সিলের গভীরতা-
1-2cm
2.5-7.5cm
1.5-2.5cm
5-10cm
25054. চুনকামের জন্য ব্যবহৃত চুন যে সময় পর্যন্ত ফুটানো উচিত-
6 hour
24 hour
12 hour
48 hour
25055. গোসলখানায় কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয়-
সিঙ্ক
বাথটাব
লন্ড্রি ট্রে
শাওয়ার বাথ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত মসৃণ ও তরল আশোষক পদার্থ দিয়ে লন্ডি ট্রে তৈরি করা হয়। গোসলখানায় পরিধেয় ও অন্যান্য কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয় লন্ডি ট্রে।
25056. বসতবাড়ির জন্য প্রতিজনে ব্যবহৃত পানির পরিমাণ ধরা হয় প্রতিদিন-
100 litre
95 litre
135 litre
75 litre
25057. Size, capacity and materials need be specified for-
Bib-cocks
Ball valves
Stop-cocks
All the above
25058. রঙের মূল উপাদান হিসেবে বেশি ব্যবহৃত হয়-
রেড লেড
হোয়াইট লেড
আয়রন অক্সাইড
জিংক হোয়াইট
25059. পানি সরবরাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়-
গেট ভালঙ্
প্লাগ
ক্রস
নিপল
25060. বিল্ডিং সার্ভিস বলতে বুঝায়-
পানি সরবরাহ
স্যানিটারি ফিটিং
ড্রেনেজ
সব কয়টি