MCQ
8501. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর permeability নির্ণয় করা হয়?
Coarse sand
fine sand
silt
clay
8502. Surface tension-এর একক কোনটি?
N
m
N/m
N/m^2
8503. Los Angeles machine কোন test-এ ব্যবহৃত হয়?
Crushing strength
Impact value
Abrasion
Compressive strength
8504. 'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা যায়-
পূর্বাহ্ন
মধ্যাহ্ন
সন্ধ্যা
গোধূলি
8505. EDTA solution দিয়ে কী নির্ণয় করা হয়?
Turbidity
Dissolved Oxygen
Hardness
Residual Cl
8506. প্রবেশ করার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
বিবিক্ষা
বিবিক্ত
বিবাসন
বিবর্ধন
8507. Soil-এর bulk density 22 kN/m', water control 10%, Dry density কত?
18.6kN/m²
20kN/m²
22kN/m²
23.2kN/m²
8508. Bitumen-এর penetration test দিয়ে এর কোন ধর্ম জানা যায়?
Grade
Viscosity
Ductility
Alkalinity
8509. 'অবিমৃষ্যকারী' কাকে বলে-
যে সর্বদা কুৎসা রটনা করে
যে আগে পিছে না ভেবে কাজ করে
যে সর্বদা বিষাদগ্রস্ত থাকে
যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে
8510. 'রোদসী' শব্দটি দিয়ে বোঝায়-
রোদন করেছে যে
রোদেলা দিন
পৃথিবী ও স্বর্গ
আলোকোজ্জ্বল আকাশ
8511. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity= 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10/m^2
12kN/m^2
14kN/m^2
8512. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে?
অদৃশ্য
বর্ণচোরা
ভূতপূর্ব
ফুলেল
8513. Soil-এর uniformity coefficient-এর typical value কত হয়?
≥1
>1
0 থেকে। এর মধ্যে
কোনোটিই নয়
8514. 'যার বসন আলগা' এর বাক্য সংকোচন?
আলগা বসনা
অসংবৃত
লজ্জাহীন
সংযুক্তহীনতা
8515. CBR test কত perpetration-এর জন্য নিরূপণ করা হয়?
2.5 mm
5.0 mm
7.5 mm
কওখ
8516. Surge Tank কী জন্য ব্যবহার করা হয়?
পানি জমিয়ে রাখার জন্য
Water Hammer যাতে না হয়
পানির গতিবেগ বাড়ানোর জন্য
Valve রক্ষা করার জন্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Surge tank সাধারণত ব্যবহৃত হয় জলবিদ্যুৎ প্ল্যান্টে জা সরবরাহ ব্যবস্থায় চাপ নিউট্রাল করার জন্য। এটি পাইপের উচ্চ অভ্যন্তরীণ চাপ থেকে জলবাহী সিস্টেমকে রক্ষা করে, এমনকি চাপ ড্রপ অবস্থায় চাপ বাড়াতে এটি জল সঞ্চয় করে থাকে
8517. একটি cantilever beam-এর এক প্রান্তে -মানের concentrated load আছে। এর সর্বোচ্চ deflection কত?
pL^3/2EI
pL^3/EI
pL^3/3EI
pL^3/4EI
8518. এক কথায় প্রকাশ করুন: 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
দূরদর্শী
অভিজ্ঞ
বহুদর্শী
ত্রিকালজ্ঞ
8519. একটি cantilever beam-4 W-মানের uniformly distributed load আছে। এর সর্বোচ্চ deflection কত?
5WL^4/384EI
WL^4/8EI
WL^5/8EI
WL^5/48EI
8520. এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হাসি সুন্দর'।
সুস্মিতা
সুহাসিনী
সুহাসি
সুচিস্মিতা
ব্যাখ্যা: যে নারীর হাসি সুন্দর: সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত: শুচিস্মিতা