EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
241. বিসিডি কোডে বিটের সংখ্যা-
২টি
৪টি
৮টি
১৬টি
ব্যাখ্যা: BCD শব্দের অর্থ বাইনারি কোডেড ডেসিমেল। এটিকে 8421 কোডও বলা হয়। যে ডেসিমেল সংখ্যার BCD কোড নির্ণয় করতে হবে তার প্রত্যেকটি অঙ্ককে চার বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়।
242. RAM কথাটি হলো-
Red Access Memory
Random Access Memory
Random Access Multiplexer
কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: RAM হলো মেইন মেমরির অংশবিশেষ। RAM- এর অর্থ হলো Random Access Memory। এটি একটি অস্থায়ী মেমরি। ইনপুট ডিভাইস হতে আগত সমস্ত তথ্য বা ডাটা সর্বপ্রথম RAM-এ জমা হয়। RAM-এ যে-কোনো ধরনের তথ্য বা ডাটা সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করা যায়।
243. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: প্রধান মেমরি সাধারণত RAM এবং ROM দিয়ে তৈরি, যা কম্পিউটারের CPU-এর ভিতরে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
244. পঞ্চম প্রজন্ম কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
বৃহৎ সহায়ক স্মৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তা
প্যারালাল প্রসেসিং
বহনযোগ্যতা
ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তিকরে ৫ম প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয়েছে, যাতে Parallel processing and superconductor ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তবে পরিণত করতে সহায়তা করে।
246. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: সুপার কম্পিউটার হলো সর্বাধিক শক্তিশালী, সর্বোচ্চ দ্রুতগতিসম্পন্ন ও অত্যন্ত ব্যয়বহুল একটি কম্পিউটার। এটি কোনো একটি বিশেষ কাজের জন্য তৈরি করা হয়।
247. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?
জর্জ বুল
প্যাস্কেল
নিউটন
এডা আগাস্টা
ব্যাখ্যা: যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
248. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
ব্যাখ্যা: দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন উভয় ইনপুটই শূন্য হয়।
249. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
ব্যাখ্যা: পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয় অ্যাডা লাভলেসকে।
251. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
প্রিন্টার
মাউস
মডেম
প্লটার
ব্যাখ্যা: মডেম শব্দটি Modulator-এর 'Mo' এবং Demodulator-এর 'dem' থেকে এসেছে। এককথায় যে যন্ত্র বা ডিভাইস অন্য কোনো সিস্টেম বা কম্পিউটারকে Internet-এর সাথে যুক্ত করে তাকে মডেম বলে।
252. বাইনারি 10000-কে ২-এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
00001
01111
11111
10000
ব্যাখ্যা: 10000- এর 1' s কমপ্লিমেন্ট = 01111 .. এর 2's কমপ্লিমেন্ট = 01111 +1 = 10000
253. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
MAN
LAN
CAN
WAN
ব্যাখ্যা: কম্পিউটার নেটওয়ার্ক ৪ প্রকার, যথা- (i) LAN, (ii) PAN, (iii) MAN, (iv) WAN.
254. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
ব্যাখ্যা: আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যা মূলত তৈরি হয়। বিভিন্ন ইলেকট্রনিক উপাদান দিয়ে, যেমন- রেজিস্টর, ক্যাপাসিটর ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
255. কোনটি আলফানিউমেরিক কোড?
হেক্সাডেসিমেল
বিসিডি
অকট্যাল
এসকি
ব্যাখ্যা: আলফানিউমেরিক কোড (0-9, A-Z, a-z ! @ # % ^ f * +- ( )..) ইত্যাদি বর্ণের দ্বারা গঠিত কোড। এই কোডকে প্রিন্টেবল কোডও বলা হয়। মানুষের তথ্য ও যোগাযোগের উন্নয়নের জন্য এই কোড সাজানো হয়েছে।
258. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
কম
বেশি
সমান
কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: Primary memory-তে ডাটা ধারণক্ষমতা স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে, যেমন- RAM, ROM, Auxiliary memory মেমরিতে ডাটা স্থায়ীভাবে ধারণ করে, যেমন- CD, Hard disk, Pen drive etc. Primary memory-এর Speed auxiliary memory-এর চেয়ে বেশি।
259. এক কিলোবাইটে বিটের সংখ্যা-
১০০টি
১০২৪টি
১০০০টি
১০০০ × ৮টি
ব্যাখ্যা: : ৮টি বিটকে এক বাইট বলা হয়, যেমন- ৮ বিট = ১ বাইট ১০২৪ বাইট = ১ কিলোবাইট ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট ১. ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট।
260. কোনটি ইউনিভার্সাল যুক্তি গেইট?
এন্ড গেইট
ন্যান্ড গেইট
নট গেইট
এক্স-অর গেইট
ব্যাখ্যা: যে-সকল লজিক গেইট-এর সাহায্যে মৌলিক গেইট তিনটির অপারেশন সমাধান করা যায়, তাকে ইউনিভার্সাল লজিক গেইট বলে। ইউনিভার্সাল লজিক গেইট ২ প্রকার- NAND gate and NOR gate |