EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8481. Slab-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
bar dia অথবা 40 mm
bar dia অথবা 15 mm
bar dia + 15 mm
40 mm
8482. নিম্নের কোন Grade-এর bitumen সবচেয়ে শক্ত?
30/40
80/100
60/70
100/120
ব্যাখ্যা: ব‍্যাখ্যা। বিটুমিনের গ্রেড ৩০/৪০ বুঝাতে পেনিট্রেশনের মান বুঝায়। গ্রেডের ভিত্তিতে বিটুমিনের অবস্থা জানা যায়। গ্রেডের মান যত কম হবে বিটুমিন তত শক্ত হবে
8484. 'ঈষৎ আমিষ গন্ধ যার' এর এক কথায় প্রকাশ কী হবে?
আমিষ্ট
আমষে
আঁষটে
আমিষ্য
8486. একটি বস্তুর বাতাসে ওজন= 3kg, পানিতে ওজন = 2.5 kg হলে specific gravity কত?
1
4
6
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পদার্থের ঘনত্বের সাথে পানির ঘনত্বের অনুপাতকে বাতাসে ওজন Specific gravity বলে। Specific gravity, (G)= বাতাসে ওজন পানিতে ওজন =3-25-6 (No unit)
8487. 'যা পূর্বে কখনো হয়নি'- এর সঠিক বাক্য সংকোচন হল-
ভূতপূর্ব
অভূতপূর্ব
অদৃষ্টপূর্ব
অশ্রুতপূর্ব
8488. 'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়-
লাভ করার ইচ্ছা
গমন করার ইচ্ছা
ক্ষমা করার ইচ্ছা
ত্যাগ করার ইচ্ছা
8490. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
8491. 'যিনি নৌকা চালান' এক কথায় প্রকাশ কী?
তাতি
জেলে
রাখাল
মাঝি
8492. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
elongated
angular
rounded
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের সর্বোত্তম কার্যোপযোগিতা পাওয়ার জন্য Aggregate-এর আকার গোলাকার (Rounded) হতে হবে।
8494. 'যার তুলনা নাই'- এক কথায় কী বলে?
অতুল্য
অতুলনীয়
তুলনাহীন
বৈতুল্য
8496. 'অরিকে দমন করে যে'- এর এক কথায় প্রকাশ কী হবে?
হরিহর
অরিদম
অরিত্র
অরিন্দম
8497. পরের অন্নে যে বেঁচে থাকে'- এর এক কথায় প্রকাশ কোনটি?
পরান্নজীবী
পরান্নভোজী
পরজীবী
পরাশ্রয়ী
8498. Lateral এবং Linear strain এর অনুপাতকে কী বলে?
Bulk modulus
Modulus of elasticity
Poisson ratio
Modulus of toughness
8499. 'যিনি বিদ্যা লাভ করিয়াছেন'- এক কথায় কী বলে?
কৃতবিদ্যা
কৃতবিদ্য
কৃতবিদ্যান
কৃতবিদ্দান
8500. ক কথায় প্রকাশ করুন- 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'।
দুর্গম
দুস্তর
দুর্জয়
দুর্লভ