পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
261. বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম, যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠুভাবে কাজ করতে পারে না, সেটি কী?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
কোনোটিই নয়
দুটিই একসাথে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mounting): যে-সব যন্ত্রাংশ বয়লার শেলে সংযুক্ত, অবস্থায় বয়লারের নিরাপত্তা বিধান করে, ঐ সকল যন্ত্রাংশকে বয়লার মাউন্টিং বলে।
বয়লার মাউন্টিং-এর পাঁচটি নাম নিম্নে উল্লেল্লখ করা হলো-
(ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indleurmet,
(খ) প্রেসার গেজ (Pressure gaugel,
(M) সেফটি ভালভস (Safety vabier)
(ঘ) স্টপ ভালভস (Stop vulvet)
(ঙ) ফিড চেক ভালভ (Feed check wolves)
262. বয়লারে ইকোনোমাইজার ব্যবহারের কারণ কোনটি?
বাষ্পের চাপ বৃদ্ধি করে
বাষ্পের প্রবাহ বৃদ্ধি করে
জ্বালানি খরচ কমায়
বাষ্পের চাপ কমায়
263. ফিডওয়াটারের মধ্যে দূষিত বস্তু থাকলে বয়লারের নিচের কী অসুবিধা হয়?
স্তর জমা
ক্ষয়
ভঙ্গুরতা
সবক'টি
264. ফিডওয়াটার পাম্প হিসেবে সাধারণত কী ব্যবহার হয়?
সেন্ট্রিফিউগাল পাম্প
রোটারি পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
গিয়ার পাম্প
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লারের অক্সিলারিজের মধ্যে ফিড ওয়াটার পাম্প অন্যতম প্রধান এবং বিশেষ প্রয়োজনীয় যন্ত্র, যার চাহিদা অনুযায়ী বয়লার ড্রামে ফিড ওয়াটার সরবরাহ করা হয়। ফিড ওয়াটার সরবরাহ করে বলে তাকে ফিড ওয়াটার পাম্প বলা হয়।
265. সুপারহিটারের কাজ কী?
বাতাসকে উত্তপ্ত করা
স্টিম তৈরি করা
পানি তৈরি করা
জ্বালানি তৈরি করা
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য।
(i) সুপার হিটেড স্টিমে অপেক্ষাকৃত বেশি তাপ থাকে, তাই বেশি কাজ পাওয়া যায়।
(ii) সুপার হিটার ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়।
(ii) সুপার হিটার ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়।
266. বয়লারের মধ্যে স্টিমের অতিরিক্ত চাপকে যে ভালভো সাহায্যে বের করা হয়, তাকে কী বলে?
ফিড চেক ভালভ
সেফটি ভালভ
স্টপ ভালভ
কোনোটিই নয়
267. এয়ার প্রিহিটারে হিটিং-এর জন্য কী ব্যবহৃত হয়?
কয়লা
ফ্লু গ্যাস
স্টিম
ইলেকট্রিক হিটার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: যে যন্ত্রের সাহায্যে বাতাসকে ফার্নেসে প্রেরণের পূর্বে উত্তপ্ত করে সরবরাহ করা হয়, তাকে এয়ার প্রি-হিটার বলে।
এয়ার প্রি-হিটার: চিমনি ও ইকোনোমাইজারের মাঝখানে বসানো হয়।
268. নিম্নের কোনটি বের করে দেয়া ড্রাফটের কাজ?
পানি
গ্যাস
ফ্লু গ্যাস
তৈল
269. নিচের কোনটি বয়লার অ্যাক্সেসরিজ?
ইকোনোমাইজার
সুপারহিটার
ক ও খ
কোনোটিই নয়
270. বয়লার ড্রাফট বাতাস সরবরাহের একটি-
পদ্ধতি
প্রকার
আকৃতি
প্রকৃতি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লার ড্রাফটের কাজগুলো হলো-
( ক) চুল্লির মধ্যে জ্বালানির পূর্ণদহনের জন্য প্রয়োজনীয় বাতাস তথা অক্সিজেন সরবরাহ করা।
(খ) চুল্লির মধ্যস্থিত পোড়া গ্যাসকে চুল্লি হতে চিমনি পথে বের করে দেওয়া।
271. নিচের কোনটি বয়লার মাউন্টিং নয়?
ব্লো অফ কক
ফিড চেক ভালভ
ইকোনোমাইজার
ফিউজিবল প্লাস
272. যে-কোনো মুহূর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
থার্মোমিটার
ফিড চেক ভালভ
ব্লো অফ কক
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator): বয়লারের ভেতরের পানির সেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটায় লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে। সাধারণত প্রতি বয়লারে দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে, যাতে একটি নষ্ট হয়ে গেলেও অপরটি দিয়ে সাময়িকভাবে কাজ চলতে পারে।
ফিড চেক ভালত (Feed check valve) : ফিড পাম্প হতে বয়লারে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং বয়লারের চেয়ে পাম্পের প্রেসার কম হলে কিংবা ফিড পাম্প বন্ধ থাকলে বয়লার থেকে পাম্পের দিকে পানির উল্টা প্রবাহ বন্ধ করাই ফিড চেক ভালভের কাজ। ফিড চেক ভালভ একটি নন-রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
‡eøv অফ কক বা ‡eøv ডাউন ভালভ (Blow off cock or Blow down valve) : এটি বয়লারের এমন একপ্রকার নিষ্কাশন ভালভ, বা নির্দিষ্ট সময়ান্তরে খুলে বয়লার ড্রামের অভর্দেশে সুজিত পানির তলানি বা কাদামাটি (Selimoni) অপসারণ করা হয়। এ কাদামাটির তলানি বয়লারের পক্ষে মারাত্মক ক্ষতিকর, যেহেতু তা বয়লারে জমা হয়ে পুরু আস্তরণ বা স্কেল উৎপন্ন করে পানির ধারণক্ষমতা কমায়া।
স্টিম স্টপ ভালভ (Steam stop valve): যে ভালভ টারবাইন বা দুই পাইপের মাঝে স্থাপন করে টিমের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন একে সিম স্টপ ভালভ বলা হয়।
273. বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
ওয়াটার লেভেল ইন্ডিকেটর
ফিড চেক ভালভ
ব্লো -অফ কক
স্টvপ ভালভ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator): বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে। সাধারণত প্রতি বয়লারে দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে, যাতে একটি নষ্ট হয়ে গেলেও অপরটি দিয়ে সামরিকভাবে কাজ চলতে পারে।
ফিড চেক ভালভ (Feed check valve): ফিড পাম্প হতে বয়লারে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং ব্যালারের চেয়ে পাম্পের প্রেসার কম হলে কিংবা ফিড পাম্প বন্ধ থাকলে বয়লার থেকে পাম্পের দিকে পানির উল্টা প্রবাহ বন্ধ করাই ফিড চেক ভালভের কাজ। ফিড চেক ভালভ একটি নন-রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
‡eøv অফ কক বা ‡eøv ডাউন আলত (Blow off cock or Blow down walve) : এটি বয়লারের এমন একপ্রকার নিষ্কাশন ভাদৃত, যা নির্দিষ্ট সময়ান্তরে খুলে বয়লার ড্রামের অন্তর্দেশে সঞ্চিত পানির তলানি বা কাদামাটি (Sediment) উত্তরমালা অপসারণ করা হয়। এ কাদামাটির তলানি বয়লারের পক্ষে মারাত্মক ক্ষতিকর, যেহেতু তা বয়লারে জমা হয়ে পুরু আস্তরণ বা স্কেল উৎপন্ন করে পানির ধারণক্ষমতা কমায়।
স্টিম স্টপ ভালভ (Steam stor salve): যে ভালভ টারবাইন বা দুই পাইপের মাকে স্থাপন করে স্টিমের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন একে স্টিম স্টপ ভালভ বলা হয়।
274. সুপারহিটার কোনটিকে গরম করে?
পানিকে
বাষ্পকে
কয়লাকে
গ্যাসকে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: সম্পৃক্ত বাম্পকে পুনরায় তাপ প্রদান করে শুদ্ধ করা ও তাপমাত্রা বাড়ানোর জন্য যে হিটার বা ডিভাইস ব্যবহার করা হয়, তাকে সুপারহিটার বলে।
সুপারহিটার দু' প্রকার, যথা-
(ক) রেডিয়্যান্ট টাইপ সুপারহিটার (Radiant type superheater)
( খ) কনভেরিড টাইপ সুপারহিটার (Convective type superheater)
275. বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করার কারণে বয়লারে কী সুবিধা পাওয়া যায়?
দক্ষতা বৃদ্ধি পায়
জ্বালানির প্রয়োজন হয় না
বাষ্প উৎপন্ন করে
কোনটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ইকোনোমাইজার ব্যবহারে নিম্নের সুবিধা পাওয়া যায়-
(ক) এটি ব্যবহারে 5% হতে 10% জ্বালানি খরচ কম হয়।
(খ) বয়লারের দক্ষতা 10% হতে 20% বৃদ্ধি করে।
(গ) গরম ধোঁয়া তাপীয় দক্ষতা বৃদ্ধি করে।
(ঘ) এটি নির্মাণ ও মেরামত খরচ অপেক্ষা লাভ বেশি।
276. মিলকারখানায় বয়লার বসানো হয় কী কারণে?
টারবাইন চালনার জন্য
হিটিং কাজের জন্য
পানি গরমের জন্য
সবক'টি
277. বয়লারের অন্যতম প্রধান অংশ কোনটি?
ফার্নেস কম্বাশন চেম্বার
ওয়াটার চেম্বার
বাষ্প চেম্বার
চিমনি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: যে জায়গায় জ্বালানিও প্রজ্বলন ঘটিয়ে তাপ উৎপন্ন করে পানিতে স্থানান্তর করা হয়, তাকে কম্বাশন চেম্বার বলে।
278. তাপবিদ্যুৎ উৎপন্ন করতে কোন জাতীয় বয়লার ব্যবহৃত হয়?
ওয়াটার টিউব বয়লার
ফায়ার টিউব বয়লার
ক ও খ
কোনোটিই নয়
279. এমন কিছু ডিভাইস, যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়, তাকে কী বলে?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
দুটিই একসাথে
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লার অ্যাক্সেসরিজ (Boiler accessories): যে-সব যন্ত্রাণে বয়লারের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, ঐগুলোকে ব্যাল্যা অ্যাক্সেসরিজ বলে।
বয়লার অ্যাক্সেসরিজ-এর নাম নিম্নে উল্লেখ করা হলো-
(ক) ফিড পাম্প (Fred pump)
(খ) সুপারহিটার (Superhডৃtter
(খ) ইকোনোমাইজার (Economizer)
(ঘ) এয়ার প্রি হিটার (Air pre-heater)
(ঙ) ড্রাফট (Draft)
280. ন্যাচারাল ড্রাফটের সৃষ্টি হয় কী কারণে?
গরম ও ঠান্ডা বাতাসের পার্থক্যের কারণে
পানি ও স্টিম চাপের পার্থক্যের কারণে
পানি ও ঠান্ডা বাতাসের পার্থক্যের কারণে
ফ্লু গ্যাস ও স্টিমের চাপের পার্থক্যের কারণে