MCQ
2441. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যাায়-
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। অক্সিজেন বা অম্লজান একটি রাসায়নিক মৌল, এর প্রতীক ০ ও পারমাণবিক সংখ্যা ৮।
2442. . I would rather starve... beg.
than
to
and
on
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: 'বরং এটা করব তবু ওটা করব না' 'এমন অর্থ প্রকাশ করতে would rather ব্যবহৃত হয়। I would rather starve than beg ভিক্ষা করার চাইতে আমি বরং উপোস থাকবো।
2443. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিমি.?
100
0.01
1.00
120
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ধরি, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মি.
এবং পরিসীমা = 4a মি.
শর্তমতে, 4a = 400:
a = 100 মি
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a²
= (100)2
= 10000 বর্গ মি.
=10000 / 1000 × 1000 বর্গ কি.মি.
= 1/100 বর্গ কি.মি.
= 0.01 বর্গ কি.মি.
2444. ০ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে A বিন্দুতে স্পর্শক AB এবং ∠AOB = 60 হলে ∠ABO = কত?
30
45
35
65
2445. উয়ারী বটেশ্বর কী কারণে আলোচিত?
বাণিজ্য কেন্দ্র
প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র
বাণিজ্য সম্পদ প্রাপ্তি
সাহিত্য চর্চা কেন্দ্র
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কারণে আলোচিত। উয়ারী-বটেশ্বর ২০০০ সালে প্রত্নতাত্তিক খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ আবিষ্কারের কারণে আলোচনায় এসেছে। এ স্থানটি > নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত।
2446. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?
রৈখিক গতি
পর্যায়বৃত্ত গতি
স্পন্দন গতি
উপবৃত্তাকার গতি
2447. মনের ভাব প্রকাশের প্রধান বাহন-
চিত্র
ভাষা
আচরণ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইঙ্গিত
2448. log10x হলে x এর মান কত?
0.1
0.01
1/10000
0.001
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: log10x = -1⇒ x =10¹ ⇒x=1/10
x = 0.1,
2449. যুগ সন্ধিক্ষণের কবি কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.
মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের' কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
2450. গাছ থেকে আমটি মাটিতে পড়ল। এটি কোন ধরনের বলের উদাহরণ?
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লীয় বল
মহাকর্ষ বল
2451. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম-
পথের দাবী
পল্লী সমাজ
শ্রীকান্ত
গোরা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ১৯১০ সালে রচিত 'গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রাহ্মসমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারীমুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত।
2452. What kind of noun of 'man'?
Proper
Common
Material
Collevtive
2453. 'বাংলার মুক্তিসনদ' নামে পরিচিত কোনটি?
৬ দফা
৭ মার্চের ভাষণ
লাহোর প্রস্তাব
কোনটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ছয়দফা কর্মসূচীর ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়।
2454. একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। কিন্তু লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি03/4 হয়। ভগ্নাংশটি কত?
5/7
7/9
3/4
4/5
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ধরি, ভগ্নাংশটির লব = x
হর = y
প্রশ্নমতে, x-1 /y-1= 2/3
⇒ 3x-3=2y-2
⇒3x= 2y-2+3
⇒3x = 2y +1
⇒x= 2y +1 / 3……..(i)
আবার, x+1/ y+ 1=3/4
⇒ 4x + 4 = 3y +3
⇒4(2y+1/3)+ 4=3y+3
⇒8y+4+12= 9y+9
⇒ 8y-9y= 9-4-12
⇒-y=-7
(i) ⇒x=2.7+1 /3 = 15/3=5
ভগ্নাংশটি = 5/7
2455. ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ?
অপরাহ্ন
অপরান্ন
অপরাহ্ণ
অপরান্ন
2456. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কৃত তারিখে শুরু হয়?
৭ এপ্রিল, ১৯৭২,
১০ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭৩
১০ এপ্রিল, ১৯৭৩
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে।
2457. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস্য?
তেল
গ্যাস
কয়লা
সমুদ্রের ঢেউ
2458. BRICS এর সদর দপ্তর কোথায়?
সাংহাই
কাঠমুন্ডু
জেনেভা
ঢাকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: [নোটঃ BRICS এর কোন সদর দপ্তর নেই।]
2459. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?
১/২
২/৩
৩/৪
১
2460. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
বাসেল, সুইজারল্যান্ড
ব্রাসেলস, বেলজিয়াম
জেনেভা, সুইজারল্যান্ড
ব্রাসিলিয়া, ব্রাজিল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (IOM) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।