MCQ
4301. The chemical effect of current is used in---
DC ammeter hour meter
DC ammeter
DC energy meter
None of the above
4302. একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 2Ω। এর প্রান্তদ্বয় 10Ω রোধের সাথে যুক্ত থাকলে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে?
0.225 A
0.125 A
40.8 A
8A
4303. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বোর্ডের পাওয়ার প্ল্যান্ট সংখ্যা কয়টি?
৩৮টি
৩৯টি
৫৮টি
৫৭টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বোর্ডের পাওয়ার প্ল্যান্ট সংখ্যা ৩৮টি। BPDB-এর Installed Generation Capacity 6013MW
4304. বাংলাদেশ ভারতের কোন প্রদেশ থেকে বিদ্যুৎ আমদানি করে?
কলকাতা
আসাম
ত্রিপুরা
মিজোরাম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ ভারতের বাহরামপুর থেকে 1000MW এবং ত্রিপুরা থেকে 160MW বিদ্যুৎ আমদানি করে।
4305. একটি RLC সার্কিটে C-এর মান কমানো হলে Resonance frequency-
অপরিবর্তিত থাকবে
বেড়ে যাবে
কমে যায়
যে-কোনোটি হতে পারে
4306. The EMF of Weston standard cell is measured using-
Moving-iron meter
Digital Voltmeter
Moving-coil meter
Potentiometer
4307. পিজিসিবি যে মন্ত্রণালয়ের অধীন, তার মন্ত্রীর নাম কী?
শেখ হাসিনা
আ.হ.ম মুস্তফা কামাল
আব্দুর রাজ্জাক
টিপু মুন্সী
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: PGCB- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আছে ৬টি মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলো হলো- (i) মন্ত্রিপরিষদ বিভাগ, (ii) জনপ্রশাসন মন্ত্রণালয়, (iii) প্রতিরক্ষা মন্ত্রণালয়, (iv) সশস্ত্র বাহিনী বিভাগ, (v) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ, (vi) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
4308. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের টারবাইনব্যবহার করা হয়?
ওয়াটার
স্টিম
গ্যাস
সবগুলো
4309. কোনটি Renewable Energy নয়?
Solar Energy
Wind Energy
Tidal Energy
Coal
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: Renewable Energy Solar, Biogas, Tidal, Wind এবং Non-renewable Energy = কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লীয় শক্তি।
4310. PGCB নিচের কোনটিতে বিদ্যুৎ বিতরণ করে?
REB
DPDC
DESCO
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা : ১৯৯৬ সালে BPDB হতে পৃথক হয়ে এই ট্রান্সমিশন কোম্পানি তৈরি হয়, যা সমগ্র দেশে পাওয়ার ট্রান্সমিশনের কাজ করে। অর্থাৎ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ট্রান্সমিশন টাওয়ার, সাবস্টেশন আছে সেগুলো রক্ষণাবেক্ষণের কাজে এই কোম্পানি নিয়োজিত রয়েছে।
4311. আবাসিক লোডের লোড ফ্যাক্টর-
৩০%-৪০%
৬০%-৭০%
১০%-১৫%
৫০%-৬০%
4312. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট কবে উৎপাদনে যাবে?
২০২২ সালে
২০২৩ সালে
২০২৪ সালে
২০২৫ সালে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট- First concrete = 30 নভেম্বর 2017 Fuel loading = October 2022 Power start up = December 2022 Provisional start up = October 2023 Final takeover = October 2024
4313. আগস্ট ২০২১ মাসে বিদ্যুৎ-এর সর্বোচ্চ উৎপাদন কত?
9380MW
13014MW
13271MW
13509MW
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা : বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২৭ এপ্রিল ২০২১, 13792MW. আগস্ট ২০২১ সালে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন = 13271MW ১ সেপ্টেম্বর ২০২১ সালে উৎপাদিত বিদ্যুৎ 13075MW
4314. PGCB কোন ভোল্টেজ ট্রান্সমিশন করে না?
400kV
230kV
66kV
132kV
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: 400kV, 230kV এবং 230/132kV, 132/33kV-তে PGCB ভোল্টেজ ট্রান্সমিশন করে।
4315. পল্লিবিদ্যুৎ সমিতির সংখ্যা কয়টি?
৭০টি
৮০টি
৭২টি
৯০টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ড (BREB) হলো বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা, যার দায়িত্ব হলো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, যে কাজ BREB দেশে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতির মাধ্যমে করে। পল্লি- বিদ্যুৎ সমিতি (PBS)-এর সংখ্যা ৮০টি।
4316. Wien bridge is useful for measuring-
Very high frequency
Medium frequency
Low frequency
High frequency
4317. কোন পাওয়ার প্লান্টে জ্বালানি খরচ সবচেয়ে কম?
ডিজেল
প্রাকৃতিক গ্যাস
নিউক্লিয়ার
হাইড্রোইলেকট্রিক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেহেতু সঞ্চিত পানি ব্যবহার করা হয় সেহেতু এখানে অন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় না। সুতরাং, অন্যান্য পাওয়ার প্লান্টের থেকে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টে জ্বালানি খরচ কম।
4318. পিজিসিবি-এর চেয়ারম্যানের নাম কী?
খালেদ মাহমুদ
ড. আহমদ কায়কাউস
আলী হায়দার
মেজর জেনারেল মঈন উদ্দীন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিজিসিবি-এর মাননীয় প্রতিমন্ত্রী: নসরুল হামিদ পিজিসিবি-এর মাননীয় চেয়ারম্যান: ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ড. আহমদ কায়কাউস।
4319. DESCO সিস্টেম লস কত?
৫.৬৯%
৬.৬৯%
৭.৭৯%
৮.৮৯%
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: নোট: DESCO সিস্টেম লস ৫.৫৮% (জুন ২০২১)।
4320. DESCO কবে গঠিত হয়?
১৯৯৭ সালে
১৯৯১ সালে
১৯৯৬ সালে
১৯৯৫ সালে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা : কোম্পানি আইন ১৯৯৪-এর আওতায় দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (DESCO) ৩ নভেম্বর ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।