MCQ
3941. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড
3942. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্ল্যানারে
মিলিং মেশিনে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটরের ব্যবহারঃ
(i) Drilling machine:
(ii) Elevators:
(iii) Electric traction
(iv) Ruling Machine.
3943. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনটি হচ্ছে-
ঢাকা-চট্টগ্রাম
টঙ্গী-ঘোড়াশাল
টঙ্গী-ঈশ্বরদী
রাজশাহী-সিরাজগঞ্জ
3944. ব্যাক ই.এম.এফ নির্ণয় করা যায়-
V + Ia Ra
V-Ia Ra
V/Ia Ra
Ia Ra / V
3945. স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি-
সিরিজ মোটরে
শান্ট মোটরে
কম্পাউন্ড মোটরে
সিনক্রোনাস মোটরে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: In case of series motor the flux produced is directly proportional to the armature current. Hence torque is directly proportional to the square of armature current. So as current during starting is 1.5 times the rated so starting torque is higher for series motor.
3946. দেশের গ্রিড সাবস্টেশনসমূহ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে-
ইন্টারকমের মাধ্যমে
টেলিফোনের মাধ্যমে
ক্যারিয়ারে এবং IP-এর মাধ্যমে
টেলিমিটারিং-এর মাধ্যমে
3947. LDC বলা হয় কাকে?
Load delivery center
Load distribution center
Load despatch center
Load development center
3948. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনের অপারেটিং ভোল্টেজ-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেডি
3949. নিম্নের কোনটির সাহায্যে আর্মেচার রিয়্যাকশন কমানো যায় না?
এয়ার-গ্যাপের দৈর্ঘ্য বাড়িয়ে
পোলের সংখ্যা বাড়িয়ে
কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করে
ইন্টারপোল ব্যবহার করে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: আর্মেচার বিয়্যাকশন কমানোর উপায়-
(i) কমপেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করে।
(ii) ইন্টারপোল ব্যবহার করে।
(iii) এয়্যার-গ্যাপের দৈর্ঘ্য বাড়িয়ে।
3950. একটি ৪-পোল, ল্যাপ উন্ড জেনারেটর 200 আর.পি. এম.-এ ঘুরছে। প্রতি পোলে ফ্লাক্স 0.05 ওয়েবার এবং আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা 960 হলে উৎপাদিত ই.এম.এফ, হবে-
120V
130V
160V
180V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: Eg = ϕZN/60 × P / A
= 0.05 × 960x200 / 60
160 V
3951. একটি ডিসি জেনারেটরের নো-লোড টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট এবং ফুল লোড ভোল্টেজ 200 ভোল্ট হলে এর শতকরা রেগুলেশন হবে-
9.09%
10%
90.9%
11%
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা:
3952. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাহাটি কত দীর্ঘ?
179 কিমি
167 কিমি
250 কিমি
300 কিমি
3953. PBS হলো PDB-এর-
বিদ্যুৎ সরবরাহকারী
H.T. গ্রাহক
L.T. গ্রাহক
বিদ্যুৎ উৎপাদনকারী
3954. পানিবিদ্যুৎ কেন্দ্রের জীবনকাল ধরা হয়-
25 বৎসর
35 বৎসর
30 বৎসর
50 বৎসর
3955. বাংলাদেশের বিদ্যুৎ উপাদানকারী প্রতিষ্ঠান হলো-
PDB
DESA
REB
PBS
3956. বৈদ্যুতিক পাম্পে ব্যবহৃত হয়-
সিরিজ মোটর
শান্ট মোটর
কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর
ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর
3957. একটি চৌম্বকক্ষেত্রে একটি কারেন্টবাহী কন্ডাক্টরের উপর ক্রিয়াশীল বল নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক নয়?
চৌম্বকক্ষেত্রের শক্তি
কারেন্টের পরিমাণ
ঘূর্ণনের সংখ্যা
কন্ডাক্টরের দৈর্ঘ্য
3958. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে-
কম
খুব কম
বেশি
খুব বেশি
3959. নিম্নের কোনটিতে শান্ট মোটর ব্যবহৃত হয় না?
কনভেয়র
লেদমেশিন
মিলিং মেশিন
রোয়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ব্যাধ্যা: শান্ট মোটরের ব্যবহার
(i) লেদমেশিন।
(ii) মিলিং মেশিন।
(iii) রোয়ার।
3960. শিল্পক্ষেত্রে ডিসি মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না?
বুস্টারের সাহায্যে।
ডাইভার্টারের সাহায্যে
সিরিজ রেজিস্ট্যান্সের সাহায্যে
ফিন্ড ট্যাপিং-এর সাহায্যে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ডিসি মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ পদ্ধতি।
(i) ফিল্ড ট্যাপিং পদ্ধতি।
(ii) ডাইভার্টার পদ্ধতি।
(iii) বুস্টার পদ্ধতি।