EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1801. Reynolds number হলো-
জড়তা বল (Inertia force) ও অভিকর্ষজ বলের (Gravity force) অনুপাত
সাম্প্রতা বল (Viscous force) এবং অভিকর্ষজ বলের অনুপাত
সন্দ্রা বল ও স্থিতিস্থাপক বল (Elastic foxce) অনুপাত
জড়তা বল (Inertia force) ও সান্দ্রতা বলের (Viscous force) অনুপাত
1803. Hydrolic co-efficient কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
ব্যাখ্যা: Hydrolic co-efficient ১) Co-efficient of commation ২) Ca-efficient of relocity ৩) Co-efficient of discharge ৪) Co-efficient of resister
1804. সেন্টার অব প্রেসার ক্রিয়া করে ডুবানো তলের সেন্টার অব গ্র্যাভিটির—
মধ্য দিয়ে
উপর দিয়ে
নিচ দিয়ে
সবকটি দিয়ে
1805. মোমেন্ট-এর জন্য কোনটি সঠিক?
বল X দূরত্ব
বল X লম্ব দূরত্ব
টর্ক X দূরত্ব
বল X সরণ
ব্যাখ্যা: একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে ঐ ঘুরানোর প্রবণতাকে উক্ত বলের মোমেন্ট বলে। গাণিতিকভাবে, মোমেন্ট = বল X লম্ব দূরত্ব। কাপলে লব্ধি বলের মান শুন্য। কাপল শুধুমাত্র Rotational motion উৎপন্ন করে।
1806. তরলের টানাপীড়ন (Tensile stress) প্রতিরোধ করার ধর্মকে কী বলে?
পৃষ্ঠটান
কৈশিকতা
সংকোচনশীলতা
কোনোটিই নয়
1808. রেনোল্ড'স নাম্বার হলো ইনার্শিয়া ফোর্স ও নিম্নের কোনটির অনুপাত?
সারফেস টেনশন ফোর্স
ভিসকাস ফোর্স
গ্র্যাভিটি ফোর্স
ইলাসটিক ফোর্স
1810. ট্যাংকের তলদেশ বলের পরিমান 175kg এর তলের ক্ষেত্রফল 6m² হলে চাপের তীব্রতা কত?
29.166 N/m²
19.160 kym
29.166 kg/m²
27.16 kg/m
1811. যদি প্রবাহের কোনো একটি বিন্দুতে এটির চাপ, বেগ ও ঘনত্ব সময়ের পরিবর্তনের সঙ্গে অপরিবর্তিত থাকে, তবে সে প্রবাহকে বলা হয়-
সুষম প্রবাহ (Uniform flow)
অসম প্রবাহ (Non-uniform flow)
অসম প্রবাহ (Incompressible flow)
অবিচল প্রবাহ (Steady flow)
1813. হাইড্রোলিক মেশিন পরিচালিত হয়-
ওজনে
ধাক্কায়
চাপে
কম্প্রেসার
ব্যাখ্যা: হাইড্রোলিক মেশিনসঃ যে-সব যন্ত্রপাতি পানির চাপ কিংবা শক্তি যারা পরিচালিত হয়, তাদেরকে হাইড্রোলিক মেশিন বলে। কয়েকটি হাইড্রোলিক মেশিনের নাম নিম্নরূপ ১। হাইড্রোলিক প্রেস ২। হাইড্রোলিক লিফট ৩ । হাইড্রোলিক জ্যাক, ক্রেইন ৪। ওয়াটার টারবাইন ৫। হাইড্রোলিক সিলিন্ডার
1814. প্রতি একক দৈর্ঘ্যের বলকে কী বলা হয়?
সারফেস টেনশন
কৈশিকতা
সংকোচনশীলতা
প্রবাহশীলতা
ব্যাখ্যা: পৃষ্ঠটান (Surface temine) # ভরলের মুক্ত রণের নিকটবর্তী অণুগুলোর নিচের অনুজলোর দ্বারা অকৃত হয় কিন্তু এর উপর দিকে কোনো আকর্ষণ না থাকায় এরলের উপরের জন্য সর্বদা সংকুচিত হতে চায়। কোনো জারণের মুক্ততলে কম্পিত কোনো সরল রেখায় উভয় দিকে প্রতি একক দৈর্ঘের যে টান বল ক্রিয়া করে, তাকে পৃষ্ঠটান বলে।
1815. একটি যুগল (Couple) মোশন (Motion) উৎপন্ন করে-
ট্রান্সলেটরি মোশন
রোটেশনাল মোশন
ট্রান্সলেটরি ও রোটেশনাল মোশন
কোনোটিই নয়
ব্যাখ্যা: কোন বস্তুর উপর ক্রিয়ারত দুটি সমাদ, সমাজরাল ও বিপরীতমুখী বল, যা একই রেখায় ক্রিয়াশীল নয় এমন দুটি বলকে যুগল বা জোড় বলে।
1816. তরলের সান্দ্রতা কেনো জানা প্রয়োজন?
কীভাবে প্রবাহিত হয় তা বুঝার জন্য
পাম্পের কী পরমাণ শক্তি লাগবে তা জানার জন্য
প্রবাহের সময় বাধার পরিমাণ জানার জন্য
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পাত্রে করল নেড়ে দিবে তরল ক্রমে থেমে যায়। পানি, পেট্রোল ইত্যাদি হালকা তরল পদার্থ, সিরাপ, মোটা বেল ইত্যাদি ভারী তরল অপেক্ষা সহজে প্রবাহিত হতে দেখা যায়। এ সকল ঘটনা থেকে বুঝা যায়, প্রত্যেক তরলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান আছে, যা তার প্রবাহকে বাধা দেয় বা প্রবাহের হার নিয়ন্ত্রণ করে। প্রবাহে বাধাদানকারী বা প্রবাহ হার নিয়ন্ত্রণকারী প্রবাহীর এ বিশেষ বৈশিষ্টা সাম্প্রত্য বা ডিসকোসিটি নামে পরিচিত। প্রবাহ নিয়ন্ত্রণে প্রাথমিক ভূমিকা পালন করে আন্তঃআণবিক বল সংসক্তি (Cohesion)। একই করলের বিভিন্ন স্তরের কণাগুলোর মধ্যকার সংসক্তি যা প্রবাহের সময় প্রবাহের হারকে নিয়ন্ত্রণ করে, তাকে সান্দ্রতা বা ভিসকোসিটি বলে। অন্যভাবে বলা যায়, সান্দ্রতা হচ্ছে প্রবাহীর এমন একটি ধর্ম, যা কুন্তন পীড়নের বিরুদ্ধে (Shearing stresses) বাধার পরিমাণ নির্ণয় করে।
1817. পারদ কাচকে সিক্ত (Wix) করে না ধর্মের (Property) কারণে?
আসঞ্জন (Adhesion)
সান্দ্রতা (Vaccally)
পৃষ্ঠটান (Surtace tension)
সংসক্তি (Cohesion)
1818. জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে দু' প্রকার, যথা- ১। আয়তনিক জড়তা" ভ্রামক (Rectangular moment of inertia) ২। পোলার জড়তা ভ্রামক (Polar moment of inertia) i
1820. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়?
স্টাফ গেজ
হক গেজ
টাইড গেজ
কোনোটিই নয়