EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
481. ট্রাভার্স বা ঘের কত প্রকার? [BBA-20]
দুই প্রকার de [BBA-20]
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
ব্যাখ্যা: ট্রাভার্স বা ঘের প্রধানত দুই প্রকার; যথা- (i) বদ্ধ ঘের (ii) খোলা ঘের।
482. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পশ্চাৎ বিয়ারিং কত? [LGED-19]
220°
310°
30°
50°
483. যে Survey দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তার নাম-(MOCA-19]
Plane table
Contour map
Reciprocal levelling
কোনোটিই নয়
484. রেলপথে ব্যবহৃত হয়- [BBA-19]
স্পাইরাল বাঁক
যৌগিক বাঁক
লেমনিস্কেট অব বার্নোলি বাঁক
ত্রিমাত্রিক অধিবৃত্ত বাঁক
ব্যাখ্যা:
485. একটি ষড়ভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি হবে- [DM-19]
360° 1
720°
080°
180°
ব্যাখ্যা: একটি কোণ = (2n-4) 6×90° (2×6-4) = 6 ×90° = 120° .. মোট কোণ = 120°×6 = 720° (Ans.)
486. প্রথম স্পর্শককে বলা হয়-[BBA-19]
রিয়ার ট্যানজেন্ট
রিয়ার স্পর্শক
ফরোয়ার্ড স্পর্শক
সবগুলোই
ব্যাখ্যা: বাঁক সংস্থাপন করার সময় প্রথম স্পর্শক বিন্দু যে রেখায় ছেদ করে সে রেখাকে রিয়ার ট্যানজেন্ট বা ব্যাক ট্যানজেন্ট বলে।
487. জরিপ কাজে কন্টুর (Contour) ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য?(PWD-04, BBA-201 )
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
488. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে? (LGED-191)
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
ব্যাখ্যা: এখানে, RF = 1: 10,000 জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার। মানচিত্রের মাপ হবে = 500 x 1/ 10,000 = 0.05 মিটার= 5 সেমি
489. Optical Square নিচের কোন Angle Measure-এর জন্য ব্যবহার হয়?- [HED-19]
Refraction
Reflection
Double refraction
Double reflection
490. বিষুব রেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং- এর পার্থক্য-[BGDCL-17, LGED-19]
90°
180°
360°
ব্যাখ্যা: এখানে, AB রেখার সম্মুখ বিয়ারিং হলে পশ্চাৎ বিয়ারিং হবে * + 180°। তাই সহজেই বলা যায়, পশ্চাৎ ও সম্মুখ বিয়ারিং- এর পার্থক্য হবে 180°।
491. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
103.5m
104.9m
96.5m
98.6m
ব্যাখ্যা: ব্যাখ্যা: RL of B = RL of A + Staff 'A' - Staff 'B" 100+3.5-4.90-98.6m
492. কোন জরিপে একই সাথে মাঠের কাজ ও নকশায়ন সম্পন্ন হয়? [DM-19]
কম্পাস জরিপ প্লেন
শিকল জরিপ
টেবিল জরিপ
থিওডোলাইট
ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপে মাঠের কাজ এবং নকশা এক সাথে করা হয়।
493. Gunter's chain-এ কত শিকলে ১ মাইল হয়? [R&H-06, MODMR-06, LGED-19)
৭০ শিকল
৮০ শিকল
১০০ শিকল
৫০ শিকল
ব্যাখ্যা: গান্টার শিকলে ১ মাইল = ৮০ শিকল এবং ১ ফার্লং = ১০ শিকল।
494. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?[DM-19, BB-201
360°
270°
90°
180°
ব্যাখ্যা: ট্রানজিট থিওডোলাইটের সাহায্যে যে মানের উল্লম্ব কোণ পরিমাপ করা যায়। এটি অনুভূমিক অক্ষের সাপেক্ষে পূর্ণবৃত্ত বা 360° পর্যন্ত ঘূর্ণন সম্পন্ন করতে পারে। তাই এর সাহায্যে 360° পর্যন্ত কোণ পরিমাপ করা যায়।
495. Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি-(MOCA-19]
জলাশয়
পাহাড়ের চূড়া
সমভূমি
কোনোটিই নয়
ব্যাখ্যা: Contour-এর মান ভিতরে বেশি ও বাহিরে কম হলে এবং Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি পাহাড়ের চূড়া। -AD Contour-এর মান ভিতরে কম ও বাহিরে বেশি হলে জলাশয় বুঝায়। সমোন্নতি রেখা পর্বত শীর্ষের কাছাকাছি থাকলে খাড়াই বা পাহাড়ের চূড়া নির্দেশ করে।
496. ২০ মি. চেইনে সর্বোচ্চ tolerance কত? [MOLE-19]
= ± ২ মিমি
= ± ৩ মিমি
= ± ৫ মিমি
= ± ৮ মিমি
ব্যাখ্যা: ৫ মিটার চেইন = ৩ মিমি ১০ মিটার চেইন = ৩ মিমি ২০ মিটার চেইন = ৫ মিমি ৩০ মিটার চেইন = ± ৮ মিমি
497. অপটিক্যাল স্কয়ারে দুটি আয়না পরস্পরের সাথে কত কোণে উল্লম্ব তলে স্থাপিত থাকে?
45°
90°
180°
35°
498. 347°-এর Reduced Bearing কত? [DM-2019][MOEF-19]
13°EN
77°SE
13°NW
77°SW
ব্যাখ্যা: R.B = 360-WCB = 360-347°= 13°NW
499. বার বার ক্ল্যাম্প করে পাঠ নিলে যে ত্রুটি দূর হয়- (BBA-19]
আনুভূমিক অক্ষের ত্রুটি
দাগাঙ্কনজনিত ত্রুটি
উপকেন্দ্রিক ত্রুটি
তার কাটাজনিত ত্রুটি
ব্যাখ্যা: বার বার যন্ত্রের ক্ল্যাম্প করলে কলিমেশন রেখার আনুভূমিক অক্ষের সমন্বয় সঠিক থাকবে না, যার কারণে অক্ষের ত্রুটি দেখা যাবে।
500. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত -12 হয়? -[HED-19]
Direct Method
Square Method
Cross-section Method
Tachometric Method
ব্যাখ্যা: পাহাড়ি এলাকায় Contouring-এর জন্য Tachometric Method ব্যবহার করা হয়। কারণ এর মাধ্যমে অনুভূমিক দূরত্ব ও কোণ নির্ণয় করা যায়।