EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং MCQ
21. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-
ডিজেল জেনারেটরে
টার্বো অল্টারনেটরে
গ্যাস জেনারেটরে
সোলার জেনারেটরে
23. গড় লোড কোনটি?
উৎপাদিত শক্তি (kWh)/সময় (ঘণ্টা)
কিলোওয়াট/ সময় (ঘন্টা)
সংযুক্ত লোড/সময় (ঘন্টা)
সর্বোচ্চ চাহিলা/ সময় (ঘন্টা)
ব্যাখ্যা: গড় লোড (Average load) : মোট ব্যবহৃত কিলো এ্যাটে আওয়ার শক্তি এবং ব্যবহারকালীন সময়ের অনুপাতকে গড় চাহিদা বা গড় লোড বলে। গড় লোড = ব্যাবহৃত কিলোওয়াট আওয়ার শক্তি (kWh)/মোট ব্যাবহৃত সময়
24. PBS হলো BPDB -এর-
বিদ্যুৎ সরবরাহকারী
H.T. গ্রাহক
L.T. গ্রাহক
বিদ্যুৎ উৎপাদনকারী
25. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ কত?
132 কেভি
220 কেভি
230 কেডি
400 কেভি
ব্যাখ্যা: ১৩২ কেভি, ২৩০ কেভি, ৪০০ কেডি এবং চলমান ৭৬৫ কেভি।
26. খ্রি-পার্ট ট্যারিফ কোনটি?
Y= Dx+Ez+C
Y=Dx+Ez
Y=E 1E1+E ₂Z ₂+E ₂z3
Y=Dx+C
ব্যাখ্যা: বৈদ্যুতিক ট্যারিফ বিদ্যুৎकला সংস্থা প্রতি একক ইউনিট (kWh) বৈদ্যুতির উপর যে অর্থ ধার্য করে থাকে, তাকে বৈদ্যুতিক ট্যারিফ বা বৈদ্যুতিক কর বলে। ট্যারিফ নির্ধারণে সাধারণ সমীকরণটি হলো-Y=DX+EZ+C ট্যারিফ চার্জ চারাটি বিষয়ের উপর নির্ভর করে- ১। স্থির খরচ, ২। এনার্জি খরচ, ৩। গ্রাহকবৃন্দের চার্জ, ৪। পুঁজি বিনিয়োগকারীদের চার্জ।
27. চেইন রিয়্যাকশনে কার্যক্ষম নিউট্রন সংখ্যা ও নিয়োজিত নিউট্রন সংখ্যার অনুপাতের মান কত?
1-এর অধিক
1-এর কম
1-এর সমান
1-এর অর্ধেক
ব্যাখ্যা: পর্যায়ক্রমিকভাবে পারমাণবিক জ্বালানির নিউক্লিয়াস বিভাজন বা ফিশন ঘটানোকে চেইন রিয়্যাকশন বলা হয়।
28. প্রেসারাইজড ওয়াটার রিয়্যাক্টরে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে?
UO
UO ₂
CO
CO ₂
ব্যাখ্যা: পারমাণবিক রিয়্যাক্টরে ব্যবহৃত জ্বালানিগুলো হলো- ( ক) ইউরেনিয়াম (U^235, U^238,U^233) (খ) প্লুটোনিয়াম (Pu^239 ) ও (গ) থোরিয়াম (Th^232)।
29. পাওয়ার প্লান্টের মধ্যে বিশেষ ব্যতিক্রমধর্মীভাবে স্থান যাচাই করতে হয় কোনটি?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
বাষ্পবিদ্যুৎ কেন্দ্রের
জ্বালানি সেল কেন্দ্রের
30. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে কেমন?
কম
খুব কম
বেশি
খুব বেশি
ব্যাখ্যা: এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে ১৩ মে ২০০৯ তারিখে একটি 'পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার' বিষয়ক একটি' সমঝোতা স্বাক্ষর, ২১ মে ২০১০ তারিখে 'Framework Agreement এবং ০২ নভেম্বর ২০১১ তারিখে রূপপুরে প্রতিটি আনুমানিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জমতাসম্পন্ন দু ইউনিটবিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। ২০১৩ সালের ১৫ জানুয়ারি নিমণিকার্যাদি সম্পাদনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের Sane Eupon Coul-সরোয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
32. এক কেজি ২৬-কে ফিশন প্রক্রিয়ায় বিভাজন করলে উৎপন্ন শক্তির পরিমাণ আনুমানিক কত?
2.5 x 10^7 kWh
2.5 x 10^5 kWh
25 x 10^13 kWh
25 x 10^15 kWh
33. জ্বালানি খরচ কোনটি?
মিটার রিডিং খরচ
পরিবহন করচ
রক্ষণাবেক্ষণ খরচ
পুনঃস্থাপনের খরচ
34. S.G.R-এ মডারেটরের কাজ করে থাকে কোনটি?
পানি
সোডিয়াম
সোডিয়াম-পটাশিয়াম
গ্রাফাইট
ব্যাখ্যা: চেইন রিয়্যাকশনের ফলে নির্গত দ্রুতগামী নিউটনের গতি মন্থর করাই মডারেটরের কাজ।
35. কন্ট্রোল রডগুলোর অবস্থান কোথায়?
কন্ডেন্সারে
রিয়্যাক্টরে
ফিড পাম্পে
প্রেসারাইজারে
ব্যাখ্যা: পারমাণবিক জ্বালানির চেইন রিয়্যাকশন শুরু করা, চাহিদা মোতাবেক শক্তি উৎপাদন এবং প্রয়োজনবোধে চেইন রিয়্যাকশন বন্ধ করাই কন্ট্রোল রডের কাজ। কন্ট্রোল রড সাধারণত ক্যাডমিয়াম, বোরন এবং হাফনিয়াম ধাতুর তৈরি।
36. জনশূন্য এলাকায় নিম্নোক্ত কোনটি স্থাপন করা উচিত?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
37. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত মূলধন উক্ত প্লান্ট রা কেন্দ্রের ব্যবহৃত বছরগুলোতে উঠিয়ে নিতে হয়, প্রতি বছর সেই মূলধন হতে যে পরিমাণ টাকা উঠানো হয় তা হচ্ছে-
সেলভেজ ভ্যালু
থ্রি-পার্ট টানিফ
বাৎসরিক অবচয়,
টু-পার্ট ট্যারিফ
38. সর্বোচ্চ চাহিদা কোনটি?
সংযুক্ত লোড
পিক লোড
ক্ষণিকের মোট লাভ
বড় লোড
ব্যাখ্যা: পিক লোড (Peak load) : কোনো একট সিস্টেমের দিবারাত্রি যে-কোনো সময় স পরিমাণ উৎপাদনই পিক লোড নামে পরিচিত।
40. ফিশন প্রক্রিয়ায় প্রতি বিভাজনের গড়ে সৃষ্ট নিউট্রনের সংখ্যা প্রায়-
2টি
2.5টি
3টি
3.5টি
ব্যাখ্যা: তারী পরমাণুর নিউক্লিয়াসকে মন্দগামী নিউটনের আঘাতে বিশ্লিষ্ট করে একাধিক নিউক্লিয়াস তৈরি করার পদ্ধতিকে ফিশন বা বিভাজন বলে।