MCQ
4021. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্ল্যান্ট
স্টিম পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
সোলার পাওয়ার প্ল্যান্ট
4022. কোন ধরনের পাওয়ার প্ল্যান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্টের জন্য
ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য
4023. সোডিয়াম গ্রাফাইট রিয়্যাক্টরে লিকুইড মেটাল হিসেবে ব্যবহৃত হয়-
Na
Nak
Ca
Cak
4024. ক্যাচমেন্ট এলাকাকে তার আকার অনুযায়ী সাধারণত ভাগ করা হয়-
দুই ভাগে
চার ভাগে
তিন ভাগে
পাঁচ ভাগে
4025. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি বাদলের অবস্থা জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্ট
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট
4026. পানিবিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্রকে লোড সরবরাহ অনুসারে ভাগ করা হয়-
দু'ভাবে
চারভাবে
তিনভাবে
পাঁচভাবে
4027. হিট এক্সচেঞ্জারের অপর নাম-
স্টিম জেনারেটর
রিয়্যাক্টর
কন্ডেন্সার
মডারেটর
4028. অল্প ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
100-999 কিলোওয়াট
100-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
10-99 কিলোওয়াট
4029. গ্রাভিটি বাঁধ হলো একপ্রকার-
আর্চ বাঁধ
মাটির বাঁধ
বাট্রেস বাঁধ
ম্যাসনরি বাঁধ
4030. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-
রক-ফিল বাঁধ
আর্চ বাঁধ
মাটির বাঁধ
গ্রাভিটি বাঁধ
4031. যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সে স্থানে স্থাপন করা উচিত-
ডিজেল প্ল্যান্ট
পারমাণবিক প্ল্যান্ট
গ্যাস টারবাইন প্ল্যান্ট
উইন্ডমিল প্ল্যান্ট
4032. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-
ডিজেল জেনারেটরে
টার্বো অল্টারনেটরে
সোলার জেনারেটরে
গ্যাস জেনারেটরে
4033. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Bheramara
Pabna
Rooppur
Kushtia
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: Rooppur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করে। প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০MW
4034. বিদ্যুৎ উৎপাদনের কাজ হয়ে থাকে-
কন্ডেন্সারে
টারবাইনে
শীতলকে
রিয়্যাক্টরে
4035. মধ্যম ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
10-99 কিলোওয়াট
100-999. কিলোওয়াট
1000-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
4036. ডিজেল প্ল্যান্ট নির্বাচন করা হয়, চাহিদা-
15 মেগাওয়াট হলে
20 মেগাওয়াট হলে
10 মেগাওয়াট হলে
30 মেগাওয়াট হলে
4037. পিক লোড প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
স্টিম প্ল্যান্ট
ডিজেল প্ল্যান্ট
উইন্ডমিল প্ল্যান্ট
এম.এইচ.ডি প্ল্যান্ট
4038. বাংলাদেশের সাভারে স্থাপিত পরমাণু গবেষণা চুল্লির ক্ষমতা-
1 মেগাওয়াট
3 মেগাওয়াট
2 মেগাওয়াট
4 মেগাওয়াট
4039. কয়লা খনির কাছাকাছি স্থাপন করা উচিত-
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
সোলার বিদ্যুৎ কেন্দ্র
4040. সবচেয়ে বড় ধরনের নিউক্লিয়ার প্ল্যান্টের অবস্থান-
জাপানে
কানাডায়
রাশিয়ায়
আমেরিকায়