কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
301. নিচের কোনটি লোড বিয়ারিং ওয়াল হিসেবে বিবেচিত হয়?
৫ ইঞ্চি গাঁথুনি
৩ ইঞ্চি গাঁথুনি
১০ ইঞ্চি গাঁথুনি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ৫ ইঞ্চি ও ৩ ইঞ্চি ওয়াল শুধু পার্টিশন ওয়াল হিসেবে ব্যবহার করা হয়। ১০ ইঞ্চি ওয়াল লোড বিয়ারিং ওয়াল হিসেবে নির্মাণ করা হয়।
302. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
303. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
ব্যাখ্যা: (i) ফ্লোটিং পাইল: যে পাইল পানিতে ভাসমান থেকে লোড
স্থানান্তর করে।
(ii) ফ্রিকশন পাইল: কাদা বা আলগা নরম মাটিতে স্ক্রিন ফ্রিকশনের মাধ্যমে যে পাইল লোড স্থানান্তর করে। (iii) ব্যাটার পাইল: তীর্যক বল প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা তীর্যকভাবে যে পাইল বসানো হয়, তাকে ব্যাটার পাইল বলে।
(iv) বিয়ারিং পাইল: যে পাইল নরম মাটির বা পানির মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে কাঠামোর লোডকে স্থানান্তর করে, তাকে বিয়ারিং পাইল বলা হয়।
304. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো-বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং
স্লাইডিং
ব্যাখ্যা: কক্ষের মধ্যে একই সঙ্গে বায়ু চলাচল ও গোপনীয়তা রক্ষা করার জন্য যে ডোর ব্যবহার করা হয়, তাকে লুভার্ড ডোর বলে।
305. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
ব্যাখ্যা: অগভীর ভিত্তি চার প্রকার-
(i) স্প্রেড ফুটিং (Spread footing)
(ii) কম্বাইন্ড বা যুক্ত ফুটিং (Combained footing)
(iii) স্ট্রাপ বা ক্যান্টিলিভার (Strap footing)
(iv) ম্যাট বা র্যাফট ফুটিং (Mat বা Raft food)
306. ভাইব্রেটর কোনটি?
টিলটিং মিক্সচার মেশিন
হ্যান্ড কম্পাকশন
সারফেস টেবিল
ভাইব্রেটর টেবিল
ব্যাখ্যা: টিলটিং মিক্সচার মেশিন কংক্রিট মিশ্রণের জন্য ব্যবহৃত একটি মিক্সচার মেশিন।
307. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
308. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
309. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র্যাফট ফুটিং
ব্যাখ্যা: অফসেট ফুটিং, ওয়াল ফুটিং, আর সিসি ফুটিং, স্টাপ ফুটিং সমূহের বেজকে ধাপে ধাপে চওড়া করে কাঠামোর ভর বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেয় যা স্প্রেড ফুটিং-এর অন্তর্ভুক্ত।ম্যাট বা র্যাফট ফুটিং কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রেফলকে আবৃত করে কাঠামোর সব দেওয়াল বা কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে, তাকে র্যাফট ফুটিং বলে।
310. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
311. কংক্রিট দ্রুত বহন করতে ব্যবহার করা হয়
ক্রেন
ট্রাক
বেল্ট কনভেয়র
ট্রিপার
ব্যাখ্যা: কংক্রিটকে একস্থান হতে অন্যস্থানে বহন করার জন্য বেল্ট কনভেয়র দ্রুততম মাধ্যম। কারণ বৈদ্যুতিক মাধ্যমে বেল্টের মাধ্যমে কোনো জনবল ছাড়াই কংক্রিট স্থানান্তর করা যায়।
312. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
313. স্ট্রাইপ ফুটিং ব্যবহার করা হয়-
পায়ারে
কলামে
দেয়ালে
দেয়াল ও কলাম উভয়ে
ব্যাখ্যা: স্ট্রাইপ ফুটিং ওয়ালের জন্য ব্যবহৃত হয়, তাই তাকে স্ট্রাইপ ফুটিং বলে।
314. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
315. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
১২'
১১'
১০'
৮'-৬"
ব্যাখ্যা: বিংশ শতাব্দীর শেষদিক হতে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত Apartment Floor-এর উচ্চতা (বসতবাড়ি) ৯'-১০' রাখা হয়। তবে বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ভবনে এটি আরো বেশি হতে পারে।
316. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে-
বোরিং
অ্যাগার বোরিং
কোর ড্রিলিং
ওপেন ট্রায়াল পিট
ব্যাখ্যা: ওপেন ট্রায়াল পিটঃ যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে তাকে ওপেন ট্রায়াল পিট বলে।
317. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য
ব্যাখ্যা: যুক্ত ফুটিং প্রদান করা হয়
(i) দুটি কলাম খুব কাছাকাছি এবং ওভার ল্যাপ করলে।
(ii) মাটির ভারবহন ক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে।
(iii) যখন কলাম প্রান্ত সীমানা রেখায় পড়ার ফলে ফুটিং বর্ধিত করার সুযোগ না থাকে।
318. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
ব্যাখ্যা: পাইলের দৈর্ঘ্য অনুযায়ী পাইলের ব্যাস আকার- 10m দৈর্ঘ্যের জন্য ব্যাস = 35cm
(10-15m) দৈর্ঘ্যর জন্য ব্যাস = 40cm
12m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 30×30cm 15m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 36×36cm
18m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার = 40 x 40cm
21m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 46 x 46cm
319. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
ব্যাখ্যা: ভার্টিক্যাল শিটিং: এই পদ্ধতিতে নরম মাটিতে ১০ মি গভীরতার জন্য করা হয়। এটা বক্স শিটিং পদ্ধতির অনুরূপ। এক্ষেত্রে খনন কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হয় এবং শেষে একটি অফসেট প্রদান করা হয়।
320. কংক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট (Water-cement) অনুপাত বেশি হলে কী ঘটবে?
দ্রুত জমাট বাঁধবে
শক্তি (Strength) কম হবে
স্থায়িত্ব (Durability) বাড়বে
শক্তি (Strength) বেশি হবে
ব্যাখ্যা: ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে কংক্রিটের শক্তি কমে যায় কিন্তু কংক্রিটের কার্যোপযোগিতা বৃদ্ধি পায়।