MCQ
41. কোনো বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল 25 বছর হলে 25 বছর হওয়ার পর সেই অকেজো প্ল্যান্টের যে মূল্য, তাকে বলে-
সেলভেজ ভ্যালু
ডিপ্রিশিয়েশন
ব্লক রেট ট্যারিফ
সিংকিং ট্যারিফ পদ্ধতি
42. স্টিম টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়-
20 বৎসর
30 বৎসর
25 বৎসর
35 বৎসর
43. কোন প্ল্যান্ট স্থাপন করতে আন্তর্জাতিকভাবে সমর্থনের প্রয়োজন?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
তাপবিদ্যুৎ কেন্দ্রের
গ্যাস টারবাইন কেন্দ্রের
44. কোনটি স্থির খরচ?
কেন্দ্রের মূলধন
জ্বালানি খরচ
পুঁজি বিনিয়োগ চার্জ
কোনোটিই নয়
45. গড় লোড হচ্ছে-
কিলোওয়াট/ সময় (ঘণ্টা)
উৎপাদিত শক্তি kWh/ সময় (ঘণ্টা)
সংযুক্ত লোড/ সময় (ঘণ্টা)
সর্বোচ্চ চাহিদা সময় (ঘণ্টা)/সময় (ঘণ্টা)
46. রূপপুর পাওয়ার প্লান্ট থেকে কত ভোল্টেজ গ্রিড দিবে?
100kV
11kV
400kV
66kV
47. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
liquid sodium
graphite
beryllium
সবকয়টি
48. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট কবে উৎপাদনে যাবে?
২০২২ সালে
২০২৩ সালে
২০২৪ সালে
২০২৫ সালে
49. The diversity factor is always –
equal to 1
greater than 1
less than 1
none
50. কোনটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ?
ফটোভোল্টাইক
Wind
মার্শাল সেল
Nuclear
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরমাণুর ভাঙনের ফলে উৎপন্ন শক্তি দিয়ে পানিকে বাষ্পে পরিণত করে সেই বাষ্প থেকে তাপ উৎপন্ন করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল লক্ষ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কেন্দ্র।
51. ক্যাচমেন্ট এরিয়া দরকার-
তাপবিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
ওটাইডেল বিদ্যুৎ কেন্দ্রের
ভূগর্ভস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের
52. পাওয়ার প্ল্যান্টের স্থান নির্বাচনে মাটির শক্ততা যাচাই করতে হয়-
কম্পনের জন্য
নিরাপত্তার জন্য
আওয়াজ কমানোর জন্য
পরিদর্শনের জন্য
53. A consumer has to pay lesser fixed charges in--
Flat rate tariff
Two part tariff
Maximum demand tariff
Any of the above
54. আয়ুষ্কাল বিবেচনায় সবচেয়ে দীর্ঘ আয়ুসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র-
স্টিম টারবাইন
কম্বাইন্ড সাইকেল
পানিবিদ্যুৎ
একচক্র কম্বাশন টারবাইন
55. কোন প্ল্যান্ট নির্বাচনে নুড়িপাথরের পর্যাপ্ত বিবেচনা করতে হয়?
জলবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
তাপবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
56. কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আনুমানিক আয়ুষ্কাল বিবেচনা করা হয়-
20 বৎসর
30 বৎসর
25 বৎসর
35 বৎসর
57. What is access to electricity in Bangladesh as of December 2020?
100%
99
90%
none
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: 99.85% electricity privileged people of Bangladesh (2022)
58. জ্বালানি খরচ কোনটি?
মিটার রিডিং খরচ
রক্ষণাবেক্ষণ খরচ
পরিবহন খরচ
পুনঃস্থাপনের খরচ
59. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কালে বিকল্প নদীর প্রয়োজন হয়?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
বাষ্পচালিত কেন্দ্র
60. সর্বোচ্চ চাহিদা হচ্ছে-
সংযুক্ত লোড
ক্ষণিকের মোট লাভ
পিক লোড
বড় লোড