EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
26061. ইটের কাদায় ম্যাগনেশিয়ামের কাজ কী?
স্থায়িত্ব বৃদ্ধি করে
সংকোচন প্রতিহত করে
অপ্রবেশ্যতার পরিমাণ বৃদ্ধি করে
কালো রঙের সৃষ্টি করে
ব্যাখ্যা: ব্যাধ্যা: ম্যাগনেশিয়াম ইটের সংকোচন প্রতিহত করে ও হলুদ বর্ণ সৃষ্টি করে।
26062. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কী করে?
মৌল্ডিং-এ সুবিধা প্রধান করে
ইটকে দুর্বল ও ভঙ্গুর করে
ইটকে সংকোচনে প্রতিহত করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকার জন্য ইট শক্ত, দীর্ঘস্থায়ী ও তাপ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন হয়। অন্যদিকে, পোড়ানোর সময় সংকোচন ও প্রসারণ প্রতিহত করে। কিন্তু সিলিকার পরিমাণ মাত্রাতিক্ত হলে ইট দুর্বল ও ভঙ্গুর হয়।
26063. বিশুদ্ধ কোয়ার্টজের রং কোনটি?
সাদা
ধূসর
হলুদ
বাদামি
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোয়ার্টজ: কোয়ার্টজ হচ্ছে সিলিকন ডাই-অক্সাইড বা বিশুদ্ধ বালি। এর আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.71
26064. ইটের সিলমোহর নিচে হয় কখন?
উন্মুক্ত দেয়ালে সর্বোপরি ইট
আর্দ্রতারোধী স্তরের নিচের ইটের স্তরে
ক ও খ উভয় সময়ে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ইটের জোড়ায় মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ইটে সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন রাখা হয়।
26065. মার্বেল কোন শ্রেণির পাথর?
পাললিক শিলা
আগ্নেয় শিলা
কঠিন শিলা
রূপান্তরিত শিলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
26066. কারুকার্যে কোন পাথর ব্যবহৃত হয়?
গ্রানাইট
ব্যাসল্ট
নিস
ট্রাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রানাইট- কারুকার্যে, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া, স্মৃতিস্তম্ভ, সেতুর পায়ার, নদী ও সমুদ্রের তীরে বাঁধ হিসেবে ব্যবহৃত হয়।
26067. কোন পদ্ধতিতে কাটা ইটের সিলমোহর থাকে না?
মাঠে বা ভূমিতে কাটা ইটের
যন্ত্রে কাটা ইটের
টেবিলে কাটা ইটের
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) যন্ত্রে কাটা ইটে সিলমোহর থাকে না। (ii) হাতে তৈরি ইটে এ সিলমোহর থাকে।
26068. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: Manufacture of fire bricks তিন প্রকার- (i) Acidic fire bricks (ii) Basic fire bricks (iii) Neutral fire bricks.
26069. ইট পোড়ানো হয় কত তাপমাত্রায়? [ΒΕΡΖΑ-23]
৩০০°C-৫০০°C
৫০০°C-৭০০°C
৭০০°C-১০০০°C
১০০০°C-১২০০°C
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট ১০০০°C থেকে ১২০০ °Cপর্যন্ত তাপমাত্রায় পোড়ানো হয়ে থাকে। এর বেশি হলে ইটের গুণাগুণ নষ্ট হয়।
26070. খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?
নিস
শ্লেট
শেল
মার্বেল
26071. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°C
১৯০০°C
২৭০০°C
২০০০°C
26072. পাগমিলের ব্যাস কত?
১ থেকে ০.৭৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.৫০ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.২৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ১.০০ মিটার (উপরে ও নিচে)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাগমিল একটি গোলাকার পাত্র বিশেষ। এর আকৃতি কিছুটা তলাবিহীন বালতির মতো। পাগমিলের ব্যাস ১ থেকে ০.৭ (উপরে ও নিচে)।
26073. বাংলাদেশের আদর্শ প্রচলিত ইটের মাপ কত?
২৪০ মিমি × ১১২ মিমি × ৭০ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭৫ মিমি
২৪০ মিমি × ১১২ মিমি × ৭৫ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭০ মিমি
26074. প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কোনটি
ঘনত্ব
ক্ষারত্ব
প্রসার্যতা
তাপ পরিবাহিতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: যান্ত্রিক ধর্মাবলি: শক্তি, স্থিতিস্থাপকতা, নম্যতা, অনম্যতা, প্রসার্যতা, ভঙ্গুরতা, কাঠিন্য, ঘাতসহতা, মন্থর বিকৃতি।
26075. প্রকৌশল সামগ্রীর রাসায়নিক ধর্ম কোনটি?
ক্ষয়রোধিতা
স্থিতিস্থাপকতা
সচ্ছিদ্রতা
ঘাতসহতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাসায়নিক ধর্মঃ ক্ষয়রোধিতা, অম্লত্ব, ক্ষারত্ব, রাসায়নিক গঠন।
26076. Ordinary pordland cement-এর ফাইননেস মডুলাস কত? [ΒΕΡΖΑ-23]
০%
০.৫%
১.০%
১.৫%
26077. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙে?
৪০০ থেকে ৭০০ টনি
৪৫০ থেকে ৭৫০ টনি
৫০০ থেকে ৭০০ টনি
কোনোটিই নয়
26078. ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট কাটা পদ্ধতি ২টি, যথা- (i) যন্ত্রে কাটা; (ii) হাতে তৈরি।
26079. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
গ্রানাইট
শ্লেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
26080. ইট তৈরির ধাপ কয়টি?
৩টি
৫টি
৪টি
২টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট তৈরির ধাপ ৫টি, যথা- (i) ইটের কাদার মাটি নির্বাচন (ii) ইটের কাদা প্রস্তুতকরণ (iii) ইট কাটা (iv) ইট শুকানো (v) ইট পোড়ানো।