মুক্তিযুদ্ধ MCQ
1. যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
2. বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি?
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
যুদ্ধাপরাধীদের বিচার
সমুদ্রসীমা বিজয়
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি
3. বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কী?
যশোর
কুমিল্লা
ঢাকা
ময়মনসিংহ
4. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ভয়েস অব লিবার্টি
ওরা ১১ জন
দ্য স্পিচ
স্টপ জেনোসাইড
5. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়-
২ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
৪ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: ৩ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ এবং 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় ৩ মার্চ ১৯৭১।
6. কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
লন্ডন
নিউইয়ার্ক
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
Job Preparation
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
upsc
Civil jobs bd
BADC-2020 question solution
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে ' Concert for Bangladesh'এর আয়োজন করা হয়।
জর্জ হ্যারিসন এর ব্যান্ড দলের নাম ছিল, বিটলস (১৯৬০ সালে) প্রতিষ্ঠিত।
7. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় করে প্রদান করে?
২১ জানুয়ারি, ২০১৩
২৩ জানুয়ারি, ২০১৩
২৫ জানুয়ারি, ২০১৩
২৭ জানুয়ারি, ২০১৩
8. বাংলাদেশে গঠিত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
9. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
রুনা লাইলা
বাপ্পী লাহিড়ী
মার্ক এন্থনি
জর্জ হ্যারিসন
Job Preparation
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
upsc
Civil jobs bd
BADC-2020 question solution
ব্যাখ্যা: পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে Concert for Bangladesh' এর আয়োজন করা হয়। পন্ডিত রবিশঙ্করের আহবানে জর্জ হ্যারিসন এই কনসার্টে যোগ দেন। কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।
10. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৭৩ সালে
১৯৭৫ সালে
11. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্ত নৌ-বহর পাঠিয়েছিল?
ফ্রান্স
চীন
সোভিয়েত ইউনিয়ন
মার্কিন যুক্তরাষ্ট্র
12. কত সালে 'বঙ্গভঙ্গ' রদ করা হয়?
১৯০৫
১৯১৯
১৯১১
১৯০৬
13. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
‘কাদো নদী কাদো’
‘নেকড়ে অরণ্য’
‘রাঙা প্রভাত’
‘প্রদোষে প্রাকৃতজন’
14. কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয়েছিল?
২৫ মার্চ, ২০১০
১৫ নভেম্বর, ২০১০
৭ নভেম্বর, ২০১০
১ সেপ্টেম্বর, ২০১০
15. 'শহিদ জননী' নামে কে বেশি পরিচিত?
রাজিয়া মাহবুব
বেগম সুফিয়া কামাল
জাহানারা ইমাম
বেগম নুসরাত জাহান
16. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
৬ নম্বর
৭ নম্বর
৮ নম্বর
৯ নম্বর
ব্যাখ্যা: ৮ নম্বর (যশোর)।
17. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
যুক্তরাজ্য
পূর্ব জার্মানী
স্পেন
ইতালি
18. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
১ নম্বর
৫ নম্বর
৮ নম্বর
১০ নম্বর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা। তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
19. 'বাংলার মুক্তিসনদ' নামে পরিচিত কোনটি?
৬ দফা
৭ মার্চের ভাষণ
লাহোর প্রস্তাব
কোনটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ছয়দফা কর্মসূচীর ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়।
20. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
মোহাম্মদ সোলায়মান
আব্দুল খালেক
মাহবুব উদ্দিন আহমেদ
শৈলেন্দ্র কিশোর চৌধুরী