EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
26021. এক নিউটন সমান =? [MOE-04, 05]
১০^ ৩ ডাইন
১০^৫ ডাইন
১০^২ ডাইন
১০^৪ ডাইন
26023. Modular ratio of the two material is the ratio of- linear stress to linear strain [MOD-20]
shear stress to shear strain
their modulus of elasticities
linear stress to linear strain
their modulus of rigidities
ব্যাখ্যা: ব্যাখ্যা: Modular ratio of the two materials is the ratio of their modulus of elasticity's. El/E2 = modular ratio
26024. এক অশ্ব শক্তি (HP) নিচের কোনটির প্রায় সমতুল্য? (MOE-04, 05)
1.431kW
1.746kW
1.5kW
0.746kW
26025. 50mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ (stress) হবে- [MOE-04, 05]
1MPa
0.1MPa
10MPa
0.01MPa
ব্যাখ্যা: ব্যাখ্যা: Stress =P/A =5/50=0.1 MPa
26026. বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হেতু strain-কে বলা হয়- [MODMR-04]
Linear strain
Volumetric strain
Lateral strain
Shear strain
26027. কংক্রিট সংকোচন শক্তি (Compressive Strength) এবং প্রসারণ শক্তি (Tensile Strength)-এর অনুপাত সাধারণত- [MOE-04, 05]
১০
১/৫
১/১০
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের সংকোচন শক্তি ও প্রসারণ শক্তির অনুপাত= সংকোচন শক্তি /প্রসারণ শক্তি = ১০/১=১০। যেহেতু সংকোচন শক্তি প্রসারণ শক্তির চেয়ে ১০ গুণ বেশি।
26028. বলের মোমেন্ট অব ইনার্শিয়া- [MOCA-19]
ভর x মোমেন্ট আর্ম
ভর x (লম্ব দূরত্ব)^2
ভর x লম্ব দূরত্ব
ক্ষেত্রফল x (লম্ব দূরত্ব)^2
ব্যাখ্যা: [Note: Moment of inertia unit kg-m²]
26029. যদি দুটি কলও) একই সরল রেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী তখন বলদ্বয়ের লব্ধি হবে- (LGED-19]
R=P+Q
R=2PQcosθ/2
R=P-Q
R=√(P^2+Q^2 )
ব্যাখ্যা: ব্যাখ্যা: P ও Q বল দুটি একই সরল রেখায় একই দিকে কাজ করলে বলম্বয়ের লব্ধি, R = P+Q P ও Q বল দুইটি পরস্পর সমকোণে কাজ করলে বলদ্বয়ের লব্ধি, R = R=√(P^2+Q^2 )
26030. 6N ও ৪N-এর দুটি বল পরস্পর 90° কোণে কাজ করছে, তাদের লব্ধিবল কত হবে? [DM-19]
7N
9N
10N
11 N
ব্যাখ্যা: ব্যাখ্যা: এখানে, P=6N, Q=8N এবং θ= 90° .: লব্ধি, R = √(P^2+Q^2+2PQcosθ)=√√(6^2+8^2+2PQcos90)° = 10 N (Ans.)
26031. বস্তুর যে ধর্মের কারণে এর উপর ক্রমাগত টান প্রয়োগ করলে তা কোনো ব্যর্থতা ছাড়া লম্ব হতে থাকে, তাকে -----বলে। [BGFCL-21]
ductility
malleability
brittleness
toughness
কোনোটিই নয়
26032. ত্রিভুজের ভূমি a এবং উচ্চতা h হলে ভূমি বরাবর অক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া হবে- [MOEF-19]
bh³/36
bh³/12
bh³/64
bh³/3
ব্যাখ্যা: ব্যাখ্যা: ত্রিভুজের ভূমি বরাবর moment of inertia, I=(bh)^3/12 এবং ত্রিভুজের ভরকেন্দ্র বরাবর moment bh of inertia. I=(bh)^3/36
26033. এক Pa (Pascal) সমান কত? (R&H-06; MODMR-06)
1 N/mm²
1N/m²
1 kN/mm²
1 kN/m²
26034. Lami's Theorem কী ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য? [TTC-21]
সমতলীয় বল
সমবিন্দু বল
সমতলীয় সমবিন্দু বল
লম্বিক বল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ল্যামির সূত্র প্রয়োগের শর্তসমূহঃ ১। বস্তুতে অবশ্যই তিনটি (৩) বল কাজ করতে হবে ২। বল তিনটি অবশ্যই ভারসাম্য অবস্থায় থাকবে। ৩ । সকল কলসমূহ বস্তু হতে কনভারজিং (Converging) অথবা, ডাইভারজিং (Diverging) হতে হবে।
26035. এক ন্যানোমিটার সমান =?[ MOE-04, 05]
১০^৬ মিটার
১০ ^-৬মিটার
১০^৯ মিটার
১০^- ৯ মিটার
26036. অক্ষের সাপেক্ষে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া-[MOLE-19]
(πr)^4/8
(πr)^4/64
(πr)^4/36
(πr)^4/12
ব্যাখ্যা: ব্যাখ্যা: অর্ধবৃত্তের মোমেন্ট অব ইনার্শিয়া, I=(πr)^4/8
26037. পয়সনের অনুপাত বলতে কী বুঝায়?[MOE-04, 05]
পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস /দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/পার্শ্ব হ্রাস
26038. Rubber-এর অপর নাম- [TTC-21]
Plastomer
Resin
Elastomer
Soft plastic
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্থিতিস্থাপকতা: ধাতুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগ করলে বিকৃতি লাভ করে এবং লোড সরিয়ে নিলে আবার পূর্বের আকৃতিতে ফিরে আসে, তাকেই ঐ ধাতুর স্থিতিস্থাপকতা বলে। এই গুণের অধিকারী সকল বস্তুর ক্ষেত্রেই বিকৃতি সৃষ্টিকারী লোড অপসারণ করলেই বিকৃতি দূরীভূত হয়। রাবারের এই গুণ বিদ্যমান। ইস্পাতও স্থিতিস্থাপক গুণের অধিকারী। পরীক্ষা করে দেখা যায়, রাবার থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা অধিক। অর্থাৎ, ইলাস্টমার হলো একটি পলিমার, যা স্থিতিস্থাপকতার গুণাবলিসম্পন্ন।
26039. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে- [ΜΟΕ-04, 05]
D /3 দূরে
D/2 দূরে
D /4 দূরে
কোনোটিই নয়
26040. w ওজনের বস্তু h উচ্চতায় অবস্থানের কারণে অর্জিত শক্তির পরিমাণ- [MODMR-06]
1/2 mv²
mn²/2
Wh
1/2 mh²