সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
521. Substance bar কেন ব্যবহার করা হয়? [BGFCL-21]
লম্ব দূরত্ব মাপতে
ডিসপ্লেসমেন্ট মাপতে
আনুভূমিক দূরত্ব মাপতে
ঢাল মাপতে
কোনোটিই নয়
ব্যাখ্যা: Substance bar-এর সাহায্যে প্রধান আনুভূমিক দূরত্ব মাপা হয়।
এর সাহায্যে 200m পর্যন্ত ছোট দূরত্ব মাপা হয়।
522. বদ্ধ ঘেরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি- [DMLC-21]
2টি
3টি
4টি
5টি
523. বদ্ধ ঘেরের বহিঃস্থ কোণের সমষ্টি-
(2n-4)
(n-2)
(n+2)
(2n + 4)
524. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Contouring-এর ডাইরেক্ট পদ্ধতিটি ছোট এলাকার কন্টুর নকশা তৈরীকরণের জন্য উপযোগী। এ
পদ্ধতিতে কন্টুর রেখার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তবে এটা ধীরগতির বিরক্তিকর পদ্ধতি। এতে
প্রথমে লেভেল যন্ত্রের সাহায্যে একই আরএল বিশিষ্ট বিন্দুগুলো চিহ্নিত করতে হয় এবং পরে প্লেন টেবিল,
থিওডোলাইট পদ্ধতিতে চিহ্নিত বিন্দুগুলো নকশায় উঠাতে হয়। এজন্য সময় বেশি লাগে।
525. ৬৫। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-(DM-19)
সমতল ভূমি
অধিত্যকা
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ধারাবাহিক বন্ধ কটুর রেখাগুলোর যদি ভিতরের দিকের কন্টুর মান অধিক হয় তবে পাহাড় বা টিলা
নির্দেশ করে। সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি সমতল নির্দেশ করে। সরল, সমান্তরাল ওসমদূরত্বে
অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
526. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
ব্যাখ্যা: ত্রিমাত্রিক জরিপই মূলত থিওডোলাইট জরিপ। এটি একটি কৌণিক জরিপ। থিওডোলাইট জরিপের সাহায্যে ত্রিভুজ বা বহুভূজগুলোর প্রত্যেকটি কোণ মাপা হয়।
527. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
528. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং মেথড ব্যবহৃত হয়?[BGFCL-21]
রুরাল
আরবান
ক্যাডাস্ট্রাল
আইসোলেটেড
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে জরিপের সাহায্যে এককে বারে রুট লেভেলে কোন এলাকার মৌজা/গ্রাম জমিগুলো দাগে দাগে মেপে নকশা প্রণয়ন, মালিকানা ও স্বত্ব নিরূপণ জমির প্রকার নির্ধারণ, খাজনা ধার্যকরণ ইত্যাদি করা হয়, তাকে কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলে।
529. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
530. বৃত্তাকার বাঁক কত প্রকার? [BBA-19; BSCIC-19]
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বৃত্তাকার বাঁক তিন প্রকার- 1. Simple curve, 2. Compound curve, 3. Reverse curve.
531. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
ব্যাখ্যা: পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য স্থাপন করা হয়- প্রকৌশল জরিপ।
532. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
533. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
534. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
535. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
536. দীর্ঘ জ্যা থেকে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়-[BBA-19]
প্রধান রেলপথে
শাখা রেলপথে
রোড কার্ডে
গুরুত্বপূর্ণ সড়কে
ব্যাখ্যা: ব্যাখ্যা: দীর্ঘ জ্যা-এর মধ্যবিন্দু হতে উভয় পার্শ্বে সমদূরত্বে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়ে থাকে।
এটি সাধারণত রোড কার্ডের জন্য করা হয়।
537. ৬৬। Isometric projection-এ বেইস লাইনের সাথে যে কোণে কোনো বস্তু অঙ্কন করা হয়-(DM-19)
60° কোণে
45° কোণে
180° কোণে
120° কোণে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Isometric projection সাধারণত 30° কোণে বেস লাইনের সাথে থাকে এবং অভ্যন্তরীণ কোণ 120°
হয়ে থাকে। কোনো কোনো View-এ 45° এবং 60° ও থাকে, তবে প্রচলিত কোণ 30°। সেক্ষেত্রে (ক) ও (খ) এর
মধ্যে যে-কোনো একটি উত্তর হতে পারে।
538. ভূ-আলোকচিত্র জরিপের ধাপ কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: -আলোকচিত্র জরিপে সরজমিনে তিনটি কার্যাদি সম্পন্ন হয়- ১। পর্যবেক্ষণ জরিপ, ২। ত্রিভুজায়ন, ৩। ক্যামেরার কাজ।
539. ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? [DMLC-21]
0.66 ft
ft 1
20cm
25cm
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ারিং শিকল বা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য 100ft যা সমান 100 ভাগে বিভক্ত। অর্থাৎ প্রতি লিংকের দৈর্ঘ্য 1ft। প্রশ্নে প্রতি লিংক শব্দটি নেই। গান্টার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.66 ft মিটার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.20 m, 0.30 m
540. গান্টার্স শিকলের দৈর্ঘ্য-[BB-21]
33ft
44ft
55ft
66ft