MCQ
241. যে বিমের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধাদরণ বিম
ঝুলন্ত বিম
242. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Elongated
angular
rounded
সবগুলি
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
construction process mcq
ব্যাখ্যা: Workability (কার্যোপযোগিতা)-এর অর্থ সিমেন্ট paste- এর সাথে ভালোভাবে মিশ্রণ তৈরি করা এটি rounded shape aggregate ভালো করে, কারণ এটি engular এবং elongated-এর তুলনায় কম পরিমাণে ঘর্ষণ বাধা উৎপন্ন করে।
উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কোন ধরনের aggregate ব্যবহার করলে Workability ভালো পাওয়া যায় rounded.
2. পরোক্ষভাবে concrete এর workability নির্ণয় করা হয় কোনটির সাহায্যে -slump test.
3. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability কম পাওয়া যায় - angular.
4. কোন ধরনের aggregate ব্যবহার করলে strength বেশি পাওয়া যায় - angular.
243. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
construction process mcq
ব্যাখ্যা: কংক্রিটের উপাদানসমূহ পৃথক হয়ে যাওয়াকে segregation বা বিযুক্তিকরণ বলে। দীর্ঘস্থায়ী লোডের ফলে স্ট্রকচারের যে বিচ্যুতি হয় তাকে creeping বলে।
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Concrete placing & compacting এর সময় উপরিভাগে। পানি উঠে গেলে তাকে কী বলে- bleeding.
2. Concrete এ cement mortar থেকে aggregate আলাদা হলে তাকে কী বলে -segregation.
3. Concrete এ cement mortar থেকে পানিসহ cement চুয়ে পড়লে তাকে কী বলে -laitance.
4. Segregation এড়ানোর জন্য সর্বোচ্চ কত উচ্চতা থেকে concrete ফেলা হয় - 1.5 m.
244. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়-
ইনফ্লেকশন বিন্দু
বিপজ্জনক বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিষ্কৃয় বিন্দু
245. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
246. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখার অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে তা হলো-
কেন্দ্রিভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
247. যে সব বিম উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
248. বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের ওপর নির্দেশ করে-
ত্রিভুজাকার
আয়তাকার
কেন্দ্রিভূত
হেলানো লোড
249. শিয়ার ফোর্স ডায়গ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলে-
ইনফ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিস্কৃয় বিন্দু
বিপজ্জনক বিন্দু
250. যান্ত্রিক শক্তি কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
251. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা নির্দেশ করে-
কেন্দ্রিভূত লোড
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
252. যে বিষের এক প্রাপ্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে বলে-
সাধারণ বিম
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
253. L. দৈর্ঘ্যর একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটারে W কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে-
WL^2/4
WL^210
WE^2/8
WL^2/12
254. বিম কত প্রকার?
৪
৫
৬
৭
255. স্থির ঘর্ষণ বলের মান সর্বদা আনুভূমিকভাবে প্রয়োগকৃত বলের-
অর্ধেক
সমান
বেশি
দ্বিগুন
256. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
257. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
258. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে--
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
259. যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে তখনকার ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
260. যে বিমের উভয় প্রাপ্ত দৃঢ়ভাবে আটানো লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার
আবদ
সাধারণ
ঝুলন্ত