MCQ
4181. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত-
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
4182. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম-
গ্যাস পাওয়ার প্ল্যান্টে
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
হাইড্রো-পাওয়ার প্ল্যান্টে
বায়ুশক্তি পাওয়ার প্ল্যান্টে
4183. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
2-4 মাইল
6-7 মাইল
3-6 মাইল
1-3 মাইল
4184. খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান খুলনা জেলার-
ফুলতলায়
দৌলতপুরে
ফুলবাড়ীতে
খালিশপুরে
4185. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র যে নদীর তীরে অবস্থিত তার নাম-
কর্ণফুলি
পশুর
মহেশখালী
চন্দ্রঘোনা
4186. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে থাকে-
তামার দণ্ড ও দস্তার দণ্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দণ্ড ও দস্তার কৌটা
তামার দণ্ড ও দস্তার কৌটা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে কার্বন দণ্ড ও দস্তা কৌটা ব্যবহৃত হয়। কারণ, কার্বন-দস্তা শুকনো কোষগুলো এর ব্যবহৃত প্রাথমিক কোষ।
4187. ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত কী?
রেসিডুয়াল ফ্লাক্স = 0
ফিল্ড রেজিস্ট্যান্স > ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স
শ্যাফট স্পিড > ক্রিটিক্যাল স্পিড
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্তগুলো নিম্নরূপ-
পোলে রেসিডুয়াল ফ্লাক্স থাকতে হবে।
ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং-এর সংযোগ সঠিক হতে হবে।
ফিল্ড রেজিস্ট্যান্সের মান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় কম হতে হবে।
জেনারেটর স্পিড বা শ্যাফট স্পিড ক্রিটিক্যাল স্পিড হতে বেশি হতে হবে।
ব্রাশগুলোর সংযোগ যথাযথ হতে হবে।
4188. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
রূপসা নদীতে
শংখ নদীতে
মহুরী নদীতে
কর্ণফুলি নদীতে
4189. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
কক্সবাজারে
রাউজানে
রাঙামাটিতে
চট্টগ্রাম সদরে
4190. কুষ্টিয়া জেলার ভেড়ামারায় যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে তার নাম-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
4191. চট্টগ্রাম জেলার রাউজানে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি হলো-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
4192. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ব্রাহ্মণবাড়িয়ায়
সিলেটে
কুমিল্লায়
নরসিংদীতে
4193. যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা-
জেনারেটর
অল্টারনেটর
মোটর
ট্রান্সফর্মার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর। অল্টারলেটর এমন একটি জেনারেটর, যা পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করে।
4194. প্রাকৃতিক গ্যাসের মধ্যে হাইড্রোকার্বনের পরিমাণ-
শতকরা 4 ভাগ
শতকরা 1 ভাগ
শতকরা 3 ভাগ
শতকরা 5 ভাগ
4195. বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
বগুড়াতে
রংপুরে
কুষ্টিয়াতে
পাবনাতে
4196. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি 100 মেগাওয়াটের জন্য প্রতি ঘণ্টায় বাষ্পের প্রয়োজন-
9,00,000 কেজি
7,00,000 কেজি
8,00.000 কেজি
5,00,000 কেজি
4197. সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
নীলফামারী
বাঘাবাড়ী
পলাশবাড়ী
রংপুর
4198. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা-
3টি
4টি
5 টি
7 টি
4199. সিলেট জেলার হরিপুরে অবস্থিত-
গ্যাস টারবাইন
স্টিম টারবাইন
ওয়াটার টারবাইন
নিউক্লিয়ার রিয়্যাক্টর
4200. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
2800 টন তেলের সমান
1700 টন তেলের সমান
4500 টন তেলের সমান
3200 টন তেলের সমান