EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
222. বাইনারি 10000-কে ২-এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
00001
01111
11111
10000
ব্যাখ্যা: 10000- এর 1' s কমপ্লিমেন্ট = 01111 .. এর 2's কমপ্লিমেন্ট = 01111 +1 = 10000
225. 1+1+1-এর বাইনারি যোগফল-
111
10
11
110
ব্যাখ্যা: 1 + 1 + 1 - এর যোগফল, প্রথমে 1+1 যোগ করলে 10 হয়, 10 পরে, +1/11
227. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
ব্যাখ্যা: ক্যাশ মেমরি : প্রধান মেমরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর ও প্রধান মেমরির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমরি বলে।
228. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
ব্যাখ্যা: দুই ইনপুটবিশিষ্ট NAND gate-এর Output '0' হবে যখন সমূহের input- দুটিই হাই (1) হবে।
229. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
NAND
OR
NOR
231. বাইনারি সংখ্যা 10100111-এর 1's কমপ্লিমেন্ট কত?
101010
01011000
0111111
10111000
ব্যাখ্যা: 10100111 এর 1's complement = 01011000
232. নিচের Boolean equation-এর কোনটি সত্য?
A.1 = A
A.1 = 1
A.1 = 0
কোনোটাই সত্য নয়
ব্যাখ্যা: if, A = 0 .: A. 1 এবং, if A = 1 A.1 = 1.1 = 1 = A 0.1 = 0 = A
233. একটি AND গেইটের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
সবগুলো ইনপুট LOW হলে আউটপুট HIGH হবে
সবগুলো ইনপুট HIGH হলে আউটপুট HIGH হবে
সবগুলো ইনপুট HIGH হলে আউটপুট LOW হবে
কোনোটিই নয়
234. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
NAND
NOR
OR
235. কোন অক্ষরটি হেক্সাডেসিমেল গণনা পদ্ধতির একটি অঙ্ক নির্দেশ করে?
F
G
H
K
ব্যাখ্যা: হেক্সডেসিমেল সংখ্যা= 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F
238. 01100100 সংখ্যাটির 2's কমপ্লিমেন্ট কত?
10011100
1100010
11111100
100011
ব্যাখ্যা: 01100100 সংখ্যাটির 2's complement = 10011011+1 = 10011100
239. তথ্যে বা সংখ্যায় ভুল নির্ণয় করার জন্য কোন কোড ব্যবহৃত হয়?
বাইনারি কোড
BCD কোড
Hamming কোড
Excess-3 কোড
ব্যাখ্যা: Hamming code is a set of error-correction codes that can be used to detect and correct the errors that can occur when the data is moved or stored from the sender the receiver. It is technique developed by R.W. Hamming for error correction.