জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
141. বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ঘোড়াশালে
কাপ্তাই-এ
আশুগঞ্জে
রাউজানে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৮টি ইউনিটের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1690MW দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্ড- পায়রা তাপবিদ্যু কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালি (নির্মাণধান)।
142. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম-
গ্যাস পাওয়ার প্ল্যান্টে
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
হাইড্রো-পাওয়ার প্ল্যান্টে
বায়ুশক্তি পাওয়ার প্ল্যান্টে
143. নিচের কোনটি প্রাইম মুভার নয়?
ইঞ্জিন
মোটর
টারবাইন
ওয়াটার টারবাইন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাইম মুভারকে ঘুরানো হয়- স্টিম টারবাইন, গ্যাস টারবাইন, ডিজেল ইঞ্জিন, উইন্ড টারবাইন, ওয়াটার টারবাইন দ্বারা।
144. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
কক্সবাজারে
রাউজানে
রাঙামাটিতে
চট্টগ্রাম সদরে
145. গ্যাস টারবাইনে কম্প্রেশনের অনুপাত-
8:1
11:15
16:20
21:30
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাতাস ও জ্বালানি = 60:1
146. নিচের কোনটি গ্যাস সাইকেল নয়?
অটো সাইকেল
ডিজেল সাইকেল
টপিং সাইকেল
টারবাইন সাইকেল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্যাস পাওয়ার সাইকেলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- (1) স্পার্ক ইগনিশন সাইকেল, (ii) কম্প্রেশন ইগনিশন সাইকেল ও (iii) গ্যাস টারবাইন সাইকেল।
147. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে-
কয়লা
বায়ুপ্রবাহ
প্রাকৃতিক গ্যাস
আণবিক শক্তি
148. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি 100 মেগাওয়াটের জন্য প্রতি ঘণ্টায় বাষ্পের প্রয়োজন-
9,00,000 কেজি
7,00,000 কেজি
8,00.000 কেজি
5,00,000 কেজি
149. স্টিম প্রাইম মুভার কাজ করে-
তাপবিদ্যুৎ কেন্দ্রে
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রে
পানিবিদ্যুৎ কেন্দ্রে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিম জেনারেটরের কাজ হলো- জ্বালানির তাপে পানিকে বাষ্পে পরিণত করা এবং এ বাষ্প দ্বারা ইলেকট্রো জেনারেটর সংযুক্ত স্টিম টারবাইনকে ঘূর্ণনগতি প্রধান করে বিদ্যুৎ শক্তি.উৎপন্ন করা।
150. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
2800 টন তেলের সমান
1700 টন তেলের সমান
4500 টন তেলের সমান
3200 টন তেলের সমান
151. প্রাকৃতিক গ্যাসের মধ্যে ইথেনের পরিমাণ-
শতকরা 10 ভাগ
শতকরা 15 ভাগ
শতকরা 16 ভাগ
শতকরা 13 ভাগ
152. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
2-4 মাইল
6-7 মাইল
3-6 মাইল
1-3 মাইল
153. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা-
3টি
4টি
5 টি
7 টি
154. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত-
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
155. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
রূপসা নদীতে
শংখ নদীতে
মহুরী নদীতে
কর্ণফুলি নদীতে
156. নিচের কোনটি ভেপার পাওয়ার সাইকেল নয়?
র্যাংকিন সাইকেল
রিহিট সাইকেল
অটো সাইকেল
টপিং সাইকেল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেপার পাওয়ার সাইকেলকে পাঁচভাগে ভাগ করা যায়। যথা- (i) ব্যাংকিং সাইকেল, (ii) রিহিট সাইকেল, (iii) রিজেনারেটিভ সাইকেল, (iv) বাইনারি সাইকেল ও (v) টপিং সাইকেল।
157. বেস লোড প্ল্যান্টের উদাহরণ হলো-
রান অফ রিভার প্ল্যান্ট
পাম্পড স্টোরেজ প্ল্যান্ট
লো-হেড প্ল্যান্ট
উচ্চ হেডের প্ল্যান্ট
158. বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এল.ডি.সি. অবস্থিত-
ঢাকা
আশুগঞ্জ
চট্টগ্রাম
সিদ্ধিরগঞ্জ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: আফতাব নগর, ঢাকা
159. প্রাকৃতিক গ্যাসের মধ্যে হাইড্রোকার্বনের পরিমাণ-
শতকরা 4 ভাগ
শতকরা 1 ভাগ
শতকরা 3 ভাগ
শতকরা 5 ভাগ
160. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র যে নদীর তীরে অবস্থিত তার নাম-
কর্ণফুলি
পশুর
মহেশখালী
চন্দ্রঘোনা